38.3 C
Gopālganj
রবিবার, মে ১৯, ২০২৪
Bookmark
0
মূলপাতাব্রেকিং নিউজ...ঘুড়ি উৎসব “উড়াল”

ঘুড়ি উৎসব “উড়াল”

Dragon Festival "Fly"

সাইফুর রহমান সৈকত, বশেমুরবিপ্রবি প্রতিনিধি ।।

পর পর দুই বছর করোনা মহামারীর কারনে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও এবার গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নববর্ষ উপলক্ষে স্থাপত্য বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল ঘুড়ি উৎসব “উড়াল”৷
শতাধিক ঘুড়ির ব্যাবস্থা করা হয় এখানে ৷ ঘুড়ি উৎসব “উড়াল” এ অংশগ্রহন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে ৷ আইন বিভাগের শিক্ষার্থী আকাশ মন্ডল বলেন, “পহেলা বৈশাখ উদযাপন বাঙালী সংস্কৃতির সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। এরকম একটা দিবসে ঘুড়ি উৎসবের আয়োজন করাটা আসলে দারুণ একটা উদ্যোগ। ঘুড়ি উড়ানো ব্যাপারটা আমাদের শৈশবে রাঙিয়ে আসা রঙ্গিন মুহূর্ত গুলোকে খানিকটা মনে করিয়ে দেয়। ব্যক্তিগতভাবে এরকম কর্মসূচি আমার খুবই ভালো লেগেছে এবং আমি স্থাপত্য বিভাগকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”

01 21


ঘুড়ি উৎসব আয়োজন সম্পর্কে স্থাপত্য বিভাগের শিক্ষার্থী পার্থ ঘোষ বলেন, “নববর্ষের আমেজ বাঙালিদের মধ্যে নানা রকম ভাবে ছড়িয়ে পড়ে অনেক ধরনের উৎসবের মাধ্যমে। ঘুড়ি উৎসব তার মধ্যে অন্যতম এবং এটি বাঙালি জাতির শত বছরের ঐতিহ্য বহন করে আসছে। আমাদের এই ছোট্ট আয়োজনটি সেই ঐতিহ্যেরই বহিঃপ্রকাশ। 
তিনি আরও বলেন, “আমাদের উদ্দেশ্য ঘুড়ি উৎসব এর মধ্যদিয়ে আমরা বিগত সকল গ্লানি মুছে নব সূচনার আবির্ভাব ঘটাতে পারব এবং নবীনদের মনে নব উল্লাশের আগমন ঘটাতে পারব। সকলের সংকল্প এবং মেলবন্ধন আগামী দিন গুলো আরো সুন্দর ও সৃষ্টিশীল করবে। এজন্য এই বছর আমাদের বিভাগ থেকে প্রথমবারের মতো ঘুড়ি উৎসবের আয়োজন করেছি। এতে করে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষাথীর মাঝে নতুন উন্মাদনা সৃষ্টি হয়েছে।এই অভিপ্রায় নিয়ে প্রতিবছর এই উৎসব আপনাদের সকলকে নিয়ে করতে চাই।”

03 7

স্থাপত্য বিভাগের সভাপতি ড. এটিএম সাইফুল ইসলাম বলেন, “করোনার দীর্ঘ বন্ধের পর শিক্ষার্থীদের আগ্রহের প্রেক্ষিতে আমরা এ উৎসবের আয়োজন করেছি৷ সকলেই এখানে অংশগ্রহন করছে দেখেও ভাল লাগছে৷”

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

বঙ্গবন্ধুর সমাধিতে কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কোটালীপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।  শনিবার দুপুরে তিনি জাতির পিতার...

সারাদেশ

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২,আহত ২

গোপালগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় ২জন নিহত ও অপর দুইজন আহত হয়েছে। নিহতরা হলো-সদর উপজেলার ঘোষেরচর দক্ষিনপাড়া গ্রামের বাবু শেখের ছেলে ৫ম শ্রেনীর ছাত্র রামিম...

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments