বুধবার, মে ১৫, ২০২৪
Bookmark
0
মূলপাতাজাতীয়ভোটকেন্দ্রের চারপাশে ভোটবিরোধী প্রচার ঠেকাতে ইসির কড়া নির্দেশ

ভোটকেন্দ্রের চারপাশে ভোটবিরোধী প্রচার ঠেকাতে ইসির কড়া নির্দেশ

নির্বাচনী প্রচারে ভোটকেন্দ্রের চারপাশে ভোটারদের ভোটদানে উৎসাহিত বা নিরুৎসাহিত না করার দিকে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ভোটকেন্দ্রের নির্ধারিত ৪০০ গজ এলাকার মধ্যে পোস্টার, লিফলেট ইত্যাদি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

নির্বাচনী প্রচারে ভোটকেন্দ্রের চারপাশে ভোটারদের ভোটদানে উৎসাহিত বা নিরুৎসাহিত না করার দিকে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ভোটকেন্দ্রের নির্ধারিত ৪০০ গজ এলাকার মধ্যে পোস্টার, লিফলেট ইত্যাদি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) নির্বাচন কমিশন এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে। পরিপত্রে বলা হয়, নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে পোস্টার, হ্যান্ডবিলসহ প্রচারপত্র থাকলে তা ভোটগ্রহণ শুরু হওয়ার পূর্বেই সরিয়ে ফেলতে হবে। ভোটকেন্দ্রগুলো যাতে অন্ধকার না থাকে সেজন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থাও করতে হবে। ভোটকেন্দ্র হিসেবে স্থাপিত প্রতিষ্ঠানের একটি কক্ষের মধ্যে একাধিক ভোটকক্ষ স্থাপন করা কোনোক্রমেই সমীচীন নয় বলেও পরিপত্রে বলা হয়।

নির্দেশনায় বলা হয়, প্রয়োজন সাপেক্ষে একটি কক্ষের মধ্যে একাধিক ভোটকক্ষ স্থাপন করতে হলে প্রত্যেক ভোটকক্ষের অবস্থান বা এলাকা সুনির্দিষ্টভাবে চট বা চাটাই অথবা অন্য কোনো বস্তু দিয়ে বেস্টনি তৈরি করতে হবে। যাতে করে এক ভোটকক্ষ থেকে অন্য ভোটকক্ষের মধ্যে যাতায়াত করা না যায়।

পরিপত্রে বলা হয়, প্রতিটি ভোটকন্দ্রে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে। ভোটগ্রহণের শেষ পর্যায়ে এবং ভোট গ্রহণের সময় আলোর স্বল্পতা দেখা দিলে ভোটকেন্দ্রে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে। ভোটগ্রহণের দিন অপরাহ্ণের দিকে বেশিসংখ্যক ভোটার ভোটদানের জন্য জমায়েত হতে পারেন। শেষ মুহূর্তে যাতে এরূপ ভোটাররা সশৃঙ্খলভাবে ভোট দিতে পারেন, তার জন্য কর্মরত নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে আলোচনাক্রমে ব্যবস্থা করতে হবে।

এছাড়াও বলা হয়, ভোটগ্রহণে সকাল ৮টায় শুরু করতে হবে। কোনো ক্রমেই বিলম্বে ভোটগ্রহণ শুরু করা যাবে না। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট, পোলিং এজেন্ট এবং সমর্থকরা যাতে ভোটারদের ভোটকেন্দ্রে আনয়নের জন্য কোনো প্রকার যানবাহন ব্যবহার করতে না পারেন সে বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সতর্ক করতে হবে।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

বঙ্গবন্ধুর সমাধিতে কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কোটালীপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।  শনিবার দুপুরে তিনি জাতির পিতার...

সারাদেশ

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments