বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
Bookmark
0
মূলপাতাগোপালগঞ্জ সংবাদকৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিল সেচ্ছাসেবকলীগ নেত্রী

কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিল সেচ্ছাসেবকলীগ নেত্রী

মুকসুদপুর(গোপালগঞ্জ) প্রতিনিধি।।

কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের আহ্বানে সাড়া দিয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে প্রত্যন্ত মাঠে কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

৪ মে থেকে ৭ মে দুপুর পর্যন্ত পর্যন্ত তারা গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের বেদগ্রামের লক্ষণ মন্ডল ও কনক মন্ডলের দুই বিঘা (এক একর) জমির ধান কেটে দিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ-মহিলা বিষয়ক সম্পাদক উর্মি ঢালী ও তার নেতাকর্মীরা। তাকে ওই গ্রামের আরও ৫০ থেকে ৬০ জন নারী পুরুষ সহযোগিতা করেন।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নেতা উর্মি ঢালী জানান, জমির ধান পেকে আছে, অথচ কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছিলেন না। এমন সময় কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু এর নির্দেশে ঢাকা থেকে বাড়ীতে এসে লক্ষণ মন্ডল ও কনক মন্ডলের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এতে খুশি ওই কৃষক ও তার পরিবার। খুশী এলাকাবাসীও। কারণ এখন গ্রামে প্রচন্ড ধানকাটা শ্রমিক সংকট।

immage 1000 02 2

কৃষক লক্ষ ণমন্ডল বলেন, আমার পাকা ধান কাটতে শ্রমিকের মজুরি লাগতো। বিষয়টা আমাদের গ্রামের নেত্রী উর্মি ঢালীকে ফোনে জানালে তিনি বলেন কালই আসছি। পরের দিন উর্মি ঢালী বাড়ীতে এসে তার সহকর্মীসহ অনেকন সেচ্ছাসেবক নেতাকর্মীরা আমার ধান কেটে দিয়েছে বিনামূল্যে। এতে আমার অনেক উপকার হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

ওই গ্রামে কৃষক কনক মন্ডল জানিয়েছেন গত বছরও আমাদের কন্যা, সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেত্রী তার লোকজন নিয়ে মাঠ থেকে ধান কেটে মাথায় করে বাড়ীতে তুলেছে। এবারও তাই করেছে। ওরা আমাদের বাড়ীতে সামান্য চিড়ামুড়িতে আপ্যায়িত হয়েছে। এতে সেচ্ছাসেবকরাও খুশী, আমরাও খুশী।

এ বিষয়ে কেন্দ্রীয় সেচ্ছাসেক লীগ সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় ও আমাদের আহ্বানে সাড়া দিয়ে সারাদেশে কৃষকের ধান কাটা সহায়তা কার্যক্রম ব্যাপকভাবে শুরু হয়েছে। আমাদের প্রেস বিজ্ঞপ্তির পর সারাদেশে কৃষকের ২০০ একর জমির ধান কাটতে নেতাকর্মীরা সহযোগিতা করেছে। যতদিন পর্যন্ত ধান কাটার মৌসুম চলবে, ততদিনে পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি একেএম আফজালুর রহমান বাবু বলেন, আমরা দুয়োর্গে দুর্বিপাকে শুধু নয় কৃষকের উন্নয়নে কৃষি বিপ্লব বাস্তবায়ন করার ক্ষেত্রে এবং চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে স্মার্ট এগ্রিকালচারের সন্নিবেশের জন্য কাজ করতে বদ্ধপরিকর। কৃষকের বিশ্বস্ততম বন্ধু শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বোরো মৌসুমে ধান কেটে ঘরে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। আমরা তরুণ সেচ্ছাসেবকদের কৃষি-প্রযুক্তি উদ্ভাবন ও কৃষি অর্থনীতিতে উদ্বুদ্ধ করতে চাই। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে তরুণেরাই সমৃদ্ধ-কৃষকবান্ধব স্মার্ট-জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়বে।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

বঙ্গবন্ধুর সমাধিতে কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কোটালীপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।  শনিবার দুপুরে তিনি জাতির পিতার...

সারাদেশ

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments