শুক্রবার, মে ৩, ২০২৪
Bookmark
0
মূলপাতাগোপালগঞ্জ সংবাদগোপালগঞ্জে লকডাউনে বিপাকে শ্রমজীবীরা

গোপালগঞ্জে লকডাউনে বিপাকে শ্রমজীবীরা

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে লকডাউনে বিপাকে পড়েছে শ্রমজীবীরা। টানা তৃতীয় দিন লকডাউনের ফলে ক্ষুদ্র ব্যবসায়ী, রিক্সা, ভ্যান, ইজিবাইক, থ্রিহুইলার চালকসহ ছোট ছোট ব্যবসার সাথে জড়িতদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। চায়ের দোকান, সবজি বিক্রেতা, মৌসুম ফল বিক্রেতারা রয়েছে বিপদে। ঋণ করে ব্যবসা ও সংসার  চালানো এসব পরিবারের কাছে লকডাউন যেন   বিষফোড়া হয়ে দাড়িয়েছে। ঝুঁকি নিয়ে অনেকে ব্যবসা প্রতিষ্ঠান খুললেও ক্রেতার অভাবে বিক্রি হচ্ছে কম।এর সঙ্গে যুক্ত হয়েছে প্রশাসনের অভিযান। বাজার এলাকায় পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সার্বক্ষণিক টহল রয়েছে। প্রশাসনের ভয়ে মার্কেটের প্রবেশ সড়কে নিজস্ব পাহারা বসিয়ে অনেকে চুপিসারে বেচা বিক্রি করছে। গোপালগঞ্জ জেলা সদরের বড় বাজার, পাচুরিয়া বাজার,  মুদী দোকান বন্ধ রাখা হলেও বেলা ১১টা পর্যন্ত মাছ, মাংস ও কাঁচা বাজার খোলা রাখা হয়েছে। বড় বাজারের সবজি বিক্রেতা পংকজ রায়, নির্মল বিশ্বাস, মোস্তফা মোল্লা, দাউদ আলী, সিদ্দিক শেখ, মিন্টু মোল্লাসহ বেশ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা হলে তারা জানিয়েছেন,আড়ৎ থেকে মালামাল কিনতে প্রায় ৮টা বেজে যায়। এর পর ১১টা পর্যন্ত তিন ঘন্টায় যে বিক্রি হয় তা দিয়ে দিনের খরচ উঠে না। কাঁচা তরকারি নগদে বিক্রি করতে না পারলে নষ্ট বা পঁচে যায়। তিন ঘন্টা বেচে যে লাভ হয় তার থেকে বেশী তরকারী নষ্ট হয়ে যায়। তাই কাঁচা বাজার দুপুর ২টা পর্যন্ত খোলা দেয়ার অনুরোধ করছি।

চা বিক্রেতা মোঃ সাইদুল ইসলাম বলেন, এনজিও থেকে ঋণ এনে দোকানদারী করি। করোনার কারনে চায়ের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার । কিন্তু দোকান না খুলতে পারলে কিভাবে সংসার চালাবো। আর কিভাবেইবা কিস্তির টাকা পরিশোধ করবো। কিস্তি না দিতে পারলে স্যারদের চাপ খাওয়া লাগে। টাকা না নিয়ে যায়না। বড় বিপদে আছি কি করবো বুঝে উঠতে পারছিনা।   

শহরের বটতলা বাজারের মুরগী ব্যবসায়ী মোঃ জাকির হোসেন বলেন, ঋণ করে ব্যবসা করি। আমরা স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করতে চাই। তা না হলে আমরা পথে বসব। 

এদিকে করোনা সংক্রামণ ঠেকাতে  সরকারের পরিকল্পনা বাস্তবায়নে গোপালগঞ্জ জেলা প্রশাসন থেকে নানা উদ্যোগ নেয়া হলেও মানছেন না অনেকেই। জেলা প্রশাসনের প্রচারণা ও মাইকিংয়ের পরেও বিধিনিষেধ না মানার প্রবণতা লক্ষ করা গেছে। পুলিশ ও ম্যাজিস্ট্রেটের যৌথ মোবাইল টিমের মাধ্যমে লকডাউন মনিটরিং   করা হচ্ছে। তারপরও স্বাস্থ্যবিধি ও নির্দেশনা মানাছে অনেকে।  

গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে, গত ২৪ ঘন্টায় জেলায় ১৫৪ জনের নমুনা পরীক্ষায় ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১জনের।যার শতকরা হার ৫০ ভাগ।  চলতি মাসে জেলায় ২ হাজার ৩১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৬৫১ জনের করোনা পজেটিভ হয়েছে। একই সময়ে ৭ জনের মৃত্যু হয়েছে।আর শুরু থেকে জেলায় এ পর্যন্ত  ২৫ হাজার ৬৫ জনের নমুনা পরীক্ষায় ৪ হাজার ৫০৫ জন করোনা পজেটিভ হয়েছে। মৃত্যু হয়েছে ৫০ জনের।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

গোপালগঞ্জে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রতিক বরাদ্দ অনুষ্ঠান

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

সারাদেশ

গোপালগঞ্জে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রতিক বরাদ্দ অনুষ্ঠান

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments