রবিবার, মে ৫, ২০২৪
Bookmark
0
মূলপাতাঅর্থনীতিকাশিয়ানীতে কৃষকের সোনালী হাসি উকি মারছে মাঠে

কাশিয়ানীতে কৃষকের সোনালী হাসি উকি মারছে মাঠে

In Kashiani, the golden smile of the farmer is hitting the field

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপলগঞ্জ জেলার কাশিয়ানীর মাঠে প্রান্তরে কৃষকের সোনালী হাসি উকি মারছে। আশার রুঙ্গিন স্ব্প্ন দেখছে কৃষক। ধানের ক্ষেতে সোনালী রং ছড়াচ্ছে। কৃষকের সোনালী হাসি উকি মেরে চলছে মাঠে।

কাশিয়ানী উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন মাঠে (ক্ষেতে) ধানের শীষে সোনালী লং ধরছে । ধানের ক্ষেতের সোনালী রং মানুষের মনকে রঙ্গিন করে তোলে। সেই সাথে উপজেলার কৃষকদের মন রঙ্গিন করে তুলছে। ভাল ফলনে কৃষক দেখছে রংঙ্গিন স্বপ্ন। বুক বেধেঁ আগামী দিনের স্বপ্ন দেখছে উপজেলার কৃষকরা। মাত্র কয়েক দিন পরেই পুরাদমে ধান কাটা শুরু হবে উপজেলার সর্ব্বত্রই। কৃষকরা ইতিমধ্যেই ধান কাটা ও মাড়াই করার জন্য প্রস্তুতি নিয়েছে।
উপজেলার পারুলিয়া ইউনিয়নের পারুলিয়া গ্রামের কৃষক মোঃ বিল্লাাল হোসেন ও আশিকুল ইসলাম জানান, এ বছরে আগের বছরের চেয়ে অনেক বেশী ফলন হয়েছে। কোন প্রাকৃতিক দুর্যেোগ না হলে অনেক বেশী ফলন হবে ধানের। তারা আরো জানায়, এ বছরে উপসহকারি কৃষি অফিসাররা অনেক বেশী তদারকী করেছেন। নিয়মিত খোজঁখবর নিয়েছেন।
উপ-সহকারি কৃষি অফিসার মোঃ মাজারুল ইসলাম, উপ-সহকারি কৃষি অফিসার সজল ইমরান, উপ-সহকারি কৃষি অফিসার মোছা: পারভিন সুলতানা এ প্রসংঙ্গে আলাপ কালে জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছরে ধানের ফলন বেশী হয়েছে। আমরা অনেক বেশী চাষীদের সাথে যোগাযোগ করতে চেষ্টা করেছি। উপজেলার নিম্মাঞ্চালে ধানের বেশী চাষ হয়েছে। ওই এলাকায় ফলন অনেক ভাল হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কাজী এজাজুল করিম জানান,কাশিয়ানী উপজেলাা খাদ্য উদ্বৃত্ত একটি উপজেলা। দীর্ঘ দিন যাবত এই উপজেলা এলাকার চাহিদার তুলনায় খাদ্য উদ্বৃত্ত উপজেলা হিসাবে স্বীকৃত। তিনি আরো জানান,কাশিয়ানী উপজেলার নিম্নাঞ্চল হিসাবে সিংগা, হাতিয়াড়া, পুইসুর, নিজামকান্দি, ওড়াকান্দি, মাহমুদপুর, পারুলিয়া,বেথুড়ী শতভাগ চাষযোগ্য জমিতেই রোর ধানের চাষ করা হয়েছে। সেই হিসাবে এ বছরে ধানের আবাদ ও উৎপাদনের বেশী হবে বলে আমরা মনে করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা সন্জয় কুমার কুন্ডু এ প্রতিবেদককে জানান, এ বছরে উপজেলার মোট ১২ হাজার ২ শত ৯৬ হেক্টর জমিতে বোর ধানের চাষ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্র ধরা হয়েছে এক লক্ষ মেট্রিক টন। যা গত বছরের তুলনায় ১ হাজার ১২ হেক্টর বেশী । (গত বছরে ছিলো-১১ হাজার ০২ শত ৭৪ হেক্টর)। গত বছরে এ উপজেলায় ৮৪ হাজার ৫ শত ৫৫ মেট্রিক টন ধানের উৎপাদন হয়েছিলো । উৎপাদনের লক্ষ্যমাত্রা অনুসারে এ বছরে খাদ্য উদ্বৃত্ত হবে ২০ হাজার ২ শত ৮৭ মেট্রিক টন।

তিনি আরো জানান, আমাদের কৃষক ধান কাটার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। কৃষক ধান কেটে ঘরে তোলার আগে যদি বড় ধরনের কোন ঝড়বৃষ্টি বা শিলা বৃষ্টির মত কোন দুর্যোগ না হয় এবং ধানের মূল্য ঠিকঠাক থাকে তাহলে আমাদের কৃষকরা এ বছরে বেশী লাভবান হবে।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

গোপালগঞ্জে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রতিক বরাদ্দ অনুষ্ঠান

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

সারাদেশ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা বিজিএমইএ-এর নবনির্বাচিত কমিটির

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিজিএমইএ-এর নবনির্বাচিত কমিটির সভাপতি এস. এম মান্নান কচি ও বর্তমান বোর্ডের নেতৃবৃন্দ। তিনি আজ...

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments