শুক্রবার, মে ১৭, ২০২৪
Bookmark
0
মূলপাতাজাতীয়নৌকায় ভোট দিয়ে আরেকবার সেবা করার সুযোগ দিন: শেখ হাসিনা

নৌকায় ভোট দিয়ে আরেকবার সেবা করার সুযোগ দিন: শেখ হাসিনা

এ দেশের মানুষের উন্নয়ন এবং সমৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করছে আওয়ামী লীগ। গত কয়েক বছরে এটা প্রমাণ হয়েছে যে, আওয়ামী লীগ সরকারে থাকলে দেশের উন্নয়ন হয়। জনগণের অবস্থার উন্নতি হয়। তাই আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করতে জনগণের প্রতি অনুরোধ জানান শেখ হাসিনা।

আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আরেকবার সেবা করার সুযোগ দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার শ্বশুরবাড়ি রংপুরের পীরগঞ্জে যাওয়ার রাস্তায় তারাগঞ্জ আওয়ামী লীগ আয়োজিত এ আসনের আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, ‘নৌকা মার্কায় ভোট দিয়ে আরেকবার সেবা করার সুযোগ দেবেন, সেই আহ্বান জানাই।’ আগামী নির্বাচনে নৌকায় ভোট প্রত্যাশা করে ওয়াদা চাইলে উপস্থিত জনতা দুই হাত তুলে সমস্বরে সাড়া দেন।

আওয়ামী লীগ সভাপতি বলেন, দল আবার সরকার গঠন করতে পারলে দেশে ভূমিহীন ও গৃহহীন থাকবে না কেউ। কোনো মানুষ অবহেলিত থাকবে না।

তিনি বলেন, এ দেশের মানুষের উন্নয়ন এবং সমৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করছে আওয়ামী লীগ। গত কয়েক বছরে এটা প্রমাণ হয়েছে যে, আওয়ামী লীগ সরকারে থাকলে দেশের উন্নয়ন হয়। জনগণের অবস্থার উন্নতি হয়। তাই আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করতে জনগণের প্রতি অনুরোধ জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী সকাল ১০টার দিকে তার সরকারি বাসভবন গণভবন থেকে রওনা দিয়ে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান বেলা সোয়া ১১টায়। বেলা ১১টা ৫০ মিনিটে তারাগঞ্জ ওয়াকফস্টেট সরকারি কলেজ মাঠের সভাস্থলে পৌঁছান তিনি।

মূলত দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের প্রচারে ও ভোট চাইতে যান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই রংপুরের তারাগঞ্জ কলেজ মাঠে সমবেত হতে শুরু করেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতা-কর্মীদের উপস্থিতিতে পুরো মাঠ কানায় কানায় ভর্তি হয়ে ওঠে।

তারাগঞ্জের জনসভায় প্রধানমন্ত্রী আরও বলেন, নৌকায় ভোট দেয়ার জনগণের জন্য কাজ করতে পারছে সরকার। আওয়ামী লীগ সরকারে এসে মানুষের জীবনমান উন্নয়ন করেছে। আরেকবার সুযোগ দিয়েন যেন আপনাদের জীবনমানের আরও উন্নয়ন করতে পারি।

নৌকায় ভোট দেয়ায় মানুষের জীবনমান পরিবর্তন হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, কোনো মানুষ যেন অবহেলিত না থাকে সেই লক্ষ্যে কাজ করছে সরকার।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের মানুষ অবহেলিত ছিল। তাদের মাথাপিছু আয় বাড়েনি। জীবনমান উন্নয়ন হয়নি। অবহেলার শিকার হয়েছে। বঙ্গবন্ধকে হত্যার পর ঝুঁকি নিয়ে দেশে এসেছি আপনাদের জীবনমান উন্নয়নের জন্য। আমার চাওয়া পাওয়া কিছু নেই। আমরা দেশকে এগিয়ে নিতে চাই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৭ জানুয়ারির নির্বাচনে সকালে ভোটারদের নিয়ে ভোটকেন্দ্রে যাবেন।

সকাল থেকেই মিছিল নিয়ে নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে উপস্থিত হতে শুরু করেন। রিকশা-ভ্যান কিংবা হেঁটে দলে দলে নির্বাচনি সভায় যোগ দেন তারা।

তারাগঞ্জের জনসভা শেষে তিনি আবারও সড়কপথে পীরগঞ্জের ফতেহপুরের উদ্দেশে রওনা দেন। যাওয়ার পথে রংপুরের মিঠাপুকুরে একটি পথসভায় অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রী ফতেহপুরে তার স্বামী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী প্রয়াত এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন এবং শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কুশল বিনিময় করবেন। সেখানেই তিনি দুপুরের খাবার খাবেন।

এর পর প্রধানমন্ত্রী রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীর সমর্থনে পীরগঞ্জ হাইস্কুল মাঠে নির্বাচনি সভায় বক্তব্য দেবেন।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

বঙ্গবন্ধুর সমাধিতে কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কোটালীপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।  শনিবার দুপুরে তিনি জাতির পিতার...

সারাদেশ

নিরাপদ খাদ্য নিশ্চিতে গোপালগঞ্জের হোটেল রোস্তরার খাবারের নমূনা সংগ্রহ শুরু

নিরাপদ খাবার নিশ্চিতে গোপালগঞ্জের হোটেল রেস্তোরার খাবারের নমূনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো শুরু হয়েছে। জাইকা বিএফএসএ ফুড সেফটি প্রজেক্টের আওতায় আজ বৃহস্পতিবার শহরের নিউ খান স্নাকস...

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments