রবিবার, মে ৫, ২০২৪
Bookmark
0
মূলপাতাগোপালগঞ্জ সংবাদপ্রধানমন্ত্রীর উপহারের নতুন ঘর পেল গৃহহীন ও ভূমিহীন পরিবার

প্রধানমন্ত্রীর উপহারের নতুন ঘর পেল গৃহহীন ও ভূমিহীন পরিবার

মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ২৪৭টি নতুন ঘর গৃহহীন ও ভূমিহীন পরিবার পেয়েছে।

আজ বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে  গোপালগঞ্জে ঘর ও ২ শতাংশ জমির কাগজপত্র আনুষ্ঠানিকভাবে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও মুকসুদপুর উপজেলায় আয়োজিত ঘর বিতরণ অনুষ্ঠান থেকে হস্তান্তর করা হয় । ৪ উপজেলায় ঘর বিতরণ অনুষ্ঠানে  গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম,  জেলা আওয়ামী লীগের  সভাপতি মাহবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোছা. নাজমুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) মোঃ গোলাম কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাসিন উদ্দীন, মোঃ আল মামুন, ফেরদৌস ওয়াহেদ, এসএম ইমাম রাজী টুলু, উপজেলা চেয়ারম্যানগন সহ প্রশাসনের পদ্স্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, উপকারভোগী প্রান্তিক জনগোষ্ঠির নারী পুুরুষ উপস্থিত ছিলেন।  
এ নিয়ে গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের মোট ৪ হাজার ৫২টি ঘর বিতরণ করা হলো । 
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. নাজমুন নাহার বলেন, জেলায় মোট গৃহহীন ও ভূমিহীন পরিবারের সংখ্যা তালিকাভূক্ত করা হয়েছে ৪ হাজার ২৫২। এরমধ্যে ৪টি পর্যায়ে ৪ হাজার ১৭২টি ঘর বরাদ্দ পাওয়া গেছে। এ পর্যন্ত ৪ হাজার ৫২টি ঘর নির্মিত হয়েছে। এসব ঘর বিতরণ আজ বুধবার সম্পন্ন হয়েছে। ১২০টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে । 
ওই কর্মকর্তা আরো বলেন, এখন জেলায় তালিকা ভূক্ত গৃহহীন ও ভূমিহীন পরিবারের সংখ্যা মাত্র ৮০। আশ্রয়ণ প্রকল্পের মেয়াদ সরকার ২০২৫ সাল পর্যন্ত বৃদ্ধি করেছে। প্রাকৃতিক দুর্যোগ বা অন্যকোন কারণে ভূমিহীন ও গৃহহীন  শ্রেণিতে নতুন কোন পরিবার অন্তর্ভুক্ত হলে পরবর্তীতে তাদের দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত ( তালিকাভূক্ত) করে পুনর্বাসন করা হবে।      
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন,  গোপালগঞ্জ সদর উপজেলায় ১৩০ টি, মুকসুদপুরে ৪০টি, টুঙ্গিপাড়ায় ৩৭টি ও কোটালীপাড়ায় ৪০টিসহ মোট ২৪৭টি ঘর আজ বুধবার গোপালগঞ্জ জেলায়  বিতরণ করা হয়েছে। এরমধ্য দিয়ে আমরা এ পর্যন্ত জেলার ৫ উপজেলায় ৪ হাজার ৫২ টি ঘর বিতরণ করেছি। 
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম আরো বলেন, ভূমিহীন ও গৃহহীন প্রতি পরিবারকে দ্বি-কক্ষ বিশ্ষ্টি  ১টি সেমি পাকা ঘর, ( বাথরুম, বারান্দা, কিচেন যুক্ত) সাথে কবুলিয়ত, নামজারী খতিয়ান, সনদপত্র, নামজারী ডিসিআর প্রদান করা হয়েছে । এছাড়া প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। ব্যবস্থা করা হয়েছে সুপেয় পানির ।
ঘর পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে  গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ গ্রামের নজিরন বেগম (৪০) বলেন, মা-বাবা আমাদের জন্য যা করতে পারেন নি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা আমাদের জন্য করে দিয়েছেন।তিনি ঘর ও দুই শতাংশ জমি দিয়েছেন। এজন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতঞ্জতা প্রকাশ করছি। আল্ল­াহর কাছে তাঁর জন্য সব সময় দোয়া-মোনাজাত করব। 
শেখের বেটি ঘর দিছে, এহন আমি জমিসহ বাড়ির মালিক। আমি প্রতিবন্ধী হয়ে, সমাজের একটা বোঝা মনে করতাম নিজেকে। আমার পরিবারও আমাকে তাদের বোঝা মনে করতো। আমার মাথা গোঁজার ঠাই ছিলোনা। আমার নিজের বলতে কিছুই ছিলোনা। এখন জমিসহ একটা ঘরের, মালিক, একটা বাড়ির মালিক। আমার মাথা গোঁজার ঠাই হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বুধবার ( ৯ আগষ্ট) সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান অনুষ্ঠানে জমিসহ ঘর পেয়ে এসব কথা বলছিলেন প্রতিবন্ধী তানজিলা ।

মানিকদাহ গ্রামে ঘর পেয়ে খুশি জাহিদ মিয়া (৪৫) বলেন, নিজের ঘর ছিল না। তাই অন্যের জায়গায় থাকতাম। ভাড়া দিতে কষ্ট হত। স্ত্রী, সন্তাান নিয়ে স্বল্প আয়ে চলতে পারতাম না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর দিয়েছেন। এখন মাথাগোঁজার জায়গা হয়েছে। ছেলে-মেয়ে নিয়ে পাকা ঘরে থাকতে পারছি। এটি আমার জন্য পরম পাওয়া। এটি কখনো কল্পনাও করতে পারিনি, যে আমার ঘর হবে। এজন্য আল্লাহ যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো বারবার প্রধানমন্ত্রী করেন । প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এ শুভ কামনা । 

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

গোপালগঞ্জে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রতিক বরাদ্দ অনুষ্ঠান

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

সারাদেশ

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments