সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
Bookmark
0
মূলপাতাগোপালগঞ্জ সংবাদবর্ণি বাওড়ে অনুষ্ঠিত হয়ে গেলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ

বর্ণি বাওড়ে অনুষ্ঠিত হয়ে গেলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিধন্য গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ণির বাওড়ে অনুষ্ঠিত হয়ে গেলো আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়ন বাসীর আয়োজনে এ বাইচের আয়োজন করা হয়। দীর্ঘ বছর ধরে এখানে এ নৌকা বাইচের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিভিন্ন বয়সের হাজার হাজার নারী-পরুষ, শিশু-কিশোর এ নৌকা বাইচ উপভোগ করে| বাইচ উপলক্ষে বাওড়ের দু’পাড়ে বসে গ্রামীণ মেলা ।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নবাসী প্রতি বছর ঐতিহ্যবাহী বর্ণি বাওড়ে বহু বছর ধরে এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে আসছে।চিত্ত বিনোদনের জন্য এ দিনটির অপেক্ষা করে থাকেন এ এলাকার মানুষসহ আশপাশের বহু গ্রামের মানুষ।উপভোগ করেন কাসির তালে তালে মাল্লাদের গাওয়া জারি সারি আর বৈঠার সলাৎ সলাৎ শব্দ।

এ নৌকা বাইচে গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার প্রত্যন্ত গ্রামের বাছারী নৌকা অংশ নেয়।বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ নৌকা বাইচ। বাওড়ের মধ্যে ছোট ছোট অসংখ্য নৌকায় বসে নানান বয়সী নারী পুরুষ উপভোগ করেন বাইচ।

immage 1000 02 16

এছাড়া বাওড়ের দুই পাড়ে দাঁড়িয়ে হাজার হাজার মানুষও উপভোগ করেন এ দৃষ্টিনন্দন বাইচ। মেলা উপলক্ষে বাওড়ের দু’পাড়ে গ্রামীণ মেলা বসে। এ মেলায় মিষ্টি, চানাচুর, চটপটি. ফুসকাসহ বিভিন্ন ধরণের খাবার ও শিশুদের খেলনাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের পসরা নিয়ে বসেন ব্যবসায়ীরা।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ বাঁচিয়ে রাখতে সবাই এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা দর্শনার্থীদের। গোপালগঞ্জ শহের থেকে নৌকা বাইচ দেখতে আসা আকবর হোসেন, সজিব বিশ্বাস জানান, আমাদের আগের নানা ঐতিহ্য হারিয়ে যাচ্ছে।গ্রামীন এসব ঐতিহ্যকে ধরে রাখতে সকলকে এগিয়ে আসতে হবে।

বর্নি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও এই নৌকা বাইচের আয়োজক খালিদ হোসেন জানান, আগামীতেও এ ঐতিহ্য ধরতে রাখতে নৌকা বাইচের আয়োজন করা হবে।

নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম।

টুঙ্গিপাড়া উপজেলার পারকুশলি গ্রামের মামা-ভাগ্নে নৌকা প্রথম, বর্নি গ্রামের স্বপ্নের তরী দ্বিতীয় ও জোয়ারিয়া গ্রামের জয়মা দূর্গা নৌকা তৃতীয় হয়।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

সারাদেশ

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments