শনিবার, মে ১১, ২০২৪
Bookmark
0
মূলপাতাবিশেষ প্রতিবেদননির্বাচনের মাঠে আওয়ামী লীগের 'পঞ্চপাণ্ডব'

নির্বাচনের মাঠে আওয়ামী লীগের ‘পঞ্চপাণ্ডব’

Awami League's 'Pancha Pandav' in the election field

পঞ্চপাণ্ডব হিসেবেই তাদের পরিচিতি। ২০১৮ সালের নির্বাচনের পর থেকে এই পাঁচজন নেতাই আওয়ামী লীগের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছেন। সংগঠন গোছানো, নেতাকর্মীদের সঙ্গে যোগসূত্র রক্ষা করা এবং রাজনৈতিক কর্মসূচিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই পাঁচ নেতার ওপরই ক্রমশ নির্ভরশীল হয়ে পড়েছিল আওয়ামী লীগ। এদের মাত্র একজন সংসদ সদস্য ছিলেন। বাকিরা ২০১৮ এর নির্বাচনের মনোনয়ন বঞ্চিত হয়েছিলেন। কিন্তু, বাকি চারজনকে এবার মনোনয়ন দেওয়া হলো মাঠের রাজনীতির স্বীকৃতি হিসেবে। এই পাঁচজন নেতাকে মনে করা হয় আওয়ামী লীগের পঞ্চপাণ্ডব।

তোফায়েল-রাজ্জাক যুগের অবসানের পর আওয়ামী লীগের হাল ধরবেন কারা—এ নিয়ে যখন আওয়ামী লীগের মধ্যে নানান রকম উদ্বেগ-উৎকণ্ঠা; ঠিক সেই সময় গত পাঁচ বছর ধরে ধীরে ধীরে রাজনীতিতে উত্থান ঘটে এই পঞ্চপাণ্ডবের। তারা শুধু আওয়ামী লীগের প্রাণভোমরায় পরিণত হননি, তারা বাংলাদেশের রাজনীতিতে জাতীয় নেতা হিসেবেও আবির্ভূত হয়েছিলেন। এদের কারণে আওয়ামী লীগ সংগঠন এখনো শক্তিশালী অবস্থানেই রয়েছেন বলে মনে করেন তৃণমূলের নেতাকর্মীরা।

তৃণমূলদের কণ্ঠস্বর, তাদের অভাব-অভিযোগ জানানোর ঠিকানায় পরিণত হয়েছিলেন এরই পাঁচ নেতা। এরা প্রত্যেকেই এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এটি তৃণমূলের একটি বিজয় বলে অনেক আওয়ামী লীগের নেতা মনে করছেন। এর ফলে সভাপতি মাঠের আন্দোলনের নেতা এবং কর্মীদেরকে স্বীকৃতি দিলেন।

হাইব্রিড এবং উদ্বাস্তু আওয়ামী লীগের হাত থেকে রক্ষার জন্য সভাপতির এই উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে। যে পাঁচজন নেতা এবার আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন বলে মোটামুটি নিশ্চিত এবং ইতোমধ্যে তাদের সবুজ সংকেত দিয়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন-

জাহাঙ্গীর কবির নানক: জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০১৮ নির্বাচনে ঢাকা-১৩ আসন থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়নি। তার বদলে সাদেক খানকে মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু, এতে আদর্শচ্যুত হননি জাহাঙ্গীর কবির নানক। রাজনীতিতে সাময়িক হোঁচট খেয়ে তিনি স্বাভাবিকভাবে এগিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছিলেন, নির্বাচনের পরের দিন পুরস্কৃত হয়েছিলেন। যুগ্ম সাধারণ সম্পাদক থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে অন্তর্ভূক্ত হয়েছেন। তারপর বিভিন্ন সংকটে এবং সমস্যায় তিনি শেখ হাসিনার বিশ্বস্ত সিপাহসালা হিসেবে কাজ করেছেন। বিশেষ করে সিলেট হযরত শাহ্ জালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সংক্রান্ত সংকট, নারায়ণগঞ্জের স্পর্শকাতর নির্বাচন; সবকিছুতেই নানকের ভূমিকা ছিল প্রশংসনীয়। সর্বশেষ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আর তার পুরস্কার হিসেবে তিনি পেলেন ঢাকা-১৩ আসনের মনোনয়ন।

আব্দুর রহমান: আব্দুর রহমান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনিও ২০১৮ সালের নির্বাচনে মনোনয়ন পাননি। মনোনয়ন না পেলেও তিনি জাহাঙ্গীর কবির নানকের মতোই দলের জন্য নিরবিচ্ছিন্নভাবে কাজ করেছেন। পরবর্তীতে তিনি প্রেসিডিয়াম সদস্য হিসেবে অন্তর্ভূক্ত হন। এবারের নির্বাচনে ফরিদপুর-১ আসনে থেকে মনোনয়নের ব্যাপারে তিনি সবুজ সংকেত পেয়েছেন।

বাহাউদ্দিন নাছিম: আওয়ামী লীগে যারা সবচেয়ে কর্মীবান্ধব নেতা তাদের মধ্যে বাহাউদ্দিন নাছিম অন্যতম। আওয়ামী লীগের কর্মীদের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতাদের মধ্যে অন্যতম হলে বাহাউদ্দিন নাছিম। গত নির্বাচনে তিনিও মনোনয়ন পাননি। এবার তার মনোনয়নের সবুজ সংকেত পাওয়া গেছে।

মির্জা আজম: মির্জা আজম অবশ্য ব্যতিক্রম। তিনি একাধারে এলাকায় জনপ্রিয়, অন্যদিকে নেতাকর্মীদের মাঝেও জনপ্রিয়। সাংগঠনিক কাজে অত্যন্ত দক্ষ এই নেতা ছয়বারের এমপি। এবার তিনি সপ্তমবারের মতো সংসদ সদস্য হতে যাচ্ছেন। আওয়ামী লীগের মনোনয়ন তিনি পাচ্ছেন, এটা মোটামুটি নিশ্চিত।

এস এম কামাল হোসেন: এস এম কামাল হোসেন আওয়ামী লীগে সাংগঠনিক সম্পাদক। তিনি সারা দেশে আওয়ামী লীগের বিভিন্ন নির্বাচনে তদারকির কাজ করেছেন। আওয়ামী লীগের অন্যতম প্রাণভোমরা মনে করা হয় তাকে। রাজনীতির বাইরে টকশোতেও তিনি সপ্রতীভ ছিলেন। আর এসবের স্বীকৃতি হিসেবে তিনি এবার পেলেন। এস এম কামালকে এবার খুলনায় মুন্নুজান সুফিয়ানের আসনে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে আওয়ামী লীগে দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে।

পঞ্চপাণ্ডবের এই মনোনয়নের মধ্যে দিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে মাঠের নেতাদেরকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হলো বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

গোপালগঞ্জের ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী যারা

প্রথম ধাপে বুধবার গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলার মধ্যে ৩টি  উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে কোটালীপাড়া উপজেলায় বিমল কৃষ্ণ বিশ্বাস (দোয়াত-কলম) ৪০ হাজার ২৭১ ভোট পেয়ে...

সারাদেশ

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments