সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
Bookmark
0
মূলপাতাগোপালগঞ্জ সংবাদনড়াইলে স্বেচ্ছাসেবকলীগ নেতার হাত বিচ্ছিন্ন

নড়াইলে স্বেচ্ছাসেবকলীগ নেতার হাত বিচ্ছিন্ন

Volunteer league leader's hand severed in Narail

নড়াইল প্রতিনিধি
পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নড়াইলে আকবর হোসেন লিপন (৪৪) নামে স্বেচ্ছাসেবকলীগ নেতার হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া শরীরে একাধিক স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।
রবিবার রাত পৌনে ১০টার দিকে লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের সিকদারপাড়া মসজিদের কাছে এ হামলার ঘটনা ঘটে।
লিমন মল্লিকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মল্লিকপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক সদস্য (মেম্বার) ছিলেন। এছাড়া গত বছর ইউয়িন পরিষদ নির্বাচনে লিমন স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন।

জানাগেছে, মঙ্গলহাটা গ্রামের নূর মিয়ার ছেলে লিমন রবিবার রাত পৌনে ১০টার দিকে গ্রামের রাস্তা দিয়ে হেটে বাড়ি যাচ্ছিলেন। উত্তর পাড়া শিকদার বাড়ি মসজিদের কাছে আসলে সন্ত্রাসীরা তাকে ঘিরে ফেলে বেপরোয়াভাবে কোপাতে থাকে। ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই তার ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গ্রামে দীর্ঘদিন ধরে সামাজিক দলাদলি চলে আসছে। একটি গ্রুপের নেতৃত্বে ছিলেন আহত লিমন ও ঠান্ডু মিয়া। লিমনদের প্রতিপক্ষের নেতৃত্ব দেন মোস্তফা সিকদার ও আকবর মোল্যা।

মল্লিকপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের (মঙ্গলহাটা) সদস্য মোঃ ইমদাদুল মল্লিক জানান, এক বছর হলো ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের আগের থেকেই মঙ্গলহাটা গ্রামে সামাজিক বিরোধ চলে আসছে। গত এক বছর ধরে কিছুটা স্বাভাবিক ছিলো। হঠাৎ করে একটি দুর্ঘটনা ঘটেছে। পূর্বশত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে তিনি দাবী করেন।

জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল বলেন,‘ আকবর হোসেন মল্লিকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এলাকায় অত্যান্ত জনপ্রিয় ছিলেন। বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন জানান, গ্রাম্য বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে এঘটনা ঘটতে পারে। ঘটনাস্থল থেকে বিচ্ছিন্ন হওয়া হাত উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের জোর চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি আপাতত শান্ত আছে। পুলিশ মোতায়েন রয়েছে।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

সারাদেশ

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments