রবিবার, মে ১২, ২০২৪
Bookmark
0
মূলপাতাগোপালগঞ্জ সংবাদগোপালগঞ্জে শশুরের বিরুদ্ধে জামাতার প্রতারণার অভিযোগে

গোপালগঞ্জে শশুরের বিরুদ্ধে জামাতার প্রতারণার অভিযোগে

গোপালগঞ্জে শশুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে জামাতা সংবাদ সম্মেলন করেছেন। আজ শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম-এর হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জামাতা মো. রুবেল শেখ বলেন, বিশ্ববিদ্যালয় অধ্যায়নকালিন গোপালগঞ্জ সদর উপজেলার দেবাসুর নিবাসি মনসুর মোল্লার ছেলে রিপন মোল্লা ওরফে লিটন ও তার স্ত্রী কলি বেগমের সাথে ভাল সম্পর্ক তৈরী হয়। সেই সুবাদে ২০২২ সালের ১০ জুন তাদের এক মাত্র মেয়ে অনন্যা আফরিনের সাথে তার বিয়ে হয়্। বিয়ের ৪ মাস পর সে জানতে পারে তার স্ত্রীর পুর্বে বিয়ে ছিল। সেই স্বামীর ( মোরশেদ শেখ) কাছ থেকে একটি ব্ল্যাংক চেক চুরি করে নিয়ে এনআইঅ্যাক্টে আদালতে মামলা দিয়ে ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়।২০১৯ সালে ৭ এপ্রিল গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর গ্রামের জিন্নাত আলী শেখের ছেলে মোরশেদ শেখের সাথে তার প্রথম বিয়ে হয়। সে জানায় “একই ভাবে আমার কাছ থেকেও তার মেয়ে অনন্যা আফরিনকে দিয়ে আমার স্বাক্ষর করা চেক বই চুরি করে  ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর ১৫ লক্ষ টাকা লিখে এনআইঅ্যাক্টে মামলা করে আমার শশুর রিপন মোল্রা।”

ভুক্তভোগী বিরেন বিশ্বাস ও তানিয়া বেগম সহ অনেকের কাছ থেকে তার মেয়ের নামে করা অনন্যা সার্বিক উন্নয়ন প্রকল্প নামে একটি মাল্টিপারপাসের ঋণ দেয়ার কথা বলে ফাঁকা চেক ও স্টাম্প নিয়ে একই কায়দায় টাকা হাতিয়ে নেয়ার জন্য মামলা করেছে।

অভিযুক্ত রিপন মোল্লার বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানার জাল টাকা ও জুয়েলারি দোকানে ডাকাতি সহ একাধিক মামলা চলমান রয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

এ ব্যাপারে অভিযুক্ক রিপন মোল্লা বলেন, আমার মেয়ে জামাই মো. রুবেল শেখ বাড়ী করার জন্য এবং চাকুরীর কথা বলে ১৫ লক্ষ টাকা নিয়েছিলো। সে আমার মেয়েকে তার কাছে রাখে না, তাই আমি জামাইকে দেয়া টাকার জন্য মামলা করেছি। আর অন্যদের সাথে যে ঝামেলা ছিলো তা মিটিয়ে ফেলেছি। তার নামে বিভিন্ন মামলা প্রসঙ্গে রিপন মোল্লা জানান, ওই সব মামলায় তিনি এখন জামিনে রয়েছেন।

তবে, জামাই রুবেল শেখ তার কাছ থেকে টাকা নেয়ার কথা অস্বীকার করে বলেন, তাঁর শশুর  ও শ্বাশুড়ী বিভিন্ন মানুষের সাথে প্রতারণার করে। শশুরকে জেল থেকে জামিনের জন্য শ্বাশুড়ী আমার কাছ থেকে ৮৫ হাজার টাকা ধার নেয়। পুনরায় আবার টাকা দাবী করলে আমি দিতে অস্বীকার করলে সে মেয়েকে দিয়ে আমার বাসা থেকে চেক চুরি করিয়ে নিয়ে আমার নামে এনআইঅ্যাক্টে মামলা দিয়েছেন।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

বঙ্গবন্ধুর সমাধিতে কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কোটালীপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।  শনিবার দুপুরে তিনি জাতির পিতার...

সারাদেশ

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments