সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
Bookmark
0
মূলপাতাগোপালগঞ্জ সংবাদজ্বিনের কান্ড দেখিয়ে একের পর এক ঘরে লাগছে আগুন

জ্বিনের কান্ড দেখিয়ে একের পর এক ঘরে লাগছে আগুন

One house after another, the fire is burning due to the jinn's actions

গোপালগঞ্জের কাশিয়ানীতে জ্বিনের কান্ড দেখিয়ে একের পর এক বাড়ি-ঘরে আগুন ধরে যাচ্ছে। গত এক সপ্তাহে একাধিক আগুন লাগানোর ঘটনা ঘটেছে কাশিয়ানীর নড়াইল গ্রামে।পুলিশ বলছে বিষয়টি তারা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে। তবে জ্বিনের কান্ড বলে আখ্যা দিয়ে গ্রামের লোকজন ফিরনি বিতরন করছে, দিচ্ছে মিলাদও।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার একটি গ্রাম নড়াইল। শান্ত, গাছ-গাছালিতে ভরা এ গ্রামের মানুষকে বেশ নম্র-ভদ্র বলেই মনে হয়।ক’দিন আগেও নির্ভয়ে রাত্রী যাপন ছিল এ গ্রামের মানুষের। কিন্তু, এখন মানুষের মধ্যে কেবলই আতংক। কারা এবং কেন এসব ঘরে আগুন ধরিয়ে দিচ্ছে ক্ষতিগ্রস্থরাও তা বলতে পারেননা। তাদের কোন শত্রু নাই,এমনটাই তাদের ধারনা। কেন যে তাদের ঘরে আগুন ধরে যাচ্ছে, আর পুড়ে যাচ্ছে সব।বিশ্বয়কর হলেও সত্য এসব ঘটনা কে বা কারা ঘটিয়েছে, তা কেউ দেখতে পারেনি।এমনকি গ্রামে পাহারা বসিয়েও দুস্কৃতিকারীদেরকে ধরা সম্ভব হয়নি।আর এই সুযোগে এসব কর্মকান্ড জ্বিনের দ্বারা সংঘটিত হচ্ছে, এমনটি চাউর করা হচ্ছে সুকৌশলে প্রকৃত ঘটনাকে আড়াল করতে।

নিরীহ এলাকাবাসীর রাত কাটছে শংকার মধ্যে।রাতের বেলায় ঘুমাতে পারছেন না কেউ।কখন কার বাড়িতে আগুন লেগে যায় এই ভয়ে ভয়ে প্রতিটি রাত কাটছে এলাকাবাসীর।এ অবস্থা থেকে বাঁচতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগি ও এলাকাবাসী।

immage 1000 02 14

ঘটনার সূত্রপাত গত রোববার ও সোমবার। দিনের বেলায় ও রাতের বেলায় বেশ কয়েকটি বাড়িতে হঠাৎ করেই আগুন ধরে যায়। বসতঘর, রান্না ঘরসহ একে একে ১৩ টি স্থানে আগুন ধরে যাওয়ায় ভাবিয়ে তুলেছে গ্রামবাসীকে।

ভুক্তভোগী ইবাদত খান, রফিক খান কাশেম খানের সাথে কথা হলে তারা জানান, তারা আগুন লাগাতে কাউকে দেখেনি। কিন্তু, কিভাবে যে তাদের বাড়ি ঘরে আগুন ধরে যাচ্ছে তারা তা বুঝতে পারছেন না।তারা এমন ঘটনায় ভীতসন্ত্রস্ত্র। নিজেরা এখন বাড়িতে থাকতেও ভয় পাচ্ছেন।

অগ্নিকান্ডে হতাহতের কোন নজির নাই।তবে ঘটনার পর থেকে গুজব উঠেছে জ্বিনের কারসাজিতে আগুন ধরছে বাড়িতে। অনেকেই বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে অন্যগ্রামের আত্মীয়ের বাড়িতে। এমনকি বাড়ির পাশের খড়ের গাদা ও পাটকাঠির গাদা সরিয়ে নিচ্ছে অন্যত্র।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আলম বলেন,আগুন রহস্যের কিনারা করতে তদন্তে নেমেছে পুলিশ। ক্ষতিগ্রস্থরা অভিযোগ দায়ের না করলেও আমরা পুলিশের পক্ষ থেকে স্ব-প্রনোদিত হয়ে বিষয়টি তদন্ত করে দেখছি। দোষীরা যেই হোক তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।আগুন দেয়ার ঘটনাকে কেউ জ্বিনের কারসাজি বলে চালিয়ে দিয়ে এটাকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে বলে ধারনা পুলিশের।

বিগত ৩বছর আগেও কাশিয়ানীর আরেকটি গ্রাম শংকরপাশায় একই ধরনের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত তার কুল-কিনারা করতে পারেনি কেউ।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

সারাদেশ

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments