শুক্রবার, মে ৩, ২০২৪
Bookmark
0
মূলপাতাগোপালগঞ্জ সংবাদলকডাউনের মধ্যেও গোপালগঞ্জে মানুষজন রাস্তায় বের হচ্ছেন

লকডাউনের মধ্যেও গোপালগঞ্জে মানুষজন রাস্তায় বের হচ্ছেন

যুগকথা রিপোর্টা।।

গত ১৪ এপ্রিল রাত ১০ থেকে জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে গোপালগঞ্জে লক ডাউন চলছে। তিন সপ্তাহ চলা এ লকডাউন সফল করতে জেলা ও পুলিশ প্রশাসনের পাশাপাশি সেনা সদস্যরা বিভিন্ন সচেতনতা মূলক কাজ করে যাচ্ছেন। বিভিন্ন হাটে বাজারে ও লোক সমাগম হয় এমন জায়গা সমূহে মাইকিংসহ নানা উদ্যোগ গ্রহন করে।

তা’ছাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রনে রাখা, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সড়কে যানবাহন চলাচলে বাধা প্রদানসহ বিভিন্ন উদ্যোগ গ্রহন ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আসছেন। প্রথম দিকে জনসাধারন কিছুটা লকডাউনের নিয়ম-নীতি মেনে চলার চেষ্টা করলেও অতি সম্প্রতি যেন কেউ ঘরেই থাকতে চাচ্ছেন না।

তারা নানা অযুহাতে ঘরের বাইরে যাচ্ছেন। এমন কি এক স্থান থেকে অন্য স্থানেও যাচ্ছেন। জেলা সদরে লকডাউনের নিয়ম-নীতি অনেকটা মেনে চললেও উপজেলা গুলোতে যেন বেশীর ভাগ লোক সেটা মানতেই চাচ্ছেন না। রাস্তা-ঘাটে লোক সমাগম বাড়তে শুরু করেছে। বেড়েছে রিক্সা, ইজিবাইক ও অন্যান্য যানবাহনও। তবে বাস বা মিনিবাস চলাচল বন্ধ রয়েছে।

কিছু কিছু এলাকায় মাইক্রোবাসে করে মাওয়া ঘাটে লোকজন যাওয়ার প্রবনতা দেখা যাচ্ছে। এদের মধ্যে অনেকেই গার্মেন্টস শ্রমিক বলে জানাগেছে। আর এদের মধ্যে বেশীর ভাগ লোকই নড়াইল জেলার। তারা কাশিয়ানীর কালনা ঘাট হয়ে মাওয়া ঘাটে যাচ্ছে মাইক্রোবাসে করে এবং পরে পদ্মা পার হয়ে ঢাকায় যাচ্ছেন বলে জানাগেছে।

বেশ কয়েকজন শ্রমজীবীর সাথে কথা হলে তারা জানান, দীর্ঘদিন ঘরে বসে আছি লকডাউনের জন্য। ঘরে খাবার নাই।বাজার করার টাকা নাই। তাই রাস্তায় বেরিয়েছি।করোনার ভয় আছে, তারপরও পেটের তাগিদে ঘরে বসে থাকলেতো আর কেউ খাবার দিয়ে যাবেনা।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আজিজুর রহমান জানান, আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে লক ডাউনের নিয়ম কানুন গুলো জনগন ঠিকমতো পালন করেন। কালনা ফেরি ঘাট হয়ে লোকজন ঢাকার দিকে যাচ্ছে এনন অভিযোগকে তিনি অস্বীকার করেন।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

গোপালগঞ্জে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রতিক বরাদ্দ অনুষ্ঠান

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

সারাদেশ

গোপালগঞ্জে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রতিক বরাদ্দ অনুষ্ঠান

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments