29.9 C
Gopālganj
মঙ্গলবার, মে ২১, ২০২৪
Bookmark
0
মূলপাতাজাতীয়দৈনিক মোহনায় সংবাদ প্রকাশ : ১৫ বছরের জলাবদ্ধতা থেকে পরিত্রান পেতে যাচ্ছে গোপালগঞ্জের তিন...

দৈনিক মোহনায় সংবাদ প্রকাশ : ১৫ বছরের জলাবদ্ধতা থেকে পরিত্রান পেতে যাচ্ছে গোপালগঞ্জের তিন গ্রামের সহস্রাধিক পরিবার

মোহনা রিপোর্ট :

দৈনিক যুগকথা সংবাদ প্রকাশের পর দীর্ঘ ১৫ বছরের জলাবদ্ধতা থেকে পরিত্রান পেতে চলেছে গোপালগঞ্জের তিন গ্রামের সহস্রাধিক পরিবার। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী একেএম অহেদউদ্দীন চৌধুরী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গয়লাকান্দি নামক স্থানে এমবিআর চ্যানেলের বেড়ীবাধের নীচ দিয়ে পানি নিষ্কাশনের কাজের উদ্বোধন করেন। এসময় তিনি বেড়ীবাধের নীচ দিয়ে পানি নিষ্কাশন করে নদীতে পানি বের করে দেয়ার ক্ষেত্রে পদস্থ কর্মকর্তাদের নানা দিক নির্দেশনা দেন। এবং জরুরী ভিত্তিতে কাজ শেষ করার নির্দেশ দেন। পরবর্তীতে এখানে একটি স্থায়ী লকগেট করার ঘোষনা দেন তিনি।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে প্রধান প্রকৌশলী একেএম অহেদউদ্দীন চৌধুরী বলেন, গোপালগঞ্জের মুকসুদপুরের এই এলাকার প্রায় এক হাজ্রা পরিবার পারিবন্দী  ছিল ও প্রায় দেড়শ হেক্টর জমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছিল। আমরা এমবিআর চ্যানেলের বেড়ীবাধের নীচ দিয়ে নদীতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিচ্ছি। এতে এই এলাকার মানুষের দীর্ঘ বছরের সমস্য দূর হবে এবং এখানকার জমিতে আবার সঠিকভাবে চাষাবাদ হবে, পানি নিয়ে কৃষকের আর কোন সমস্যা হবেনা।

তিনি আরো বলেন, আমরা পশ্চিম গোপালগঞ্জ সমন্বিত পানি ব্যবস্বথাপনা প্রকল্পের জন্য ১২০ কোটি টাকার এবং গোপালগঞ্জ জেলার পাঁচটি উপজেলার খাল পুর:খনন , সেচ, পানি নিষ্কাশন ও বন্যা নিয়ন্ত্রন অবকাঠোমো নির্মাণ, পূনর্বাসন, নদীতীর সংরক্ষন প্রকল্পের জন্য ৯৭২ কোটি টাকার দু’টি ডিপিপি পরিকল্পনা মন্ত্রনালয়ে পাঠিয়েছি। এই প্রকল্প দুটি অনুমোদন হলে গোপালগঞ্জে জলাবদ্ধতার আর কোন সমস্য থাকবেনা এবং গোপালগঞ্জের সকল নদী ও খাল আবার সচল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এসময় পাউবো ফরিদপুর অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হেকিম, গোপালগঞ্জ পানি উন্নয়ণ বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ শাহিনুর আলম, স্থানীয় ইউপি চেয়ারম্যান শাফিকুল মোল্লা, ইউপি সদস্য নজরুল ইসলাম মাতুব্বর প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের গয়লাকান্দি, গঙ্গারামপুর ও খালিয়া গ্রামে এক হাজার পরিবার দীর্ঘ ১৫ বছর যাবৎ পানিবন্দি ছিল। এসব গ্রামে এক সময় তিন ফসল হতো। পানি অপসারণের কোন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হতো। এবং ওই এলাকার প্রায় ২’শ হেক্টর জমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছিল। স্থানীয়দের দাবী ছিল গয়লাকান্দিতে খালের উৎস মুখে একটি স্লুইচগেট নির্মাণ করলে তারা এই জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে। বিষয়টি সম্প্রতি দৈনিক যুগকথাসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পায়। এর পরই বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের নজরে আসে।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

বঙ্গবন্ধুর সমাধিতে কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কোটালীপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।  শনিবার দুপুরে তিনি জাতির পিতার...

সারাদেশ

উপজেলা নির্বাচনে বিজয়ীদের শপথ

হাফিজুর রহমান, ঢাকা।। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে বিজয়ী ঢাকা বিভাগের উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান ঢাকা বিভাগীয়...

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments