রবিবার, মে ৫, ২০২৪
Bookmark
0
মূলপাতাজাতীয়কাশিয়ানীর বৃদ্ধাশ্রমে দুঃস্থদের আর্থিক সহায়তা হিসেবে ৫ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান

কাশিয়ানীর বৃদ্ধাশ্রমে দুঃস্থদের আর্থিক সহায়তা হিসেবে ৫ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে কাশিয়ানী উপজেলার হাইশুর বৃদ্ধাশ্রমে অবস্থানরত অসহায় দুঃস্থদের আর্থিক সহায়তা হিসেবে ৫ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে।

আজ সোমবার দুপুরে জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে এই আর্থিক সাহায্যের সঞ্চয়পত্র বৃদ্ধাশ্রমের তত্ত্বাবধায়ক আশুতোষ বিশ্বাসের হাতে তুলে দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সহায়তা প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ওসমান গনি, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়, এনডিসি মিলন সাহাসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এ বৃদ্ধাশ্রমটিতে বর্তমানে ২৩ জন আশ্রিত রয়েছেন।

বৃদ্ধাশ্রমের তত্ত্বাবধায়ক আশুতোষ বিশ্বাস বলেন, এ বৃদ্ধাশ্রমটি সমাজের বিত্তবানদের আর্থিক সহায়তার উপর নির্ভর করে চলে আসছে। কিন্তু বিভিন্ন সময়ে জরুরী প্রয়োজনে ওষুধ বা জরুরী প্রয়োজন মেটানোর জন্য টাকার প্রয়োজন হয়। তখন মানুষের কাছ থেকে ধার দেনা করে বা সাহায্য চেয়ে চলতে হতো। জেলা প্রশাসন থেকে এককালিন আর্থিক সহায়তা এ বৃদ্ধাশ্রমটির আশ্রিতদের উপকারে আসবে।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, বৃদ্ধাশ্রামে আশ্রিতদের কথা বিবেচনা করে সরকারিভাবে এককালিন এ অর্থ সহায়তা করা হয়েছে। এই টাকার লভ্যাংশ থেকে দুঃস্থ আশ্রিত মানুষের ওষুধপত্রসহ জরুরী প্রয়োজন মেটানো হবে। তিনি সমাজের বিত্তবানদের এ বৃদ্ধাশ্রমে সহায়তা করার অনুরোধ জানান।

এছাড়া, এদিন সরকারী কৌশলী(জিপি) এ্যাড. দেলোয়ার হোসেনের হাতে একটি ল্যাপটপ তুলে দেন জেলা প্রশাসক।যাতে করে সরকারী মামলা গুলোর বিষয়ে সব কিছু সাজানো গোছানো থাকে এবং তরিৎ ব্যবস্থাও গ্রহন করা যায়।

অন্যদিকে, জনসাধারনের মধ্যে বন্টনের জন্য সাড়ে সাত হাজার মাস্ক জেলা প্রশাসকের হাতে তুলে দেন বিসিডিএস, গোপালগঞ্জ শাখার নেতৃবৃন্দ।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

গোপালগঞ্জে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রতিক বরাদ্দ অনুষ্ঠান

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

সারাদেশ

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments