বৃহস্পতিবার, মে ২, ২০২৪
Bookmark
0
মূলপাতাখেলাধুলাবঙ্গবন্ধুর স্মৃতি আঁকড়ে আছে টুঙ্গিপাড়া শৈশবের খেলার মাঠ

বঙ্গবন্ধুর স্মৃতি আঁকড়ে আছে টুঙ্গিপাড়া শৈশবের খেলার মাঠ

জেএম মাসুদ: সবুজ শ্যামলে ঘেরা গোপালগঞ্জের পাটগাতী ইউনিয়নের টুঙ্গিপাড়া গ্রাম । আর এই গ্রামেই কেটেছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব-কৈশরকাল । ছোটবেলা থেকেই বঙ্গবন্ধু ছিলেন ক্রীড়াপ্রেমী । টুঙ্গিপাড়ার খেলার মাঠে পাড়ার ছেলেদের সাথে প্রিয় ফুটবল ছাড়াও বিভিন্ন খেলায় মেতে উঠতেন । আজও বঙ্গবন্ধুর স্মৃতি আঁকড়ে আছে শৈশবের খেলার মাঠটি ।

জানা যায়, ১৯২০ সালে ১৭ই মার্চ জন্মগ্রহন করা শেখ মুজিব ছোটবেলায় ফুটবল খেলতে বেশি পছন্দ করতেন । আর তাই প্রিয় ফুটবল নিয়ে টুঙ্গিপাড়ার খেলার মাঠে দুরন্তপনায় মেতে উঠতেন । ভাল ফুটবল খেলোয়াড় হিসেবে পুরস্কারও পেয়েছেন তিনি । ফুটবল ছাড়াও মাঠটিতে তিনি তার সাথীদের নিয়ে খেলেছেন দাড়িয়াবাঁধা, গোল্লাছুট, হা-ডু-ডু, ফুটবলসহ নানা খেলা । শুধু রাজনীতির মাঠ নয়, খেলার মাঠেও  আকর্ষণীয় চরিত্রে ছিলেন বঙ্গবন্ধু । ভাল খেলোয়ার হওয়ায় খেলার মাঠেও তিনি নেতৃত্ব দিতেন । বাল্যকালে খেলার মাঠ থেকে উঠে আসা সেই দক্ষ নেতাই সারা বাংলার প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।

ইউনুস আলী নামে এক বঙ্গবন্ধুপ্রেমী জানান, বঙ্গবন্ধুর স্মৃতি টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে । বঙ্গবন্ধুকে চোখে দেখিনি। তাই এখানে এসে তার শৈশবের খেলার মাঠ, হিজলতলা ঘাটসহ স্মৃতিবিজড়োতি বিভিন্ন স্থান দেখে অনেক কিছু জানতে পারছি।

টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর শৈশবের খেলার মাঠ । ছবি: দৈনিক মোহনা

আশিকুর রহমান নামে এক দর্শনার্থী জানান, আমি বঙ্গবন্ধুকে ভালবাসি। কারন তিনি আমাদের স্বাধীন বাংলাদেশ দিয়েছেন। এখানে এসে তার স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখছি, বঙ্গবন্ধুর ইতিহাসের অনেক কিছুই জানতে পারছি।

পর্যটক ও শিশু-কিশোরসহ বঙ্গবন্ধুপ্রেমী মানুষ টুঙ্গিপাড়ায় মাজারে এসে যাতে বঙ্গবন্ধুর  শৈশবকাল সম্পর্কে অনুধাবন করতে পারে এজন্য তার শৈশবের স্মৃতিচিহ্ন আঁকা খেলার মাঠসহ স্মৃতিবিজোরিত স্থানগুলো সংরক্ষণে নেওয়া হয়েছে নানা উদ্যোগ ।

টুঙ্গিপাড়া পৌরসভা মেয়র শেখ আহমেদ হোসেন মীর্জা জানান, বঙ্গবন্ধুর স্মৃতিকে ধরে রাখার জন্য বঙ্গবন্ধুর পদচিহ্ন যেখানে যেখানে পড়েছে, সেটাকে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে ।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

গোপালগঞ্জে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রতিক বরাদ্দ অনুষ্ঠান

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

সারাদেশ

গোপালগঞ্জে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রতিক বরাদ্দ অনুষ্ঠান

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments