মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Bookmark
0
মূলপাতাএসক্লুসিভঘটনাবহুল ঘটনা: এ বছরের সেরা আলোচিত ১০ চরিত্র

ঘটনাবহুল ঘটনা: এ বছরের সেরা আলোচিত ১০ চরিত্র

বিরোধী দলের আন্দোলন, মার্কিন ভিসা নীতি, ভিসা নিষেধাজ্ঞা কার্যকরের ঘোষণা, ২৮ অক্টোবর নানা ঘটনা-অঘটনায় খবরের পাতা ছিলো সরগরম। আর এ সমস্ত ঘটনাবলির সঙ্গে যুক্ত আছেন এ বছরের সেরা আলোচিত ১০ চরিত্র। আসুন দেখে নেয়া যাক কারা এই সেরা ১০ চরিত্র।

বিদায় লগ্নে ২০২৩। কিন্তু পুরো বছর জুড়ে ঘটেছে নানা ঘটনাবহুল ঘটনা। বিরোধী দলের আন্দোলন, মার্কিন ভিসা নীতি, ভিসা নিষেধাজ্ঞা কার্যকরের ঘোষণা, ২৮ অক্টোবর নানা ঘটনা-অঘটনায় খবরের পাতা ছিলো সরগরম। আর এ সমস্ত ঘটনাবলির সঙ্গে যুক্ত আছেন এ বছরের সেরা আলোচিত ১০ চরিত্র। আসুন দেখে নেয়া যাক কারা এই সেরা ১০ চরিত্র।

পিটার ডি হাস: এ বছরের সেরা আলোচিত চরিত্রগুলোর মধ্যে অন্যতম হলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তিনিই এ বছরের সেরা আলোচিত চরিত্র। অভিযোগ রয়েছে একটি নিদিষ্ট মিশন নিয়েই তিনি বাংলাদেশে এসেছেন। আর সেই মিশন হল বর্তমান সরকারকে ক্ষমতাচূত্য করা। এই অভিযোগের কারণ অবশ্য তিনি নিজেই। কারণ বাংলাদেশের বিরোধী দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে বিশেষ করে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে তার দফা দফায় বৈঠক এই অভিযোগের অন্যতম কারণ। বিরোধী দলের কোনো কোনো নেতা তাকে অবতার বা ভগবান বলতেও এতটুকু কাপণ্যরোধ করেননি। শুধু তাই নয়, রাশিয়াও একাধিকবার অভিযোগ করেছে যে, মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বাংলাদেশে বিরোধী দলের সঙ্গে বৈঠক করে সরকার পতনের পরিকল্পনার সঙ্গে জড়িত।

খালেদা জিয়া: বছরজুড়ে আলোচনায় ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সারা বছর জুড়েই ছিল তার এভারকেয়ার হাসপাতালে যাওয়া আসা। সবশেষ লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া গত ৯ আগস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ২৭ অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এসে তার রক্তনালিতে অস্ত্রোপচার করেন। প্রায় চার মাস ধরে এভারকেয়ারেই আছেন খালেদা জিয়া। নির্বাচনে যাওয়ার শর্তে খালেদা জিয়া হয়তো বিদেশে চিকিৎসা করতে যাওয়ার সুযোগ নিবেন- এমন গুঞ্জন উঠেছিল। বিভিন্ন মহলের দাবি এ ব্যাপারে আলোচনা গড়িয়েছিল অনেক দূর। কিন্তু লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার কারণে শেষ পর্যন্ত আর সেটি সম্ভব হয়নি। এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসা নিয়েও চলে নানা রকম নাটকীয়তা। বিএনপির দাবি ছিল দেশে খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব নয়। যেকোনো মূল্যে তাকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যেতে হবে। যদিও চিকিৎসা বিশেষজ্ঞদের বক্তব্য ছিল ভিন্ন। তারা বলছিলেন, প্রয়োজনীয় সমস্ত ‍উন্নত চিকিৎসা খালেদা জিয়া দেশেই পাচ্ছেন। বরং তার চিকিৎসার ব্যাপারে বিএনপিপন্থি চিকিৎসকদের অতি উৎসাহিত তার চিকিৎসার ক্ষেত্রে কোনো কোনো প্রভাব ফেলেছি।

ওবায়দুল কাদের: ‘খেলা হবে’ ও ‘তলে তলে’ বক্তব্যের জন্য বছরজুড়েই আলোচনায় ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চলতি বছরের ৮ জানুয়ারি এক অনুষ্ঠানে নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। আগামী জানুয়ারিতে ফাইনাল খেলা হবে। গত ৩ অক্টোবর আমিনবাজারে ঢাকা জেলা আওয়ামী লীগের সমাবেশে তিনি বলেন, ‘বিএনপি নেতারা এখন পথ হারিয়ে দিশেহারা। দুই সেলফিতেই বাজিমাত। এক সেলফি দিল্লিতে, আরেক সেলফি নিউ ইয়র্কে। শেখ হাসিনা দিল্লিতে, তারপরে গিয়ে নিউ ইয়র্কে বাজিমাত।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘কোথায় স্যাংশনস, কোথায় ভিসানীতি! তলে তলে আপস হয়ে গেছে, আপস হয়ে গেছে। দিল্লি আছে, আমেরিকারও দিল্লিকে দরকার। আমরা আছি, দিল্লিও আছে। দিল্লি আছে, আমরাও আছি। শত্রুতা কারও সঙ্গে নয়, সবার সঙ্গে বন্ধুত্ব।’ বাংলাদেশের নির্বাচন নিয়ে ‘তলে তলে আপস’ হওয়ার বিষয়ে তোলপাড় করা বক্তব্যের ব্যাখ্যা দিয়ে গত ৫ অক্টোবর সচিবালয়ে ওবায়দুল কাদের বলেন, সেই বক্তব্যে তিনি ‘ভুল কিছু বলেননি’।

‘তলে তলে আপস মানে দুই দেশের সম্পর্ক উন্নয়ন বা আমাদের সম্পর্ক ভালো আছে, আমি সেটা বোঝাতে চেয়েছি।’ তিনি আরও বলেন, ‘তলে তলে’যে বলি, সেটা পাবলিক খায়। সেজন্যই তো বলি- ‘খেলা হবে’। তবে রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন যে, রাজনীতিবিদরা যা বলেন তা সবসময় যে সঠিক তা নয়। তারা কৌশলগত দিক থেকেই কিংবা বিরোধী দলকে ঘায়েল করতে অথবা কর্মীদের মনোবল চাঙ্গা রাখতেই অনেক কৌশল অবলম্বন করনে। সে জায়গায় ওবায়দুল কাদের সফল বলে মনে করছেন কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর: বছরের সেরা চরিত্রগুলোর মধ্যে জায়গা করে নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শারীরিক ভাবে অসুস্থতার মধ্যেও তিনি বিএনপির সরকার পতনের আন্দোলনকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। একটি নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমকে সরকার পতনের আন্দোলন পরিচালনার জন্য তিনি বিএনপির বিভিন্ন মহলে সমালোচিত এমন কথাও শোনা গেছে। সরকার পতনের এক দফা আদায়ের লক্ষ্যে তিনি সারা বছরজুড়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেরিয়েছেন। বিএনপির আন্দোলনকে একটা পর্যায় পর্য়ন্ত নিয়ে যেতে সক্ষম হয়েছেন। কিন্তু এক সময় গিয়ে তিনি সে অবস্থান ধরে রাখতে পারেননি বলে ক্ষমতাসীন আওয়ামী লীগের অভিযোগ। তাছাড়া বিএনপির আন্দোলন নিয়েও মির্জা ফখরুলকে ভর্ৎসনার শিকার হতে হয়েছে। বিশেষ করে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ডেকে মির্জা ফখরুল বলেছিলেন যে, ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ এবং এই মহাসমাবেশ থেকেই আন্দোলনের মহাযাত্রা শুরু হবে। ঢাকা অচল করে দেওয়া হবে। ঢাকা দখল করা হবে। কিন্তু এর কিছুদিন পরেই আবার তিনি বলেন যে, ২৮ অক্টোবর ঢাকায় শুধু সমাবেশ হবে। সমাবেশ শেষে তারা বাসায় ফিরে যাবে। ঢাকায় অবস্থান করা, ঢাকা দখল করা কিংবা অচল করে দেওয়ার মতো কোন কর্মসূচি তাদের নেই। মির্জা ফখরুলের এমন বক্তব্যে দলের কর্মীরা কিছুটা দিকভ্রান্ত হয়ে পড়েছিল বলে জানা গেছে। তবে শেষ পর্যন্ত বিএনপি তাদের নিয়মতান্ত্রিক আন্দোলনের চরিত্র ধরে রাখতে সক্ষম হয়নি। ২৮ অক্টোবর রাজধানীতে তাণ্ডব চালালে আইনশৃঙ্খলা সক্ষমতার সাথে পরিস্থিতির সামাল দেয়। আর বিএনপি তাদের নিজেদের চোরাগলিতে আটকে যায়।

ড. এ.কে. আব্দুল মোমেন: বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন বা বাংলাদেশ সম্পর্কে পশ্চিমাদের ক্রমাগত নেতিবাচক ধারণার পেছনে সবচেয়ে ব্যর্থ মনে করা হয় সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়কে। কিন্তু মন্ত্রণালয় সে রকম কোনো উদ্যোগ তো গ্রহণ করেনি। বরং পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে বিভিন্ন মুখরোচক কথাবার্তা বলে বিতর্কিত এবং সমালোচিত হয়েছেন। বিশেষ করে মার্কিন ভিসা নীতি ঘোষণা এবং তা কার্যকরের খরবে পররাষ্ট্রমন্ত্রী নানা রকম ভাবে সমালোচিত হয়েছেন।

টিপু মুনশি: এ বছরের সেরা চরিত্রগুলোর আরেক চরিত্র হলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। দ্রব্যমূল্য নিয়ে তার বক্তব্যগুলোতে সাধারণ মানুষ চরম অতিষ্ঠ হয়ে উঠেছিল। বিষয়টি গড়িয়েছিল খোদ প্রধানমন্ত্রীর সংবাদ সন্মেলনে। সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সংকট তৈরি হবে-জাতীয় সংসদে দেওয়া এমন বক্তব্যের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে প্রধানমন্ত্রী বলেন যে, ‘সিন্ডিকেট থাকলে তা ভাঙা যাবে না, এটা কোনো কথা না। আমি বাণিজ্যমন্ত্রীকে ধরব তো।’ এরপরও বাণিজ্যমন্ত্রীর মুখের লাগাম টেনে ধরা সম্ভব হয়নি। এর কিছু দিন পর তিনি জনতার সামনে হাজির করেন লিপস্টিক তত্ত্ব। সাধারণ মানুষ দ্রব্যমূল্য নিয়ে অস্বস্তিতে আছে—এমন প্রশ্নে তিনি বলেন, আমার এলাকার কেউ কষ্টে নেই। মহিলারা তিনবার করে লিপস্টিক লাগাচ্ছে দিনে। চারবার করে স্যান্ডেল বদলাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পিষ্ট মানুষ মন্ত্রীর এ বক্তব্য খুবই নেতিবাচকভাবে নেয়।

ড. আব্দুর রাজ্জাক: গত ১৭ ডিসেম্বর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত সাক্ষাৎকারে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘(বিএনপির) ২০ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার না করলে কি বাংলাদেশে আজ যে গাড়ি চলতেছে এই হরতালের দিন, আপনারা এই গাড়ি দেখতেন?… এছাড়া আমাদের জন্য কোনো গত্যন্তর ছিল না। কোনো অল্টারনেটিভ ছিল না। যেটা করেছি আমরা চিন্তাভাবনা করে করেছি।’ কৃষিমন্ত্রীর এ বক্তব্যেও শোরগোল পড়ে যায়। বিব্রত হন খোদ আওয়ামী লীগের নেতারা। আব্দুর রাজ্জাকের এ বক্তব্য ‘সঠিক নয়’ দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘এ বক্তব্য আওয়ামী লীগ কিংবা সরকারের নয়, এটি তার নিজস্ব বক্তব্য।’এরপর ‘বেকায়দায়’ পড়ে ১৮ ডিসেম্বর আব্দুর রাজ্জাক সাংবাদিকদের কাছে তার বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। পরে লিখিত বিবৃতিতে কৃষি মন্ত্রণালয় থেকে জানানো হয়, ওই বেসরকারি চ্যানেল কৃষিমন্ত্রীর পুরো বক্তব্য সঠিকভাবে উপস্থাপন করেনি। মন্ত্রীর খোলামেলা বক্তব্যকে কোনো কোনো মহল বিকৃতভাবে উপস্থাপন করে তাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। কৃষিমন্ত্রী আশা প্রকাশ করেন যে, তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং সত্য আপন জ্যোতিতেই উদ্ভাসিত থাকবে। বছরের শেষান্তে এসে এমন বিষ্ফোরক মন্তব্য করে কৃষিমন্ত্রীও বছরের সেরা চরিত্রে নিজের জায়গা পোক্ত করেছেন বেশ ভালো ভাবেই।

আলী রিয়াজ: আলী রিয়াজ ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিন্তু বাংলাদেশের রাজনীতি এবং সরকারের নানা সমালোচনার ক্ষেত্রে তিনি অত্যন্ত সরব। মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ বিষয়ে অন্যতম পরামর্শক মনে করা হচ্ছে তাকে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে যে সমস্ত ব্যক্তি এবং প্রতিষ্ঠান তৎপর তাদের অন্যতম পরামর্শ হিসেবে কাজ করছেন মার্কিন প্রবাসী এই বাংলাদেশি। একদা বাম রাজনীতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন। কিন্তু এখন সরকারের কট্টর সমালোচনা। অনেক ক্ষেত্রেই তাকে বিএনপির পরামর্শ মনে করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এখন সবচেয়ে পছন্দের ব্যক্তিদের তালিকায় তিনি অন্যতম।

জিল্লুর রহমান: জিল্লুর রহমান হলেন সেন্টার ফর গভর্নমেন্ট স্ট্যাডিজ–সিজিএস এর নির্বাহী পরিচালক। এছাড়া তার প্রধান পরিচয় হল বিএনপি-জামায়াতপন্থি হিসেবে। বিএনপির মিডিয়া সেলের নিয়ন্ত্রক জহিরুদ্দিন স্বপনের সঙ্গে রয়েছে জিল্লুরের বিশেষ সখ্যতা। তার মাধ্যমে লন্ডনে তারেকের সঙ্গে নিয়মিত যোগাযোগ বাড়িয়েছে তার শক্তি। বাংলাদেশের রাজনীতিতে কূটনীতিকদের সক্রিয় করতে জিল্লুর রহমানের অশুভ তৎপরতার অভিযোগ রয়েছে। মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে বাংলাদেশস্থ বিদেশি বিভিন্ন দেশের কূটনীতিক ডেকে উস্কানিমূলক প্রশ্ন করে বাংলাদেশ সম্পর্কে কূটনীতিকদের নেতিবাচক ধারণা তৈরি পেছনে জিল্লুর রহমানের তৎপরতা রয়েছে বলে অভিযোগ আছে।

শাহজাহান ওমর: জামিনে কারাগার থেকে বেরোনোর পরদিন আওয়ামী লীগে যোগ দিয়ে বছরের সেরা চরিত্রে তকমা পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান ওমর। নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। অথচ তিনি আওয়ামী লীগের আদর্শের ধারে-কাছেও কখনো ছিলেন না, যিনি বিএনপি-জামায়াতের একজন প্রতিমন্ত্রী ছিলেন, সারা জীবন আওয়ামী লীগকে নোংরা-অশ্লীল ভাষায় গালাগালি করেছেন, কয়েকদিন আগেই যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর সমালোচনা করেছেন, পিটার ডি হাসকে যিনি অবতার হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু একেবারেই হঠাৎ করে আওয়ামী লীগে যোগ দিয়ে এবার নির্বাচন করছেন তিনি। পাশাপাশি বিএনপি থেকে এসে এখন আবার প্রায় প্রতিদিন বিএনপির সমালোচনা করে চলছেন।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

সারাদেশ

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments