বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
Bookmark
0
মূলপাতাব্রেকিং নিউজ...কোটালীপাড়ায় এতিমখানার শিশুদের মাঝে  কম্বল বিতরণ

কোটালীপাড়ায় এতিমখানার শিশুদের মাঝে  কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার।।

কোটালীপাড়া উপজেলায় এতিমখানার শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জ্ঞানের আলো পাঠাগার। আজ মঙ্গলবার উপজেলার তারাশী গ্রামে নির্মিত জ্ঞানের আলো পাঠাগার চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতাধিক শিশুর হাতে কম্বল তুলে দেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, যুবলীগ নেতা লিটন শেখ, জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বলেন, ফেসবুকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে প্রতি বছর অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় এবার উপজেলার এতিমখানাগুলোর শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, এসো আলোকিত মানুষ হই স্লোগান নিয়ে কিছু উদ্যমী তরুনের প্রচেষ্টায় কোটালীপাড়ার তারাশী গ্রামে ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয় জ্ঞানের আলো পাঠাগার। পাঠ কক্ষ থেকে শিক্ষা উন্নয়ন ও মানবসেবা সমানতালে চালিয়ে যাচ্ছে সংগঠনটির স্বেচ্ছাসেবক সদস্যরা।  পাঠাগারটি স্থাপনের পর থেকে বইপড়া প্রতিযোগিতাসহ শিক্ষামূলক বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মেধাবিকাশসহ দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে পাশাপাশি আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে চলছে।  ফেসবুকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে প্রতিবছর ঈদ ও দুর্গাপূজায় খাদ্য সামগ্রী ও নতুন কাপড় বিতরণ করা হয় জ্ঞানের আলো পাঠাগারের উদ্যোগে। একইভাবে অর্থ সংগ্রহ করে কোটালীপাড়ার অসহায় দরিদ্র মানুষের শীতের কষ্ট লাগবের জন্য প্রতিবছর শীতবস্ত্র বিতরণ করে জ্ঞানের আলো পাঠাগারের সদস্যরা। এরই ধারাবাহিকতায় আজ কোটালীপাড়ার ১২ টি এতিমখানার ১০০ জন এতিম ছাত্রের হাতে তুলে দিচ্ছে কম্বল। সবথেকে বড় কথা হল জ্ঞানের আলো পাঠাগার কোটালীপাড়া উপজেলায় মানবতার জাগরণ সৃষ্টি করেছে। ফেসবুক কাজে লাগিয়ে অর্থ সংগ্রহ করে অসংখ্য দরিদ্র পরিবারের ব্রেন টিউমার, ক্যান্সার, কিডনি, হৃদরোগসহ মরণঘাতী বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তির চিকিৎসার পাশাপাশি তাদের সাবলম্বী করে তুলছে। আমরা দেখেছি বিভিন্ন দুর্যোগ মহামারীর সময় জ্ঞানের আলো পাঠাগারের স্বেচ্ছাসেবকেরা নিজেদের জীবন উপেক্ষা করে মানবতার সেবায় ঝাপিয়ে পড়ে। এই করোনাকালীন সময়ে করোনা প্রতিরোধে সংগঠনটির ব্যাপক কার্যক্রম পরিলক্ষিত হয়। মুমূর্ষু শ্বাসকষ্ট জনিত রোগীকে বিনামূল্যে অক্সিজেন সেবা দেয় জ্ঞানের আলো পাঠাগার। যখন করোনায় আক্রান্ত মারা যাওয়া ব্যক্তির লাশ সৎকারে কেউ এগিয়ে আসে না ঠিক তখন জ্ঞানের আলো পাঠাগারের সদস্যরা ওই লাশ সৎকারের দায়িত্ব নেয়। এছাড়া এই সংগঠনের সদস্যরা নিয়মিত স্বেচ্ছায় বিনামূল্যে রক্তদান করে থাকে যার ফলে জরুরি রক্তের প্রয়োজনে তা দ্রুত মিলে যাচ্ছে। উপজেলা প্রশাসনের যে কোন প্রয়োজনে জ্ঞানের আলো পাঠাগারের সদস্যদের দেখা যায় স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করতে। জীব বৈচিত্র্যের ভারসাম্য   রক্ষায় গাছে গাছে মাটির হাড়ি দিয়ে কৃত্রিম বাসা তৈরী করে দিচ্ছে জ্ঞানের আলো পাঠাগার। পরিবেশের ভারসাম্য রক্ষায় এবছর ১০হাজার তালের বীজ রোপন করে জ্ঞানের আলো পাঠাগার। যেখানেই মানবিক সমস্যা সেখানেই জ্ঞানের আলো পাঠাগারের কার্যক্রম লক্ষনীয়। সরকারি হাসপাতালে দুগ্ধপোষ্য সন্তান নিয়ে চিকিৎসা নিতে আসা মায়েদের জন্য মার্তৃদুগ্ধ কর্ণার স্থাপন করে দিয়েছে জ্ঞানের আলো পাঠাগার। ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বই পড়ার প্রবনতা বৃদ্ধিতে কাজ করছে জ্ঞানের আলো পাঠাগার। উপজেলার ১২ টি ইউনিয়নের ২ শতাধিক স্বেচ্ছাসেবক  জ্ঞানের আলো পাঠাগারের সদস্য। এদের নিয়ে তৈরী করা হয়েছে টিম লাইফ সাপোর্ট। যে কোন মানবিক বিপর্যয়ে এঁরা সদা প্রস্তুত মানবতার সেবায়। মানবিক এই সংগঠনটি কোটালীপাড়াবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছে।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

বঙ্গবন্ধুর সমাধিতে কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কোটালীপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।  শনিবার দুপুরে তিনি জাতির পিতার...

সারাদেশ

নিরাপদ খাদ্য নিশ্চিতে গোপালগঞ্জের হোটেল রোস্তরার খাবারের নমূনা সংগ্রহ শুরু

নিরাপদ খাবার নিশ্চিতে গোপালগঞ্জের হোটেল রেস্তোরার খাবারের নমূনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো শুরু হয়েছে। জাইকা বিএফএসএ ফুড সেফটি প্রজেক্টের আওতায় আজ বৃহস্পতিবার শহরের নিউ খান স্নাকস...

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments