মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Bookmark
0
মূলপাতাগোপালগঞ্জ সংবাদগোপালগঞ্জে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু

গোপালগঞ্জে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু

মোহনা রিপোর্ট :

গোপালগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে ও করোনার উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বুধবার রাতে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

আজ বৃহম্পতিবার গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: অসিত কুমার মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তি হলেন, জেলা শহরের মৌলভীপাড়ার বাসিন্দা টুকু কাজী (৬৭) ও করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের মোতালেব মিয়া (৬৮) এবং মানিকদাহ গ্রামের দিপংকর শিরালী (৩৪)।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: অসিত কুমার মল্লিক জানান, শহরের মৌলভীপাড়ার বাসিন্দা টুকু কাজী বেশ কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়। এরপর থেকে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। বুধবার রাতে তিনি নিজ বাসায় মারা যান।

অপরদিকে, সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের মোতালেব মিয়া গতকাল বুধবার (১ জুলাই) করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

অন্য দিকে, একই উপজেলার মানিকদাহ গ্রামের দিপংকর শিরালী হত মঙ্গলবার (৩০ জুন) করোনার উপসর্গ শ্বাসকষ্ট, সর্দি, জ্বর, কাশি নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে তিনিও মারা যান।

হাসপাতালে সহকারী পরিচালক আরো বলেন, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই ব্যক্তির নমূনা সংগ্রহ করা হয়েছে। তাদের নমুনা পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে মৃত তিনজন ব্যক্তির মরদেহ দাফন ও সৎকারের ব্যবস্থা করা হয়েছে।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

সারাদেশ

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments