শনিবার, মে ১৮, ২০২৪
Bookmark
0
মূলপাতাজাতীয়পুলিশের প্রতি নির্দেশনা; একান্ত প্রয়োজন ছাড়া একা চলাফেরা নয়

পুলিশের প্রতি নির্দেশনা; একান্ত প্রয়োজন ছাড়া একা চলাফেরা নয়

Instructions to the Police; Do not walk alone unless absolutely necessary

রাজধানীর পল্টন, কাকরাইল, শান্তিনগর, মালিবাগসহ আশপাশের বিভিন্ন এলাকায় জাড়ো হওয়া বিএনপি সমর্থকদের সঙ্গে পুলিশ সদস্যদের সংঘর্ষ হচ্ছে। এই পরিস্থিতিতে রাজধানীর ৫০টি থানার সবকটিতে বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে নিজেদের নিরাপত্তা, থানার নিরাপত্তা, সেইসঙ্গে থানার যানবাহনের নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করতে বলা হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির বেতার বার্তায় এসব নির্দেশনার কথা সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়।

ডিএমপি সূত্র বলছে, সংঘর্ষ ছাড়াও রবিবার (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। এছাড়া সমাবেশে আসাদের ব্যক্তিদের সরে যেতে পুলিশ সহায়তা করছে। সংশ্লিষ্ট সব বিষয় বিবেচনা করে ডিএমপি এরই মধ্যে ৫০টি থানার কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। একা মোবাইল পেট্রলিং এ না যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। একটি মোটরসাইকেল বা একটি গাড়ি নিয়ে পেট্রলিং না করার নির্দেশনা দেওয়া হয়েছে। একাধিক গাড়ির সমন্বয়ে পেট্রলিং পরিচালনা করতে বলা হয়েছে।

এছাড়া থানার স্থাপনা এবং থানার নিরাপত্তার বিষয়গুলো সম্পর্কে আরও সজাগ-সতর্ক থাকতে বলা হয়েছে। কেউ যেন কোনও ধরনের হামলা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে ব্যাপারে সব সদস্যদের সজাগ থাকতেও নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপি সূত্র বলছে, নয়া পল্টন ও আশপাশের এলাকায় সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশ সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন। এসব বিষয় যেন ভবিষ্যতে না ঘটে তার জন্য বিভিন্ন পরিকল্পনার সঠিক বাস্তবায়ন করতে হবে। এছাড়া সংঘর্ষ ঠেকাতে অনেক টিমের গুলি শেষ হয়ে যায়। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ হিমশিম খেতে হয়। নিজেদের নিরাপত্তাসহ ফোর্সের নিরাপত্তা, পাশাপাশি পুলিশের বিভিন্ন যানবাহনের নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিতে আরও তৎপর হওয়ার কথা বলা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সার্বিক নিরাপত্তার বিষয় বিবেচনা করে পুলিশ সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে। থানা এলাকা ও থানার পুলিশ ফাঁড়ির টিমকে একাধিক গাড়ি নিয়ে পেট্রলিং করতে বলা হয়েছে। মোবাইল টিম একাধিক থাকতে হবে। একা কোনও মোবাইল টিম মুভ করবে না। একসঙ্গে মুভ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

বঙ্গবন্ধুর সমাধিতে কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কোটালীপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।  শনিবার দুপুরে তিনি জাতির পিতার...

সারাদেশ

নিরাপদ খাদ্য নিশ্চিতে গোপালগঞ্জের হোটেল রোস্তরার খাবারের নমূনা সংগ্রহ শুরু

নিরাপদ খাবার নিশ্চিতে গোপালগঞ্জের হোটেল রেস্তোরার খাবারের নমূনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো শুরু হয়েছে। জাইকা বিএফএসএ ফুড সেফটি প্রজেক্টের আওতায় আজ বৃহস্পতিবার শহরের নিউ খান স্নাকস...

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments