শনিবার, মে ৪, ২০২৪
Bookmark
0
মূলপাতাগোপালগঞ্জ সংবাদগোপালগঞ্জে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মানায় করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো চার’শ

গোপালগঞ্জে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মানায় করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো চার’শ

যুগকথা রিপোর্ট :

গোপালগঞ্জে একের পর এক বেড়েই চলছে করোনা রোগীর সংখ্যা। সাধারণ মানুষের পাশাপশি করোনা আক্রান্ত থেকে বাদ পড়ছেন না ডাক্তার, নার্সসহ স্বাস্থ্য কর্মীরাও। এদিকে, লকডাউন শিথিল করায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানছেন না সাধারন মানুষ। যে যার মত করে বাইরে বের হচ্ছেন।

ইতিমধ্যে জেলায় চারশো ছাড়িয়েছে করোনা রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪০২ জনে। এর মধ্যে ডাক্তার, নার্সসহ ৩৮ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

বুধবার (১৭ জুন) সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে মুকসুদপুর উপজেলায় ৯ জন, সদর উপজেলায় ৫ জন, কোটালীপাড়া উপজেলায় ৪ জন, কাশিয়ানী উপজেলায় ৪ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় একজন করেছে। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেয়ার পশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি আরো জানান, জেলা থেকে মোট ৩ হাজার ৯৮৪ জনের নমুন সংগ্রহ করা হয়েছে। মোট আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় মোট ৬ জন মারা গেছেন। বাকীদের মধ্যে ১৮৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও ২১১ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, গত ১৪ এপ্রিল রাত ১০ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে গোপালগঞ্জে লক ডাউন শুরু হয়। পরবর্তীতে লকডাউন শিথিল করলে নিয়ম-নীতি না মেনে কেউ ঘরেই থাকতে চাচ্ছেন না। তারা নানা অযুহাতে ঘরের বাইরে যাচ্ছেন। এমন কি এক স্থান থেকে অন্য স্থানেও যাতায়েত করছেন। জেলা সদরে লকডাউনের নিয়ম-নীতি অনেকটা মেনে চললেও উপজেলাগুলোতে যেন বেশীর ভাগ লোক সেটা মানতেই চাচ্ছেন না। রাস্তা-ঘাটে লোক সমাগম বাড়তে শুরু করেছে।

বেশ কয়েকজন শ্রমজীবীর সাথে কথা হলে তারা নাম না প্রকাশ করার শর্তে জানান, তারা দীর্ঘদিন ঘরে বসে ছিল লকডাউনের জন্য। যে কারনে তাদের ঘরে খাবার নেই। বাজার করার টাকা নেই। তাই তারা লকডাউন শিথিল করার সাথে সাথে কাজের খোঁজে রাস্তায় বেরিয়েছেন। তবে পুরোপুরি তারা স্বাস্থ্যবিধি মেনে চলতে পারছেন না।

করোনা আক্রান্তে সংখ্যা বৃদ্ধি নিয়ে সিভিল সার্জন বলেন, লকডাউন শিথিল করার পর সাধারন মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। জেলার বিভিন্ন মার্কেট, দোকান খোলা থাকায় ক্রেতা ও বিক্রেতারা স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখছেন না। সেই সাথে বাইরের জেলা থেকে আসায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। করোনা সংক্রমণ ঠেকাতে তিনি সকলকে স্বাস্থ্যবিধি ও সমাজিক দূরত্ব মেনে চলার আহবান জানান।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

গোপালগঞ্জে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রতিক বরাদ্দ অনুষ্ঠান

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

সারাদেশ

কাশিয়ানীতে সরকারী জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ  

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা সদরে সরকারী জমি দখল করে নির্মিত বাড়ি উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ আল-ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে...

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments