37.5 C
Gopālganj
সোমবার, মে ২০, ২০২৪
Bookmark
0
মূলপাতানির্বাচন-২০২৪ভোটের আগে ইসিতে বড় ধরনের নিয়োগ-পদোন্নতি

ভোটের আগে ইসিতে বড় ধরনের নিয়োগ-পদোন্নতি

EC's major appointments and promotions ahead of the polls

দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি বিভিন্ন পদে ৪১৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ৪০তম বিসিএস উত্তীর্ণদের মধ্য থেকে নন-ক্যাডার হিসেবে ৯০ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ৩১৩ জন থানা নির্বাচন কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের স্বার্থে জনপ্রতিনিধিসহ মাঠ প্রশাসনকে ১০ দফা নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। নির্দেশনা প্রতিপালনে কোনো ধরনের অবহেলা করলে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্কও করা হয়েছে।

ইসি সূত্র জানায়, মামলা-সংক্রান্ত আইনি জটিলতায় দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি বন্ধ ছিল। গত ৩১ জুলাই সদ্য সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে অন্যান্য এজেন্ডার সঙ্গে এ সমস্যার কথা তুলে ধরে তার হস্তক্ষেপ কামনা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এ সময় তার সঙ্গে ছিলেন কমিশনার বেগম রাশিদা সুলতানা ও কমিশনের সচিব মো. জাহাংগীর আলম। এর পরই আইনি এ জটিলতার অবসান হয়। ফলে ঝুলে থাকা কর্মকর্তাদের পদোন্নতির তালিকায় হাত দেয় কমিশন। বেশ কিছুদিন ধরে এ প্রক্রিয়া চলছিল। অবশেষে জাতীয় নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তা কার্যকর করা হলো। গত কয়েক দিনে সব মিলিয়ে ২৬৯ কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি দেওয়া হয়েছে।

ইসির কর্মকর্তাদের মতে, জেলা প্রশাসকদের পাশাপাশি নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মধ্য থেকে এবার জাতীয় নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগের দাবি ছিল কর্মকর্তাদের। বিভিন্ন বৈঠকে কমিশনও দাবি বাস্তবায়নের আশ্বাস দেয়; কিন্তু শেষ পর্যন্ত অতীতের ধারাবাহিকতায় এবারও জেলা প্রশাসকদেরই রিটার্নিং কর্মকর্তা করা হয়। সেজন্য কর্মকর্তাদের মধ্যে খানিকটা অসন্তোষ বিরাজ করছিল। শেষ পর্যন্ত তাদের পদোন্নতির মাধ্যমে অসন্তোষ কিছুটা হলেও কমানো সম্ভব হবে। এটি জাতীয় নির্বাচনে নিজেদের দায়িত্ব পালনে আরও ইতিবাচক ভূমিকা রাখবে।

গতকাল বিকেলে ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে ইসির কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতির তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘চতুর্থ গ্রেডে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পদে ৯ জনকে, পঞ্চম গ্রেডে উপসচিব সমমানের পদে ১১ জনকে, ষষ্ঠ গ্রেডে সিনিয়র সহকারী সচিব কিংবা সমমানের পদে ১৩ জনকে, দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণির সহকারী পরিচালক, উপজেলা নির্বাচন কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা পদে ২৩ জনকে, তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণির সহকারী উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা পদে ১৬১ জনকে, প্রশাসনিক কর্মকর্তা পদে দুজনকে এবং ১৮ থেকে ১৬তম গ্রেডে ৫০ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।’

এ ছাড়া তৃতীয় শ্রেণির ১১টি পদে কম্পিউটার অপারেটর, সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, হিসাব সহকারী, স্টোরকিপার, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী প্রভৃতি পদে রাজস্ব খাতে মোট ৪১৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর পাশাপাশি নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন বিভিন্ন কার্যালয়ের শূন্যপদ পূরণে ৪০তম বিসিএসের নন-ক্যাডার হতে প্রথম শ্রেণির পদে ৯০ জন এবং দ্বিতীয় শ্রেণির সহকারী উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা/সমমানের পদে ৩১৩ জনকে নিয়োগ দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

নির্বাচন কমিশনের বিভিন্ন পদে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা হয় উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মচারী নিয়োগের ক্ষেত্রে মোট ২ লাখ ৩৬ হাজার ৭২৮টি আবেদন জমা পড়েছিল। এমসিকিউ, লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করে ৪১৪ জনকে নিয়োগ দেওয়া হয়। উল্লিখিত সংখ্যক কর্মচারী আগামী ২৬ নভেম্বর যোগদান করবেন। নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৪৩ জনের বিরুদ্ধে ২৩টি মামলা করা হয়েছে বলেও জানানো হয়।

প্রচারে মেয়র-চেয়ারম্যানদের পদ-পদবি ব্যবহারে মানা:

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের স্বার্থে ১০ দফা নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ইসির থেকে আদিষ্ট হয়ে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিসহ মাঠ প্রশাসনকে এ নির্দেশনা দিয়েছে সরকারের এ গুরুত্বপূর্ণ বিভাগটি। নির্দেশনা প্রতিপালনের পাশাপাশি কোনো ধরনের অবহেলা করতে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্কও করা হয়েছে।

গতকাল স্থানীয় সরকার বিভাগ সচিব মুহম্মদ ইবরাহিম স্বাক্ষরিত আদেশ সিটি ও পৌর মেয়র; জেলা, উপজেলা ও ইউপি চেয়ারম্যানকে পাঠানো ১০টি নির্দেশনায় বলা হয়, নিজ নিজ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার্থে আইন প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় সহায়তা; নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নির্বাচন কমিশন সময়ে সময়ে যেসব আদেশ/নির্দেশ প্রতিপালন; নিৰ্বাচনী মিছিল, সভা ও প্রচার যাতে অবাধ,

শান্তিপূর্ণ ও বিধি অনুষ্ঠান; কোনো নির্বাচনী অফিস বা প্রতীক বা পোস্টার নষ্ট করার যে কোনো প্রচেষ্টারোধে সামাজিক প্রতিরোধ গঠনে সহায়তা করা; সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ কিংবা ইউনিয়ন পরিষদে এমন কোনো উন্নয়ন স্কিম গ্রহণ ও বাস্তবায়ন করবে না, যা জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থীর ভোট প্রাপ্তিতে বা প্রচারণার পক্ষে ব্যবহৃত হতে পারে; সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ,

উপজেলা পরিষদ কিংবা ইউনিয়ন পরিষদের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুদান বা অনুদানের প্রতিশ্রুতি দিতে পারবে না যা কোনো প্রার্থীর ভোট প্রাপ্তি বা প্রচারের কাজে প্রভাব বিস্তার করবে; স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কোনো অফিস, যানবাহন এবং অন্যান্য সম্পত্তি কোনো প্রার্থীর নির্বাচন বা প্রচারণার কাজে কোনোভাবেই ব্যবহার করা যাবে না। মাশুল পরিশোধ করেও ব্যক্তিগত কাজে কোনো যানবাহন ব্যবহার করার অনুমতি দেওয়া যাবে না;

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা কোনো প্রার্থীর নির্বাচনী কাজে বা প্রচারে অংশগ্রহণ করতে পারবে না; ভোটকেন্দ্র নির্মাণসহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য সব কাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা প্রয়োজন হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠান তা প্রদান করবে; এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত প্রতিনিধিরা তাদের পদমর্যাদা, সরকারি সুযোগ সুবিধা ইত্যাদি কোনো প্রার্থীর নির্বাচনী কাজে ব্যবহার করতে পারবেন না।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

বঙ্গবন্ধুর সমাধিতে কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কোটালীপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।  শনিবার দুপুরে তিনি জাতির পিতার...

সারাদেশ

উপজেলা নির্বাচনে বিজয়ীদের শপথ

হাফিজুর রহমান, ঢাকা।। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে বিজয়ী ঢাকা বিভাগের উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান ঢাকা বিভাগীয়...

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments