বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
Bookmark
0
মূলপাতানির্বাচন-২০২৪৬০ আসনে স্বতন্ত্র প্রার্থীরা চোখ রাঙাচ্ছে আওয়ামী লীগকে

৬০ আসনে স্বতন্ত্র প্রার্থীরা চোখ রাঙাচ্ছে আওয়ামী লীগকে

শেষ পর্যন্ত যদি এই স্বতন্ত্র প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার না করে তাহলে ওই সমস্ত আসনে আওয়ামী লীগ প্রার্থীদের জন্য বড় ধরনের দুঃসংবাদ অপেক্ষা করতে পারে।

এবার নির্বাচনে সবচেয়ে বড় বিষয় হল স্বতন্ত্র প্রার্থী। প্রায় সব আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোথাও কোথাও তারা শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং কিছু কিছু আসন আছে যে সমস্ত আসনগুলোতে স্বতন্ত্র প্রার্থীরা রীতিমতো জোয়ার তুলেছে। অনুসন্ধানে দেখা গেছে, এরকম অন্তত ৬০টি আসন আছে যে ৬০টি আসনে স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ফলে যেকোনো ফলাফল হতে পারে। শেষ পর্যন্ত যদি এই স্বতন্ত্র প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার না করে তাহলে ওই সমস্ত আসনে আওয়ামী লীগ প্রার্থীদের জন্য বড় ধরনের দুঃসংবাদ অপেক্ষা করতে পারে।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন পর্যন্ত বলেছেন যে, কোনো স্বতন্ত্র প্রার্থীকে বসানো যাবে না, স্বতন্ত্র প্রার্থীদেরকে তিনি স্বাগত জানিয়েছেন। আর এই সমস্ত কারণেই এবার স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে বেশ কিছু আসনে আওয়ামী লীগের প্রার্থীদেরকে চমকে দিতে পারেন। শেষ পর্যন্ত যদি নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় তাহলে এবারের নির্বাচনে জাতীয় সংসদে ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী নির্বাচিত হতে পারেন এমন এমন কথাও শোনা যাচ্ছে।

যে আসনগুলো নিয়ে স্বতন্ত্র প্রার্থীরা আওয়ামী লীগের দলীয় প্রার্থীদেরকে চোখ রাঙাচ্ছে তার মধ্যে রয়েছে – পঞ্চগড়-১ আসন, এখানে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নাইমুজ্জামান ভুঁইয়া। এখানে বর্তমান এমপি মাজহারুল হক প্রধান স্বতন্ত্র হিসাবে দাঁড়িয়েছেন। গাইবান্ধা-৫ আসনের মাহমুদ হাসান প্রার্থী হয়েছেন। এখানে সাবেক ডেপুটি স্পিকারের মেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাজশাহী-৪ আসনে বর্তমান এমপি ইঞ্জিনিয়ার এনামুল হককে মনোনয়ন না দিয়ে দেওয়া হয়েছে পৌরসভার মেয়র আবুল কালাম আজাদকে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার এনামুল হক এখানে ভালো অবস্থানে রয়েছেন। রাজশাহী-৬ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের আসনেও স্বতন্ত্র প্রার্থী ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেন বলে স্থানীয় এলাকার ভোটাররা মনে করছেন।

নাটোর-২ আসনের শফিকুল ইসলাম শিমুলের বিপরীতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচনকে জমিয়ে তুলেছেন। একই অবস্থা নাটোর-৩ আসনে। সেখানে জুনাইদ আহমেদ পলকের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের একজন স্বতন্ত্র প্রার্থী। ঝিনাইদহ-২ আসনে তাজিম আহমেদ সিদ্দিকীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেডিয়েন্ট ফার্মাসিটিক্যালসের চেয়ারম্যান জনাব মো: নাসের শাহরিয়ার জাহেদী তিনিও এই আসনে জনপ্রিয় হিসাবে বিবেচিত হচ্ছেন।

বরিশাল-৪ আসনে মনোনয়ন পেয়েছিলেন শাম্মী আহমেদ। কিন্তু তার মনোনয়নের রিটার্নিং অফিসার বাতিল করে দেয়। রিটার্নিং অফিসার বাতিলের বিরুদ্ধে তিনি এখন আপিল করেছেন। শেষ পর্যন্ত তিনিই যদি মনোনয়ন পানও তবুও এই আসনের বর্তমান এমপি পঙ্কজ দেবনাথের সঙ্গে তাকে কঠিন লড়াইয়ে মুখোমুখি হতে হবে। পঙ্কজ দেবনাথ তাকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে ৷

বরিশাল-৫ আসনে বর্তমান এমপি এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছেন সাদিক সেরানিয়াবাত। যিনি বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। তিনি এই আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে যাচ্ছেন বলেই স্থানীয় ভোটাররা মনে করছেন। ময়মনসিংহ-২ আসনের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে চোখ রাঙাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী।

কিশোরগঞ্জ-১ আসনে জাকিয়া নূরের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনের মাঠ জমিয়ে দিয়েছেন। কিশোরগঞ্জ-২ আসনে আব্দুল কাহার আকন্দের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন ২০১৪ সালের এমপি সোহরাব হোসেন। তিনি এই আসনের শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন বলে স্থানীয় এলাকাবাসী মনে করছেন।

মানিকগঞ্জ-২ আসনে মমতাজ বেগমের বিরুদ্ধে আওয়ামী লীগের একজন স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন। মুন্সীগঞ্জ-৩ আসনে মৃণালকান্তি দাসের বিপরীতে স্থানীয় আওয়ামী লীগের একজন নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ঢাকা-৪ আসনে সানজিদা খানম আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। শেষ পর্যন্ত জাতীয় পার্টির কাছে এই আসনটি হয়তো ছেড়ে দেয়া হতে পারে। তবে এই আসনে আরেক আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব ড. আওলাদ হোসেন চোখ রাঙাচ্ছেন।

ঢাকা-১৯ আসনে ডা. মো: এনামুর রহমানের বিপরীতে স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছেন সাবেক এমপি মুরাদ জং। তিনিও এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন বলে স্থানীয় ভোটাররা মনে করছেন। গাজীপুরের-১ আসনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল বিরুদ্ধে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই অবস্থান নরসিংদী-৪ আসনে সেখানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুনের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন জমিয়ে দিয়েছেন।

নারায়ণগঞ্জ-১ আসনে গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন। এছাড়াও এই আসনে তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দাকার প্রার্থী হয়েছেন। ফরিদপুর-১ আসনে আব্দুর রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরিফুর রহমান দোলন। আরিফুর রহমান দোলনের মনোনয়ন প্রথমে বাতিল হলেও পরে আপিল করে তিনি ফেরত পেয়েছেন। এই এলাকায় তিনি আবদুর রহমান আওয়ামী লীগের হেভিওয়েট নেতাকে বড় ধরনের চ্যালেঞ্জ দিতে পারেন বলে বিভিন্ন মহল মনে করছেন।

ফরিদপুর-২ আসনে শাহদাব আকবরের বিপরীতে আওয়ামী লীগের একজন স্বতন্ত্র প্রার্থী ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন। ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শামীম হক। তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়ী এ. কে আজাদ। এই আসনে এ. কে আজাদ ইতোমধ্যেই আলোড়ন তুলে ফেলেছেন। ফরিদপুর-৪ আসনে তৃতীয় বারের মতো কাজী জাফরউল্লাহ এবং নিক্সন চৌধুরী মুখোমুখি হচ্ছেন। গত দুটি নির্বাচনে নিক্সন চৌধুরী জয়ী হয়েছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পরাজিত হয়েছিলেন এবার কী হয় সেটাই দেখার বিষয় ৷

গোপালগঞ্জ-১ আসনে মোহাম্মদ ফারুক খানের বিপরীতে স্থানীয় আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও তার মনোনয়ন বাতিল হয়েছে। কিন্তু তিনি আশা করছেন যে আপিলে তার মনোনয়ন বৈধ ঘোষিত হবে। মাদারীপুর-৩ আসনে আবদুস সোবহান গোলাপের বিপরীতে আওয়ামী লীগের একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তিনি নির্বাচন জমিয়ে ফেলেছেন।

সিলেট-১ আসনে পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন এর বিপরীতে আওয়ামী লীগের একজন স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন। একই অবস্থা ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে আওয়ামী লীগের একজন স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়েছেন।

চট্টগ্রাম-১৫ আসনে আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিনের বিপরীতে একজন বিশিষ্ট ব্যবসায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে। এরকম অন্তত ৬০টি আসন খুঁজে পাওয়া গেছে যেখানে স্বতন্ত্র প্রার্থীরা আওয়ামী লীগের প্রার্থীদের জন্য বড় ধরনের হুমকি হিসেবে কাজ করবেন ভোটের মাঠে।

সূত্র: বাংলা ইনসাইডার।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

গোপালগঞ্জের ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী যারা

প্রথম ধাপে বুধবার গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলার মধ্যে ৩টি  উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে কোটালীপাড়া উপজেলায় বিমল কৃষ্ণ বিশ্বাস (দোয়াত-কলম) ৪০ হাজার ২৭১ ভোট পেয়ে...

সারাদেশ

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments