গোপালগঞ্জে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করেছে সমাজসেবা অধিদপ্তর। আজ মঙ্গলবার শহর সমাজসেবা কার্যালয় তাদের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে।
‘কর্মদলের সদস্যদের ঋণ গ্রহনের পূর্বে অবহিত করণ ‘ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপানী অনুষ্ঠানে ৩১ জন উদ্যোক্তার হাতে সাড়ে ১২ লাখ টাকার ঋণের চেক তুলে দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন আর রশীদ। পরে ৯৪ টি কর্মদলের দলনেতার হাতে সাইন বোর্ড তুলে দেওয়া হয়।
এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জুলফিকার আলী, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা ফারহানা নাসরিন প্রমূখ উপস্থিত ছিলেন।
এরআগে অবহিত করণ ‘ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ইউসিডি) মোহাম্মদ নাসির উদ্দিন। এতে গোপালগঞ্জ শহরের ৫০ জন নারী-পুরুষ উদ্যোক্তা অংশ নেন।
এ পর্যন্ত গোপালগঞ্জ শহরের ৫৫৯ জন ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাকে ১ কোটি ১১ লাখ টাকার সুদমুক্ত ঋণ দেওয়া হয়েছে।