রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
Bookmark
0
মূলপাতাজাতীয়নতুন মন্ত্রিসভায় থাকতে পারেন যেসব প্রথমবারের এমপি

নতুন মন্ত্রিসভায় থাকতে পারেন যেসব প্রথমবারের এমপি

আওয়ামী লীগ সাধারণত ৪০ থেকে ৫০ জনের মধ্যে একটি মন্ত্রিসভা গঠন করে। এবার মন্ত্রিসভার আকারে একটু বড় হতে পারে বলেও একাধিক সূত্র বলে আভাস দিয়েছে। মন্ত্রিসভায় মন্ত্রীদের সঙ্গে পাশাপাশি একজন করে প্রতিমন্ত্রী রাখার ব্যবস্থাও করা হতে পারে বলে বিভিন্ন সূত্র ইঙ্গিত দিচ্ছে।

আওয়ামী লীগ একটি বিরাট রাজনৈতিক দল। ২২৪ জন সংসদ সদস্য এবার নির্বাচিত হয়েছেন। এরা সবাই মন্ত্রী হওয়ার প্রত্যাশী। এদের মধ্যে অনেকেই মন্ত্রী হওয়ার যোগ্য। কিন্তু নতুন মন্ত্রিসভায় সবার জায়গা হবে না এটা নিশ্চিত।

আওয়ামী লীগ সাধারণত ৪০ থেকে ৫০ জনের মধ্যে একটি মন্ত্রিসভা গঠন করে। এবার মন্ত্রিসভার আকারে একটু বড় হতে পারে বলেও একাধিক সূত্র বলে আভাস দিয়েছে। মন্ত্রিসভায় মন্ত্রীদের সঙ্গে পাশাপাশি একজন করে প্রতিমন্ত্রী রাখার ব্যবস্থাও করা হতে পারে বলে বিভিন্ন সূত্র ইঙ্গিত দিচ্ছে। তবে এই মন্ত্রী সভায় একেবারে নতুন মুখ কারা হতে পারেন তা নিয়ে চলছে নানা রকম আলোচনা।

প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত কারা হতে পারেন এ নিয়ে আলাপ আলোচনা চলছে। গতবারও প্রথমবার সংসদ সদস্য হয়ে ড. এ কে আব্দুল মোমেন, শ. ম রেজাউল করিম মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেয়েছিলেন। এ ছাড়া আরও অনেক নতুন মুখ মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত ছিলেন। এবারও তেমন কিছু হবে কি না তা নিয়ে বিভিন্ন রকম আলাপ আলোচনা চলছে।

বিভিন্ন সূত্র থেকে খবরে জানা গেছে যে, প্রথমবার সংসদ সদস্য হয়ে এবার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন এমন তালিকায় বেশ কয়েকজন সম্ভাবনাময় নবনির্বাচিত সংসদ সদস্য রয়েছেন। জামালপুর-৫ থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য আবুল কালাম আজাদ এবার প্রথমবারের মতো এমপি হয়েছেন। তিনি একজন প্রভাবশালী আমলা ছিলেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং এসডিজি বিষয়ক সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার মন্ত্রিসভায় তার অন্তর্ভুক্ত হওয়ার সম্ভবনা রয়েছে। এ ছাড়াও ড. সাদিক পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান এবং সাবেক শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার তিনি নির্বাচনে প্রথমবারের মত অংশগ্রহণ করে নির্বাচিত হয়েছেন। মন্ত্রিসভায় তার অন্তর্ভুক্তি বিষয়টি ব্যাপক আলোচিত হচ্ছে।

আওয়ামী লীগের তরুণ নেতাদের মধ্যে ড. সেলিম মাহমুদ এবার প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন চাঁদপুরের একটি আসন থেকে। তিনি আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদকও বটে। মন্ত্রিসভায় তার অন্তর্ভুক্তি নিয়েও আলোচনা হচ্ছে ব্যাপক ভাবে। মোহাম্মদ আলী আরাফাত এবার প্রথমবারের মতো এই সংসদ সদস্য নন। এর আগে তিনি উপনির্বাচনে গুলশানের (ঢাকা-১৭) থেকে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু তখন ছিলেন তিনি স্বল্পতম সময়ের জন্য সংসদ সদস্য। এবার তিনি পূর্ণকালীন সময়ের জন্য সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কাজেই এবার যদি তিনি মন্ত্রী হন তাহলে তিনি প্রথমবারের মতো এমপি হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাঈদ খোকন এবার প্রথমবারের মতো সংসদ সদস্য ছিলেন। এর আগে তিনি ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। সাঈদ খোকন এবার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলেও অবাক হবার কিছু থাকবে না। এ ছাড়াও ঢাকা-১০ থেকে নির্বাচিত এমপি চিত্রনায়ক ফেরদৌস মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত থাকতে পারেন এমন গুঞ্জন বিভিন্ন মহলে রয়েছে।

প্রথম বারের মতো সংসদ সদস্য হয়ে বেশ কয়েকজন এবার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত থাকতে পারেন বলে বিভিন্ন মহল মনে করছে। তবে মন্ত্রিসভায় কারা থাকবেন, না থাকবেন তা একান্তই প্রধানমন্ত্রীর বিষয়। প্রধানমন্ত্রী এ নিয়ে কারও সাথে কোনো আলাপ আলোচনা করছেন না। স্বীয় বিচার বিবেচনা অনুযায়ী তিনি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে দলের শীর্ষ স্থানীয় নেতারা জানিয়েছেন। বৃহস্পতিবারই বোঝা যাবে যে মন্ত্রিসভায় কারা থাকছেন, কারা থাকছেন না।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

সারাদেশ

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments