40.8 C
Gopālganj
মঙ্গলবার, মে ২১, ২০২৪
Bookmark
0
মূলপাতাএসক্লুসিভ৮০ বাজপাখির জন্যই বিমানে টিকিট কেটেছিলেন সৌদি যুবরাজ

৮০ বাজপাখির জন্যই বিমানে টিকিট কেটেছিলেন সৌদি যুবরাজ

টাকা থাকলে কত কিছুই না করে মানুষ। অনেকে শখ পূরণে দুহাত ভরে টাকা খরচ করেন। অনেকে আবার মানব সেবায় ব্যয় করেন। তবে সৌদি আরবের এই যুবরাজ যা করেছেন তা জানলে চোখ কপালে ওঠার জোগাড় হবে। নিজের পোষা বাজপাখিদের জন্য তিনি বিমানের টিকিট বুক করেছেন। তা-ও একটি বা দুটির জন্য নয়, ৮০টি বাজপাখির জন্যই তিনি বিমানের টিকিট বুক করেছেন। তবে ঘটনাটি এখনকার নয়। ছয় বছর আগে ২০১৭ সালের। সম্প্রতি সেই দৃশ্য আবার নতুন করে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। খবর এনডিটিভির।

সিএন ট্র্যাভেলারের তথ্য অনুযায়ী, সৌদি রাজপরিবারের এক সদস্যের ৮০টি বাজপাখি ছিল। এসব পাখির আরাম ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে তাদের প্রত্যেকটির জন্য আলাদাভাবে বিমানের টিকিট কাটেন তিনি। এমনকি যাত্রাপথে যেন কোনো বিড়ম্বনা না হয় সে জন্য পাখিগুলোর ডানা পর্যন্ত বেঁধে দেওয়া হয়।

সে সময় এ ঘটনার একটি ছবি শেয়ার করেছিলেন সামাজিক মাধ্যম রেডডিট ব্যবহারকারী লেন্সু। যেখানে দেখা যায়, পুরো বিমানভর্তি বাজপাখি। তাদের মাঝে মাঝে মাত্র কয়েকজন মানুষ। এই ছবির ক্যাপশনে ওই ব্যবহারকারী লিখেছিলেন, ‘আমার ক্যাপ্টেন বন্ধু আমাকে এই ছবিটি পাঠিয়েছেন। সৌদি যুবরাজ তার ৮০টি বাজপাখির জন্য টিকিট কিনেছেন।’

এ ঘটনা কিছুটা অদ্ভুত মনে হলেও সিএন ট্র্যাভেলার বলছে, মধ্যপ্রাচ্যে বিমানে করে বাজপাখি পরিবহন অস্বাভাবিক কিছু নয়। আরব উপদ্বীপে শিকারি এই পাখির উল্লেখযোগ্য সাংস্কৃতিক ও ঐতিহাসিক মর্যাদা রয়েছে। সেখানে বাজপাখির লড়াই বেশ জনপ্রিয়। হাজার বছর ধরে এই খেলা চলে আসছে। এই খেলাকে আরবরা এতটাই গুরুত্ব দিয়ে থাকে যে এসব পাখির নিজস্ব পাসপোর্ট রয়েছে। এর ফলে মালিকের সঙ্গে এসব পাখি এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতে পারে।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

বঙ্গবন্ধুর সমাধিতে কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কোটালীপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।  শনিবার দুপুরে তিনি জাতির পিতার...

সারাদেশ

উপজেলা নির্বাচনে বিজয়ীদের শপথ

হাফিজুর রহমান, ঢাকা।। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে বিজয়ী ঢাকা বিভাগের উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান ঢাকা বিভাগীয়...

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments