বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
Bookmark
0
মূলপাতাগোপালগঞ্জ সংবাদঅসুস্থ স্বামীর জন্য-------------

অসুস্থ স্বামীর জন্য————-

For sick husband

আশিক জামান, গোপালগঞ্জ।।

৭ মাস আগে রহিমার স্বামী লিটন তালুকদারের লিভার সিরোসিস ধরা পড়ে। এরপর সারা শরীর জুড়ে উঠতে থাকে ঘা। এখন সারা শরীর জুড়েই ঘা। ডাক্তার বলছে মরনব্যধি ক্যান্সার। বর্তমানে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছে রহিমার স্বামী। সাত মাস ধরে স্বামীর চিকিৎসা করে অর্থনৈতিক ভাবে একদম নিঃস্ব হয়ে গেছেন রহিমা। নেই খাবার টাকাও। গত দুইদিন ধরে না খেয়ে আছে রহিমা ও রহিমার স্বামী লিটন তালুকদার।

১৬ আক্টোবর রবিবার দুপুরে হাসপাতালের পাশের শয্যায় এক রোগীকে চিড়া খেতে দেখে রহিমার স্বামী। ক্ষুদার যন্ত্রণায় তার কাছে চিড়া খেতে চাইলে দিতে অনীহা প্রকাশ করে সেই রোগী। মন খারাপ হয়ে যায় রহিমার স্বামীর। এটা দেখে রহিমা হাসপাতাল থেকে পায়ে হেটে প্রায় পাঁচ কিলোমিটার দুরে বাড়িতে গিয়ে দানের (যাকাত) একটি লুঙ্গি বাড়ির পাশে এক লোকের কাছে দুইশ টাকায় বিক্রি করে স্বামীর জন্য ঔষধ ও খাবার নিয়ে আসে।

রহিমার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের খেয়াঘাট এলাকায় ।রহিমার ১২ বছর বয়সী একটি ছেলে রয়েছে। নেই পরিবারে উপার্জন ক্ষম কোনো ব্যক্তি। থাকেন অন্যের দেওয়া একটি ঘরে।

রহিমা বেগম বলেন, গত দুইদিন ধরে না খেয়ে আছি। দুপুরে পাশের বেডের এক রোগীর চিড়া খাওয়া দেখে আমার স্বামী ও খাইতে চায়। ওই রোগী চিড়া না দিলে আমি হেটে বাড়ি যাই।বাড়িতে গিয়ে দেখি বিক্রি করার মতো কিছুই নাই। ঈদের সময় এলাকাবাসীরা আমার স্বামী কে একটা লুঙ্গি দান করেছিলো। তাি পাশের বাসার একজনের কাছে দুইশ টাকা বিক্রি করে স্বামীর জন্য খাবার ও ঔষধ কিনে নিয়ে যাই।

রহিমা আরো বলেন, আমার স্বামী গত সাত মাস ধরে লিভার সিরোসিস রোগে ভুগছে। সারা শরীররে ঘা হইছে। ডাক্তার বলছে আমার স্বামীর ৯৫ ভাগ লিভার অকেজো হয়ে গেছে ও ক্যান্সারের আশংকা আছে । দ্রুত উন্নত চিকিৎসা না করাতে পারলে বাঁচানো সম্ভব না। কিন্তু, চিকিৎসা করানোর টাকা আমাদের নাই। টাকার অভাবে দুই দিন ধরে না খেয়ে আছি। কিছু দিন এলাকাবাসী ২০-৫০ টাকা দিলেও এখন আর দেয় না। উপার্জনের মতো আমাদের কেউ নাই। এক মেয়েকে নিয়ে আমি কই যাবো এখন। আল্লাহ ছাড়া এখন আর আমার কেউ নাই। স্বামীকে বাঁচানোর জন্য যদি আমার দুইটা কিডনিই বিক্রি করতে হয় তা ও আমি রাজি।

রহিমা বেগমের সেই লুঙ্গির ক্রেতা ও প্রতিবেশী বলেন, দুপুরে রহিমা আমার কাছে আসছিলো একটা লুঙ্গি নিয়ে। আইসে বললো আপা আমাকে দুইশ” টাকা দেন। ওর স্বামী ছয় সাত মাস অসুস্থ। থাকে পরের জায়গায়। আমি ওরে দুইশ টাকা দিয়ে দিলাম।

রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান শ্রীবাস বিশ্বাস বলেন, লিটন তালুকদার যদিও আমার ভোটার না। সেক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত ভাবে তাকে সাহায্য করতে পারি।

এ বিষয়ে স্থানীয় এক স্বেচ্ছাসেবী সাজেদুল ইসলাম বলেন, রহিমার ঘটনা শুনে খুবই খারাপ লাগলো। সমাজের বিত্তবানরা যদি এখন একটু এগিয়ে আসে তাহলে হয়তো রহিমার স্বামী বেঁচে যেতে পারে।

রহিমাকে ফ্রী তে ব্লাড ব্যাগ দেওয়া নুর মেডিকেল ফার্মেসীর মালিক জানান, রহিমাকে আমি ছয় মাস ধরে ব্লাড ব্যাগ ফ্রীতে দেই। তার কেনার সামর্থ্য নেই। আল্লাহর কাছে দোয়া করি রহিমার স্বামী সুস্থ হয়ে যাক।

গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাজমুল আলম জানান, লিটন তালুকদার শুধু লিভার সিরোসিস নয়, তার নানান রোগ রয়েছে। তার সারা শরীরের ঘা রয়েছে। আমরা ক্যান্সারের আশংকা করছি। আমার মনে হচ্ছে তিনি মরন ব্যাধি ক্যান্সারে আক্রান্ত।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোহসিন উদ্দিন বলেন, আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম, এ বিষয়ে আমরা খোজ খবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেব।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

বঙ্গবন্ধুর সমাধিতে কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কোটালীপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।  শনিবার দুপুরে তিনি জাতির পিতার...

সারাদেশ

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments