সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
Bookmark
0
মূলপাতাঅর্থনীতিআওয়ামী লীগের ইশতেহার আজ; ১১ খাতে সর্বোচ্চ অগ্রাধিকার

আওয়ামী লীগের ইশতেহার আজ; ১১ খাতে সর্বোচ্চ অগ্রাধিকার

আওয়ামী লীগ লক্ষ্য ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নীতি-কৌশল গ্রহণ করবে। উন্নয়ন ও প্রবৃদ্ধির লক্ষ্য হবে মানুষের জীবনমানের উন্নয়ন, যা কর্মসংস্থানের মাধ্যমে অর্জিত হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে জাতিকে দেওয়া প্রধান অঙ্গীকারে বলা হয়েছে, আওয়ামী লীগ লক্ষ্য ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নীতি-কৌশল গ্রহণ করবে। উন্নয়ন ও প্রবৃদ্ধির লক্ষ্য হবে মানুষের জীবনমানের উন্নয়ন, যা কর্মসংস্থানের মাধ্যমে অর্জিত হবে। আওয়ামী লীগ তরুণ ও যুবকদের কর্মসংস্থানের জন্য বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করবে।

জানা গেছে, নির্বাচনী ইশতেহারে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের রূপরেখার পাশাপাশি সঙ্গে থাকছে শত বছরের পরিকল্পনাও। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনমতকে গুরুত্ব দিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের বাস্তবতায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী ইশতেহার প্রণয়ন করছে আওয়ামী লীগ। প্রযুক্তিনির্ভর নতুন নতুন কর্মসংস্থান তৈরির বিষয়টি অগ্রাধিকার দিয়ে স্মার্ট বাংলাদেশের রূপরেখায় তরুণ-যুব সমাজের জন্য চমক থাকছে এবারের ইশতেহারে। আগামী দিনের যুব সমাজের জন্য ব্যাপক কর্মসংস্থানই হবে এবারের ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহারের মূল প্রতিপাদ্য।

দলীয় সূত্র নিশ্চিত করেছে, আওয়ামী লীগের এবারের নির্বাচনী ইশতেহারে সুনির্দিষ্ট ১১টি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছেÑ দ্রব্যমূল্য কমানো ও সবার ক্রয়ক্ষমতার মধ্যে রাখার সর্বাত্মক প্রচেষ্টা, কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, ব্যাংকসহ আর্থিক খাতে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা, লাভজনক কৃষ্টির লক্ষ্যে সমন্বিত কৃষি ব্যবস্থা ও যান্ত্রিকীকরণ, নি¤œ আয়ের মানুষদের স্বাস্থ্যসেবা সুলভ করা, সর্বজনীন পেনশন ব্যবস্থায় সকলকে যুক্ত করা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, সাম্প্রদায়িকতা ও সকল ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধ এবং সর্বস্তরে গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা ও চর্চার প্রসার ঘটানো।

এর বাইরেও আওয়ামী লীগ সরকার তাদের নির্বাচনী ইশতেহারে চলমান কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনায় লক্ষ্য স্থির করেছে। যেমন- ২০২৮ সালের মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হবে ৭১ বিলিয়ন ডলার, ২০২৫-২৬ সালের মধ্যে মুদ্রাস্ফীতি ৬ শতাংশে নেমে আসবে, ২০২৮ সাল নাগাদ জিডিপির প্রবৃদ্ধি ৮ দশমিক ১ শতাংশে উন্নীত হবে, রপ্তানি প্রবৃদ্ধি ১৬ শতাংশে উন্নীত হবে এবং প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হবে ১৪ শতাংশ। নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের লক্ষ্য- ২০৩১ সালের মধ্যে দেশে হতদরিদ্রের অবসান হবে। ২০৪১ সাল নাগাদ দারিদ্র্য নেমে আসবে ৩ শতাংশে। তা ছাড়া শিক্ষিত, দক্ষ, চৌকস ও দুর্নীতিমুক্ত মানুষদের রাজনীতিতে আগ্রহী করে তোলায়ও মনোযোগ দেবে দলটি। আজ সকাল সাড়ে ১০টায় হোটেল সোনারগাঁওয়ে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে।

প্রথমে স্বাগত বক্তব্য রাখবেন ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। সাধারণ সম্পাদকের বক্তব্য রাখবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরপর গত ১৫ বছরে বদলে যাওয়া বাংলাদেশ নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন কর হবে। সবশেষ সভাপতির বক্তব্য ও নির্বাচনী ইশতেহার উপস্থাপন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০০৮ সালে ‘দিন বদলের সনদ’ শিরোনামে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়ে ভূমিধ্বস বিজয় নিয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরপর ২০১৪ সালেও ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ শিরোনামে ১০টি মেগাপ্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে টানা দ্বিতীয়বার ক্ষমতারোহণ করে দলটি। একইভাবে সবশেষ ২০১৮ সালে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শিরোনামে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ ও ২১০০ সালের মধ্যে নিরাপদ ব-দ্বীপ গড়ে তোলার পরিকল্পনা দেওয়া হয়। আর এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারের প্রধান শিরোনাম দেওয়া হয়েছেÑ ‘স্মার্ট বাংলাদেশ : উন্নয়ন দৃশ্যমান বাড়বে এবার কর্মসংস্থান।’

এবারই প্রথম তৃণমূল মানুষের কাছ থেকে পরামর্শ নিয়ে দলের নির্বাচনী ইশতেহার চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এ ব্যাপারে নির্বাচনী ইশতেহার প্রণয়ন সম্পর্কে ইশতেহার প্রণয়ন কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, গণমানুষের দল আওয়ামী লীগ। তাই আওয়ামী লীগের ইশতেহার কেবল একটি দলীয় ইশতেহার নয়, এটি প্রকৃত অর্থে গোটা জাতির ইতিহাস।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ আওয়ামী লীগের কাছ থেকে আরও কী প্রত্যাশা করে সেটি আওয়ামী লীগের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এর আগে বাংলাদেশ আওয়ামী লীগ তার প্রতিটি নির্বাচনী ইশতেহারে জাতিকে প্রদত্ত প্রতিটি অঙ্গীকার শতভাগ প্রতিপালন করেছে। তাই এবারের নির্বাচনী ইশতেহারে চতুর্থ শিল্প বিপ্লবের বাস্তবতায় স্মার্ট বাংলাদেশের রূপরেখা থাকছে। ভিশন ২০৪১সহ আগামী ১০০ বছরের পরিকল্পনা অর্থাৎ ডেল্টা প্ল্যানও স্থান পাবে।

জানা গেছে, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের ইশতেহারের সঙ্গে এবারের ইশতেহারের যেমন ভিন্নতা থাকবে, তেমনি থাকবে ধারাবাহিকতা। আগামীতে সরকার গঠন করলে আওয়ামী লীগ কী কী নতুন উদ্যোগ নেবে সেটাও থাকছে ইশতেহারে। এবারের ইশতেহারে গুরুত্ব দেওয়া হচ্ছেÑ কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, ছোট ও বড় শিল্পোৎপাদন খাত, আইনের শাসন বাস্তবায়ন, স্বাধীন গণতন্ত্র ও সুশাসনসহ বেশ কিছু বিষয়। জলবায়ু পরিবর্তনের বিষয়টিও গুরুত্ব পাবে ইশতেহারে।

বাস্তবতার সঙ্গে মিল রেখে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল থাকছে এবারের ইশতেহারে। তবে এবারের ইশতেহার হবে স্মার্ট ও সংক্ষিপ্ত আকারে।
আওয়ামী লীগের গত দুটি নির্বাচনী ইশতেহার বিশ্লেষণ করে দেখা গেছে, অত্যন্ত সফলতার সঙ্গে ২০০৮ সালের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়ন করে আওয়ামী লীগ সরকার।

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত, ব্যাংক-বিমাসহ সকল আর্থিক প্রতিষ্ঠান, হাসপাতাল, ব্যবসায়িক কার্যক্রম সব কিছুই আজ ডিজিটাল মাধ্যমে সম্পাদন হচ্ছে। সারাদেশের মানুষের হাতে হাতে এখন মোবাইল টেলিফোন, ইন্টারনেট ও ব্রডব্যান্ড কানেকশন। এতে করে জনগণের ভোগান্তি যেমন কমেছে, একই সঙ্গে উন্নত বিশ্বের সঙ্গে সমান তালে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

সবশেষ ২০১৮ সালের নির্বাচনী ইশতেহার ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ অনুযায়ীও আওয়ামী লীগ সরকার কাজের মাধ্যমে ইশতেহারের পূর্ণতা দিয়েছে। নানা ষড়যন্ত্র মোকাবিলা করে পদ্মা সেতুর মতো বৃহৎ মেগা প্রকল্প নিজস্ব অর্থায়নে নির্মিত করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। পাশাপাশি মেট্রোরেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেল, বিমানবন্দরের ৩য় টার্মিনাল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ওভারপাস, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে সমৃদ্ধ বাংলাদেশের বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ।

জানা গেছে, সামষ্টিক অর্থনীতি : উচ্চ আয়, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্পর্কে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে একটি অংশে উল্লেখ রয়েছেÑ আওয়ামী লীগের আর্থ-সামাজিক উন্নয়ন পরিকল্পনা সংবিধান ও বঙ্গবন্ধুর সমাজ উন্নয়ন দর্শনেরই প্রতিফলন। গত দেড় দশকে বাংলাদেশ একটি গতিশীল ও দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক শক্তি হিসেবে বিশ্বের দরবারে মর্যাদা লাভ করেছে। জাতীয় আয়ের মানদ-ে বর্তমান বাংলাদেশ বিশ্বের ৩৩তম অর্থনীতির দেশ। এ সময়ে দেশের কৃষি, শিল্প ও সেবা খাতে বৈপ্লবিক পরিবর্তনের কারণে বিভিন্ন পণ্য ও সেবা উৎপাদন ও সরবরাহ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

এ বিষয়ে ইশতেহারে আরও উল্লেখ থাকছে, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে একটি বৃহৎ অভ্যন্তরীণ ভোক্তা বাজার সৃষ্টি হয়েছে। দারিদ্র্য হ্রাস পেয়েছে উল্লেখযোগ্য পরিমাণে। মূলত সরকারের ধারাবাহিক বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে বিদ্যুৎ, জ্বালানি ও যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নতি অর্থনীতির চালিকাশক্তি হিসেবে ভূমিকা রেখে চলেছে।

মূল্যস্ফীতি হ্রাসে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে উল্লেখ থাকছে, বাজার ও আয়ের মধ্যে সঙ্গতি প্রতিষ্ঠা করা হবে। যেসব পণ্যের বাজার দেশীয় উৎপাদন ও সরবরাহকারীর ওপর নির্ভর করছে, সেগুলোর ন্যায্যমূল্য প্রতিষ্ঠা করা এবং ন্যায্যমূল্যে ভোক্তাদের কাছে পৌঁছানোর সর্বোচ্চ উদ্যোগ অব্যাহত থাকবে। পণ্যমূল্য কমাতে উৎপাদন ব্যয় কমানোর জন্য উন্নত প্রযুক্তির লভ্যতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির প্রচেষ্টা উৎসাহিত করার ধারাও অব্যাহত থাকবে। এ ছাড়া মূল্যস্ফীতি হ্রাসের ফলে দ্রব্যমূল্য নি¤œমুখী হবে এবং সকলের ক্রয় কমতার মধ্যে আসবে।

দলীয় সূত্রে নির্শ্চিত হওয়া গেছে, এবারের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কে বলা হয়েছে, ২০০৫-০৬ অর্থবছরে দেশের রপ্তানি আয় ছিল ১০ দশমিক ৫ বিলিয়ন ডলার, যা ২০২২-২৩ অর্থবছরে ৫ দশমিক ৩ গুণ বেড়ে হয়েছে ৫৫ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। বিগত ১৫ বছরে রপ্তানি আয় গড়ে ১৬ শতাংশ হারে বৃদ্ধি পায়। একই সময়কালে আমদানি ব্যয় প্রায় ৫ গুণ বৃদ্ধি পায়।

এ বিষয়ে ইশতেহারে আরও উল্লেখ থাকছে, আমদানি ও রপ্তানির নিবন্ধনের মেয়াদ এক বছর হতে পাঁচ বছরে উন্নীত করা হয়েছে এবং নিবন্ধন কার্যক্রম ডিটিজাল পদ্ধতিতে সম্পাদনের ব্যবস্থা করা হয়েছে। রপ্তানি উৎসাহিত ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে নীতি সহায়তা ও প্রণোদনা দেওয়া হচ্ছে। যৌথ মূলধনী কোম্পানির নামের ছাড়পত্র ও এনটিটি প্রোফাইল ব্যবস্থাপনা ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে সম্পাদন করা হচ্ছে। ভোক্তা অধিকার আইন-২০০৯ যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে; ভোক্তা অধিকার সংক্রান্ত সমস্যাবলি সমাধানের জন্য সফটওয়্যার চালু করা হয়েছে। জলবায়ু পরিবর্তন, শিল্প- কারখানার পরিবেশ, শ্রম অধিকার, সুশাসন ও মানবাধিকার সমুন্নত রাখা সংক্রান্ত ৩২টি আন্তর্জাতিক চুক্তি ও কনভেনশন স্বাক্ষর/অনুস্বাক্ষর করা হয়েছে।

বিদেশ থেকে রেমিটেন্স অধিকার হারে আনতে সরকারের গৃহীত পদক্ষেপের কথা ইশতেহারে উল্লেখ করে বলা হয়েছে, আনুষ্ঠানিক চ্যানেলে রেমিটেন্স প্রেরণ প্রক্রিয়া সহজীকরণ এবং রেমিটেন্স প্রণোদনা প্রদান ইত্যাদির ফলে বার্ষিক রেমিটেন্স ২০০৭-০৬ সালের তুলনায় প্রায় সাড়ে চার গুণ বৃদ্ধি পায়। রপ্তানি ও রেমিটেন্সের ধারাবাহিক উচ্চ প্রবাহের কারণে বর্তমান সরকারের সময দেশের বৈদেশিক মুদ্রার মজুত অর্থবছর ২০০৫-০৬ এর ৩ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার থেকে বৃদ্ধি পেয়ে অর্থবছর ২০২০-২১ শেষে সর্বোচ্চ ৪৬ দশমিক ৩৯ মিলিয়ন ডলারে উন্নীত হয়।

সূত্র: দৈনিক জনকন্ঠ।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

সারাদেশ

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments