37.4 C
Gopālganj
মঙ্গলবার, মে ২১, ২০২৪
Bookmark
0
মূলপাতাজাতীয়সংবাদ সম্মেলনে মুকসুদপুরের গোবিন্দপুর ইউ,পি চেয়ারম্যানের দাবী ‘আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে’

সংবাদ সম্মেলনে মুকসুদপুরের গোবিন্দপুর ইউ,পি চেয়ারম্যানের দাবী ‘আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে’

স্টাফ রিপোর্টার :

গোপালগঞ্জ মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম সংবাদ সম্মলেনে  দাবী করেছেন তার বিরুদ্ধে একটি মহল মিথ্যা,ভিত্তিহীন তথ্য দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বুধবার সকালে তার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সামাজিক নিরাপত্তা দুরত্ব বজায় রেখে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন। ওই সময় তার পরিষদের অপর ৯ সদস্য উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান ওবায়দুল-এর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই ইউনিয়ন পরিষদ সদস্য আবুর হোসেন বাচ্চু মুন্সী।

লিখিত বক্তব্যে তিনি বলেন ‘ আমার বিরুদ্ধে আমাদের ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের ৩ জন মহিলা সদস্য তাদের সন্মানী ভাতা না পাওয়ার বিষয়ে অভিযোগ দাখিল করেছেন। তাদের দাখিলকৃত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

তিনি আরও বলেন ‘ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় হতে আমাদের ইউ,পি অংশের সম্মানী ভাতা গ্রহণের বিধান আছে। কিন্তু অনুন্নত এলাকা বিধায় ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় খুবই কম। আমি নিজেসহ কোন সদস্যই ইউনিয়ন পরিষদের তহবিলের অংশ থেকে সন্মানী ভাতা নিতে পারিনা। সেক্ষেত্রে তাদের সম্মানী ভাতা আত্মসাতের কোন প্রশ্নই আসেনা। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’।

উক্ত অভিযোগকারী ৩ জন নারী সদস্য তার কাছে নানাবিধ অনৈতিক সুবিধা দাবি করে, নিয়ম ও আইন বর্হিভুত নানাবিধ প্রকল্প ও টাকা পয়সা দাবী করে। তাদের সেই দাবি না মেটাতে পারায় ক্ষুব্দ হয়ে তার বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া অভিযোগ দাখিল করেছে। সেই সাথে তারা গত ৬ মাস ধরে ইউনিয়ন পরিষদে কোন মিটিংএ আসেন না।

অপরদিকে, তাদের এই অভিযোগটি বিভিন্ন দপ্তরে দাখিলসহ সামাজিক ও অন্যান্য গণমাধ্যমে ছড়িয়ে দিয়ে আমার সামাজিক রাজনৈতিক সুনাম খুন্ন করেছে। উল্লেখ্য যে, ওবাইদুল ইসলাম পরপর দু’বারের নির্বাচিত চেয়ারম্যান এবং ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের গোবিন্দপুর ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

ওই সমাবেশে অন্যান্যদের মধ্যে ইউপি সদস্য কামরুল ইসলাম, ফজর আলী, মিরাজ মুন্সী, আবদুল মান্নান শেখ, ও জিন্নাত আলী মুন্সী বক্তব্য রাখেন।

সাংবাদিক সংম্মেলেন সংবাদ শুনে এলাকা থেকে শত শত লোক ইউনিয়ন পরিষদ চত্বরে উপস্থিত হয়ে চেয়ারম্যানের পক্ষে বিভিন্ন শ্লোগান দেয় ।

উল্লেখ যে,  গোবিন্দপুর ইউনিয়নের সংরক্ষিত আসনের নারী সদস্য রিনা পারভীন, বিলকিস বেগম ও নাজমা বেগম গত ৭ জুন ২০২০ তারিখে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে  ত্রাণ বিতরনে অনিয়ম এবং ইউ.পি সদস্যদের  সম্মানীর টাকা আত্মসাৎ করেছে মর্মে একটি অভিযোগ দেন, তার ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যমে সাংবাদ প্রচারিত হয়।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

বঙ্গবন্ধুর সমাধিতে কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কোটালীপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।  শনিবার দুপুরে তিনি জাতির পিতার...

সারাদেশ

উপজেলা নির্বাচনে বিজয়ীদের শপথ

হাফিজুর রহমান, ঢাকা।। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে বিজয়ী ঢাকা বিভাগের উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান ঢাকা বিভাগীয়...

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments