বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
Bookmark
0
মূলপাতাগোপালগঞ্জ সংবাদপাকা ঘর পেয়ে খুশি বৃদ্ধা ফিরোজা বেগম

পাকা ঘর পেয়ে খুশি বৃদ্ধা ফিরোজা বেগম

Old Firoza Begum is happy to get a house

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি।।
নিজেদের জমি না থাকায় প্রায় ৩০ বছর ধরে রাস্তার পাশে সরকারি জায়গায় হোগলা, বাঁশ, খড় ও পলিথিন দিয়ে কুড়ে ঘর তৈরি করে বসবাস করছিল। স্বামী মিস্ত্রী, দুইটি মেয়ে ও আমি অন্যের বাড়িতে কাজ করে যা পাই তাই দিয়ে পরিবারের ১০ সদস্যর পেটে ভাত জোটে। যা আয় হয় তা দিয়ে কখনো পাকা ঘর তৈরি করা সম্ভব হতো না। আর আমরা যে পাকা ঘরে কোনোদিন থাকতে পারবো এটা কল্পনাও করিনি।

বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ১ কাঠা জমিসহ ঘর পাওয়ার খুশিতে কথাগুলো বলছিলেন টুঙ্গিপাড়া উপজেলার পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা ফিরোজা বেগম (৬০)।

মঙ্গলবার বিকালে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের লেবুতলা গ্রামে ফিরোজা বেগমকে ঘর উপহার দেয়া হয়।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম কুমার বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জোনাকি,পুলিশ পরিদর্শক (তদন্ত) তন্ময় মন্ডল, যুবলীগের সাধারণ সম্পাদক বিএম মাহমুদুল হক, পৌরসভার প্যানেল মেয়র মইনুল ইসলাম অপু, কাউন্সিলর আলমগীর হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

ফিরোজা বেগম সাংবাদিকদের আরও বলেন, জমিসহ পাকা ঘর পাওয়ায় আমরা খুবই খুশি। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানাই।

immage 1000 02 20

টুঙ্গিপাড়া থানা সুত্রে জানা যায়, মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন লোকও গৃহহীন থাকবে না নির্দেশনা বাস্তবায়নে পুলিশের পক্ষ থেকে টুঙ্গিপাড়া থানায় গৃহহীন ও হতদরিদ্র একটি পরিবারকে গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। ঘরে বিদ্যুৎ সংযোগ, বাইরে টিউবওয়েল ও বাথরুমসহ বসবাসের উপযোগী সব ধরনের ব্যবস্থা রয়েছে।
৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর হোসেন বলেন, বহু বছর ধরে দেখে আসছি তারা রাস্তার পাশে সরকারি জায়গায় একটি কুড়ে ঘরে স্বামী সন্তানদের নিয়ে বসবাস করে আসছে। তাদের কোন জায়গা জমি নেই। তাই মাথার উপর পাকা ছাদ পেয়ে তারা অত্যন্ত খুশি।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক(তদন্ত) তন্ময় মন্ডল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পুলিশ মহাপরিদর্শকের উদ্যোগে টুঙ্গিপাড়ায় ১ কাঠা জায়গাসহ ফিরোজা বেগমকে ঘর প্রদান করা হয়েছে। এই ঘরে বিদ্যুৎ, স্যানিটেশন ব্যবস্থা এবং টিউবওয়েল স্থাপন করে দেওয়া হয়েছে।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

বঙ্গবন্ধুর সমাধিতে কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কোটালীপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।  শনিবার দুপুরে তিনি জাতির পিতার...

সারাদেশ

নিরাপদ খাদ্য নিশ্চিতে গোপালগঞ্জের হোটেল রোস্তরার খাবারের নমূনা সংগ্রহ শুরু

নিরাপদ খাবার নিশ্চিতে গোপালগঞ্জের হোটেল রেস্তোরার খাবারের নমূনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো শুরু হয়েছে। জাইকা বিএফএসএ ফুড সেফটি প্রজেক্টের আওতায় আজ বৃহস্পতিবার শহরের নিউ খান স্নাকস...

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments