রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
Bookmark
0
মূলপাতাজাতীয়“সাইকেল চালিয়েই সময় মত কলেজে যেতে পারবো”

“সাইকেল চালিয়েই সময় মত কলেজে যেতে পারবো”

স্টাফ রিপোর্টার।।

আঁখি অধিকারী। কোটালীপাড়া উপজেলার শেখ হাসিনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেনীর ছাত্রী। বাবা অরুন অধিকারী করেন কৃষি কাজ। সংসারে আর্থিক অনাটনের কারনে পায়ে হেঁটে প্রায় চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আঁখিকে যেতে হয় কলেজে। এতে কলেজে যেতে দেরী হবার পাশাপশি অনেক সময় ক্লাশ ধরতে পারতো না। এতে পড়াশোনার বিঘ্ন ঘটতো আঁখির।

কিন্তু এবার কলেজ খুললে আর দেঁরিতে কলেজে যেতে হবে না। কারন এখন সাইকেল চালিয়েই সময় মত কলেজে যেতে পারবে। এমন কথাগুলো বলছিল শিক্ষার্থী আঁখি অধিকারী।

আঁখির মত অবস্থা ফারজানা খানম, সীমা অধিকারীসহ আরো ১৮জন শিক্ষার্থীর। এবার তারাও সাইকেল চালিয়ে কলেজে যেতে পারে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এলজিএসপির অর্থায়নে কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৯ জন মেয়ে শিক্ষার্থীর মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়।

কান্দি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠিত বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইলিয়াছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ মহসীন উদ্দিন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষ প্রধান অতিথি শাহিদা সুলতানা ১৯ জন শিক্ষার্থীর হাতে বাই সাইকেল তুলে দেন। একই সাথে ৪৫ জন গৃহবধূর মাঝে সেলাই মেশিন এবং হ্যান্ড স্যানিটাইজার ও স্যানিটারী ন্যাপকিনও বিতরণ করেন।

শেখ হাসিনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেনীর ছাত্রী ফারজানা খানম ও সীমা অধিকারী জানান, সংসারে আর্থিক সমস্যা রয়েছে। তাই দীর্ঘ পথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে তাদেরকে কলেজে যেতে হয। এতে অনেক সময় ক্লাশ মিস করায় পড়ালেখায় মনোবেশন করতে পারিছিল না। তবে এবার সাইকেল পাওয়ায় কলেজ খুললে সময় মত ক্লাসে উপস্থিত হতে পারবে।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ দেযার আহবান জানিয়ে বলেন, সমাজে প্রতিষ্ঠিত হতে গেলে শিক্ষার প্রয়োজন করেছে। বিশেষ করে মেয়েদের অন্যের বোঝা হতে না চাইলে অবশ্যই উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে। এতে নিজে সাবলম্বী হবার পাশাপশি স্বামীর সংসারে বোঝা হয়ে থাকতে হবে না। তাই সকলকে মনোযোগ দিয়ে পড়ালেখা করার জন্য আহবান জানান।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

সারাদেশ

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments