বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
Bookmark
0
মূলপাতাগোপালগঞ্জ সংবাদট্রেনে কাটা পড়া ৫ শ্রমিকের দাফন ও শেষকৃত্য সম্পন্ন

ট্রেনে কাটা পড়া ৫ শ্রমিকের দাফন ও শেষকৃত্য সম্পন্ন

Burial and last rites of 5 workers killed by train completed

গোপালগঞ্জের কাশিয়ানীতে অরক্ষিত রেল ক্রসিং-এ ট্রেনে কাটা পড়ে নিহত ৫ নির্মাণ শ্রমিকের দাফন ও শেষকৃত্য সম্পন্ন হয়েছে।এদিকে, একই এলাকার ৫ ব্যক্তি মারা যাওয়ার ঘটনায় পারুলিয়া ইউনিয়ন জু‌ড়ে শোকের মাতম চলছে।নিহতের বাড়ীতে প্রতিবেশীরা ভীড় করেছেন এবং শোকার্ত পরিবারকে শান্ত্বনা দিচ্ছেন।

আজ শুক্রবার(২২ জুলাই)সকালে নিজ নিজ গ্রামের বাড়ীতে দাফন ও শেষকৃত্য করা হয়।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের কাঠামদরবস্ত গ্রামের কাগদী রেল ক্রসিংয়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ও কাটা পড়ে ৫ শ্রমিক নিহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে।পরে রাতেই ময়না তদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়।

তিনি আরো জানান, সকালে ধর্মীয় রীতি অনুযায়ী নিহতদের দাফন ও শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রাতেই নিহতদের পরিবার প্রতি ১০ হাজার টাকা করে নগদ সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।

উল্লেখ্য, বৃহস্পতিবার(২১জুলাই)রাত ৯ টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রামে একটি নির্মাণাধীন স্কুল ভবনের ঢালাইয়ের কাজ শেষ করে কংক্রিট মিক্সার মেশিন নিয়ে ১৪ জন শ্রমিক গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়ায় নিজ বাড়িতে ফিরছিলেন।

এসময় তাদের বহনকারী ভটভটি গাড়ীটি কাঠামদরবস্ত গ্রামের কাগদী রেল ক্রসিং পার হবার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটির সাথে ধাক্কা লাগে।এতে ভটভটিটি দূমড়ে মুচড়ে যায় ও ৫ শ্রমিক ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হন ও আহত হন আরো একজন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। গুরুতর আহত একজনকে ফরিদপুর মেডিকেল ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বিজয় মৃধার ছেলে সুজন মৃধা(৩৫), নিরোদ দাসের ছেলে পরিতোষ দাস(৩০),রবিন বিশ্বাসের ছেলে অমৃত বিশ্বাস(৩৫),মহের বিশ্বাসের ছেলে হিরামন বিশ্বাস(৪৫) ও পারুলিয়া গ্রামের মালেক সিকদারে ছেলে রাজ্জাক সিকদার (৪০)।

ঘটনার প্রত্যক্ষদর্শী কাঠামদরবস্ত গ্রামের শামচুল হক খানের ছেলে হাসান খানসহ এলাকাবাসী বলেছেন, এই ক্রসিংটা একটা জনবহুল এলাকার মধ্যে হওয়ার পরও এখানে কোন গেট নাই। আর গেট না থাকার কারণেই এই ৫ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।আমরা গ্রামবাসী ট্রেন চলাচলের শুরু থেকে এখানে একটি গেট নির্মাণের দাবী করে আসছিলাম।কিন্তু কর্তৃপক্ষ আমাদের দাবীর প্রতি কর্ণপাত করেননি।তাই দ্রুততম সময়ে এখানে একটি গেট নির্মাণের দাবী করছি।

প্রসঙ্গত, একই দিন বৃহস্পতিবার সকালে একই ট্রেনটি গোপালগঞ্জ থেকে রাজশাহী যাওয়ার সময় কাশিয়ানী উপজেলার কামারোল এলাকায় ট্রেনে কাঁটা পড়ে আবু তালেব মোল্লা (৬০)নামে এক বৃদ্ধ নিহত হন।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

বঙ্গবন্ধুর সমাধিতে কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কোটালীপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।  শনিবার দুপুরে তিনি জাতির পিতার...

সারাদেশ

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments