গোপালগঞ্জে শুরু হয়েছে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট। আজ সোমবার সকালে উদ্বোধনী ম্যাচে গোপালগঞ্জ সদর উপজেলার জহুরুল হক কলেজ ট্রাইবেকারে ৩-০ গোলে মুকসুদপুর উপজেলার বঙ্গরত্ন কলেজকে পরাজিত করেছে।

এর আগে জেলা ক্রিড়া অফিস আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।এ সময় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গোলাম কবির,জেলা ক্রিড়া অফিসার মোঃ শাহিন সুলতান রাজা উপস্থিত ছিলেন।
খেলায় জেলার ১৪ টি কলেজ অংশ নেবে। আগামী বুধবার এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।