শনিবার, মে ৪, ২০২৪
Bookmark
0
মূলপাতাগোপালগঞ্জ সংবাদগাছ লাগানো এবং পরিচযা করাই যার নেশা

গাছ লাগানো এবং পরিচযা করাই যার নেশা

Planting and introducing trees is his passion

দেলোয়ার হোসেন। পেশায় জেলা প্রশাসনের একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী। চাকুরীর পাশাপাশি অবসর পেলেই ব্যস্ত হয়ে পড়েন  গাছ লাগানো ও গাছ পরিচর্যায়। বৃক্ষই তার নেশা। বৃক্ষপ্রেমি হিসেবে দেলোয়ার ইতিমধ্যে এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছেন।  

গোপালগঞ্জের জেলা প্রশাসনের কার্যালয়ের তৃতীয় শ্রেণীর কর্মচারী দেলোয়ার হোসেন। বৃক্ষই তাঁর নেশা। তিনি শুধু মাত্র বৃক্ষ রোপণই করেন না রোপিত বৃক্ষ বড় না হওয়া পর্যন্ত নিজ হাতে তার পরিচর্যাও করেন। বনজ, ফলদ, ঔষধি, ভেষজ, ফুলের বৃক্ষ রোপণ করে যাচ্ছেন বছরের বছর। তার রোপিত গাছ শোভা বর্ধিত করছে শহরের বিভিন্ন অলি-গলি, বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানসহ নানান স্থানে। 

এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তার পাশ, ইউনিয়ন পরিষদ চত্বর, বিভিন্ন ব্যক্তির ফাঁকা জায়গায় প্রায় ৫ ধরনের নিজ অর্থায়নে বৃক্ষ রোপণ করে যাচ্ছেন। তার রোপণকৃত বৃক্ষের মধ্যে রয়েছে ঔষধি বৃক্ষ আমলকি, হরতোকি, বহেরা, অর্জুন সহ বিভিন্ন রকম ফলজ ও বনজ বৃক্ষ। তাঁর লাগোনো বৃক্ষে বিভিন্ন স্থানের শোভাও বৃদ্ধি পেয়েছে।

নিজের টাকায় ক্রয় করে নিজ হাতে এলাকার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, মন্দির প্রাঙ্গণ, রাস্তা-ব্রিজের পাশে ও বিভিন্ন ব্যক্তির ফাঁকা জায়গায় বৃক্ষ লাগিয়ে সেসব গাছের পরিচর্চা করছেন নিজ হাতে।

এ ছাড়া তিনি এ সমাজের বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের রোগ নিরাময়ের লক্ষ্যে সুস্বাস্থ্যের যাদু নামে একটি বই লিখে প্রশংসা কুড়িয়েছেন। তাঁর এ কাজের স্বীকৃতি স্বরুপ স্থানীয় প্রায় ৫০ ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে স্বারক সম্মাননা পেয়েছেন। সুস্বাস্থ্যের যাদু তার বই দুটিতে বিভিন্ন গাছের বিভিন্ন ব্যবহারে বিভিন্ন রোগ হতে মুক্তির নির্দেশনা স্থান পেয়েছে।

গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালের মেডিকেল অফিসার, আর্য়ুবেদিক ডাক্তার মোঃ আহমাদুল কবির বলেন, মোঃ দেলোয়ার হোসেন একজন বৃক্ষ প্রেমিক, উনি আর্য়ুবেদিক চিকিৎসায়ও ভালো পারদর্শী। তিনি জেলার বিভিন্ন জায়গার বৃক্ষ রোপন করে আসছেন। শুধু বৃ্ক্ষ রোপনই নয় বৃক্ষ গুলোর কি কি আর্য়ুবেদিক গুনাগুন আছে তা বই পড়ে পড়ে বিভিন্ন জায়গা থেকে জেনে মানুষকে সচেতন করছেন। এটা অত্যন্ত ভালো একটা উদ্যোগ। আমি তার কাজের সাফল্য কামনা করি।

গোপালগঞ্জ জেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিবেকানন্দ মল্লিক বলেন, দেলোয়ার হোসেন সাহেব জেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির মসজিদসহ যেখানেই ফাকা জায়গা পাচ্ছেন সেখানেই তিনি বৃক্ষ রোপন করছেন। তার রোপিত বৃক্ষের মধ্য বনজ, ফলজ, ঔষধি সহ নানান প্রজাতির গাছ রয়েছে। বিশেষ করে লক্ষনীয় উনি যে ঔষধি গাছগুলো রোপন করছেন তা সমাজের জন্য বিশাল প্রভাব ফেলবে। মানুষ কেমিক্যালিক ঔষধের দিকে না গিয়ে আর্য়ুবেদিক ঔষধের দিকে ঝুকে সে দিকটাই লক্ষ্য রেখে তিনি এগিয়ে যাচ্ছে। আমলকি, হরতকি বহেরা, অশোক, অর্জুন সহ বিভিন্ন ধরনের গাছ তিনি বিভিন্ন জায়গায় রোপন করছেন। তার এই কর্মকান্ডকে আমরা বন বিভাগের পক্ষ থেকে সমর্থন করি। আশা করি উনার এই কর্মকান্ড থেকে সমাজের আরো মানুষ উদ্বুদ্ধ হবে। আরো মানুষ এই বৃক্ষরোপনে এগিয়ে আসবে। উনি যখনই কোন চারার জন্য আসেন আমরা তাঁকে চারা দিয়ে সহযোগিতা করে আসছি আগামিতেও আমাদের সমর্থন অব্যহত থাকবে।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

গোপালগঞ্জে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রতিক বরাদ্দ অনুষ্ঠান

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

সারাদেশ

কাশিয়ানীতে সরকারী জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ  

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা সদরে সরকারী জমি দখল করে নির্মিত বাড়ি উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ আল-ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে...

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments