কোটালীপাড়ায় বাংলাদেশ আনসার ও ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
আজ বুধবার কোটালীপাড়া বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির মিলনায়তনে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গোপালগঞ্জ জেলার জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ।

কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিয়া শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, আনসার ও ভিডিপির কোটালীপাড়া উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা ফেরদৌসী আরা বেগম সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
পরে বিশেষ অবদানের জন্য বাহিনীর ১৮ সদস্যের হাতে বাই সাইকেল ও ছাতা তুলে দেন অতিথিরা।
এর আগে উপজেলা সমাবেশ উপলক্ষে আনসার ও ভিডিপির পক্ষ থেকে কোটালীপাড়ায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।