শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Bookmark
0
মূলপাতাআন্তর্জাতিকবাংলাদেশের নির্বাচন: যুক্তরাষ্ট্র নীরব না নেপথ্যে তৎপর?

বাংলাদেশের নির্বাচন: যুক্তরাষ্ট্র নীরব না নেপথ্যে তৎপর?

আওয়ামী লীগের নেতারা এবং আওয়ামী লীগের অন্দরমহলে বিভিন্ন আলোচনায় উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চায় বা আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন না হয় সেজন্য তৎপরতা চালাচ্ছে।

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কি? কদিন আগেও মনে করা হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন নীরবতা পালন করছে। অন্তত মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলারের সংবাদ ব্রিফিং এর বক্তব্য থেকে তাই মনে হচ্ছিল। বারবার তিনি বলছিলেন, বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক এটা তাদের প্রত্যাশা এবং এটিই তারা দেখতে চান।

এর বাইরে তিনি কোন কথা বলেননি। কিন্তু সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের নেতারা এবং আওয়ামী লীগের অন্দরমহলে বিভিন্ন আলোচনায় উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চায় বা আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন না হয় সেজন্য তৎপরতা চালাচ্ছে।

আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমের কাছে বলেছেন, নির্বাচনকে ভণ্ডুল করতে ষড়যন্ত্র করছে বিএনপি। এখানে ভূ রাজনৈতিক স্বার্থ থাকায় বিদেশি কারও কারও হাত রয়েছে। সামরিক শক্তি বিস্তারের বিষয়ও থাকতে পারে। ওবায়দুল কাদেরের এই মন্তব্য এমন এক সময়ে করা হল যখন জাতীয় পার্টি নির্বাচনে থাকবে কি থাকবে না তা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তাছাড়া বিএনপিপন্থি বেশ কিছু সুশীল সমাজের প্রতিনিধিরা বেশ খোলামেলা ভাবে বলেছেন ৭ জানুয়ারির নির্বাচন হবে না। সুশীলদের বক্তব্য, বিএনপির তৎপরতা এবং ওবায়দুল কাদেরের বক্তব্য এক সূত্রে গাঁথা কিনা—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা কল্পনা চলছে।

মার্কিন যুক্তরাষ্ট্র দুই বছর আগেও বাংলাদেশের নির্বাচন নিয়ে বেশ সরব ছিল এবং একাধিক মার্কিন প্রতিনিধি বাংলাদেশ সফর করে গেছেন এবং তারা আমাদের নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের উপদেশ দিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করেছেন।

২৮ অক্টোবর পর্যন্ত এই তৎপরতা ছিল। ২৮ অক্টোবরের বিএনপির তাণ্ডবের পর মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু প্রধান প্রধান দলগুলোকে শর্তহীন সংলাপের জন্য চিঠি লিখেছিলেন। কিন্তু সেই চিঠিতে কাজ হয়নি। ডোনাল্ড লু’র চিঠি যেদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে পৌঁছে দেওয়া হয়, সেই দিনই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে।

এরপর পিটার ডি হাস বিদেশে চলে যান। অনেকেই ধরে নিয়েছিল যে ভারতের মধ্যস্থতার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এখন অনেকটাই নীরবতা পালন করবে এবং তারা বাংলাদেশের নির্বাচনে কি ঘটে সেটি আগে পর্যবেক্ষণ করবে। তারপর তারা পরবর্তী পদক্ষেপ নেবে। বিভিন্ন মহল থেকে এ ধরনের কথা বলা হচ্ছিল।

কিন্তু সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের একাধিক আলোচনায় উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতিবাচক মনোভাবের কথা। যদিও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এখন অনেকটাই সহনীয় পর্যায়ে এসেছে। কিন্তু গত দুইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলো জাতীয় পার্টিকে নির্বাচন থেকে সরে আনার জন্য চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন।

আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, গতকাল মন্ত্রিসভার বৈঠকের পরও জাতীয় পার্টি নির্বাচনে শেষ পর্যন্ত থাকবে কিনা সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

আর তার পরপরই আওয়ামী লীগের নেতার এই বক্তব্য একই সূত্রে গাঁথা বলে অনেকে মনে করছেন। তারা মনে করছেন নিশ্চয় সরকারের কাছে এই ধরনের কোন খবর আছে। বাইরে নীরবতা অবলম্বন করলেও এবং বাংলাদেশের ব্যাপারে এক ধরনের উপেক্ষা নীতি অনুসরণ করলেও আসলে নির্বাচনের নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানের কোন পরিবর্তন হয়নি।

তবে এবারের মানবাধিকার দিবসে বাংলাদেশের ওপর কোন নিষেধাজ্ঞা আরোপ না করার বিষয়টিকে অনেকেই ইতিবাচকভাবে দেখছিলেন। আবার অনেকে এখন মনে করছেন, যেহেতু বাংলাদেশের ব্যাপারে একটি তৎপরতা মার্কিন যুক্তরাষ্ট্র চালাচ্ছে সেজন্য বাংলাদেশকে এই নিষেধাজ্ঞার তালিকা থেকে বের করে রাখা হয়েছে। এখন দেখার বিষয় মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে আসলে নেপথ্যে থেকে কি করে?

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

সারাদেশ

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments