রবিবার, মে ৫, ২০২৪
Bookmark
0
মূলপাতাব্রেকিং নিউজ...২৭শ’ দরিদ্র শিশুর জন্মদিন পালন

২৭শ’ দরিদ্র শিশুর জন্মদিন পালন

Celebrating the birthday of 2700 poor children

বাদল সাহা, বিশেষ প্রতিনিধি।।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় হতদরিদ্র পরিবারের মেয়ে জান্নাতি ইসলাম। বাবার দারিদ্রতার কারনে কখনই জন্মদিন পালন করা হয়ে ওঠেনি জান্নাতির। তবে কোটালীপাড়ায় কেক কেটে ও মোমবাতি জ্বালিয়ে ২৭’শ দরিদ্র শিশুর জন্মদিন পালন উৎসবে এসেছিল জান্নাতি।

এসময় জান্নাতি বলে, জন্মদিনের অনুষ্ঠান কি তা আমার জানা ছিল না। জন্মদিনে কেক কাটে আর মোমবাতি জ্বালানো হয় সেটাও আমি জানি না। এখানে আমার জন্মদিন পালন হলো। এতে আমি খুব আনন্দ পেয়েছি। জান্নাতির মত একই কথা জন্মদিনের অনুষ্ঠানে আসা অন্য শিশুদেরও।

আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির আয়োজনে কমলকুঁড়ি বিদ্যানিকেতন হলরুমে দরিদ্র শিশুদের এ জন্মদিন পালন করা হয়।

জন্মদিন অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে অনুষ্ঠানে আগত ২৭’শ শিশুর প্রত্যেককে জন্মদিনের উপহার সামগ্রী দেয়া হয়।

ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির ম্যানেজার সিলভীয়া ডেইজীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাস, কমলকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সরওয়ার হোসেন তালুকদার, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস, ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির প্রোগ্রাম অফিসার পার্থ সারথী দোবে, আলবার্ট সরকার, সুভাষ জয়ধর, শিশু নিরাপত্তা অফিসার স্বপন ফলিয়া, সিস্টেম সাপোর্ট অফিসার রোজলীন নুপুর ঘরামী বক্তব্য রাখেন।

জন্মদিন অনুষ্ঠানে আগত স্কুল শিক্ষার্থী সোহান ইসলাম বলেছে, আমরা খুবই গরীব। তাই বাবা আমার জন্মদিন পালন করতে পারি না। অনেককে জন্মদিনে কেক কাটতে দেখে মন খুব খারাপ হতো। তবে এবার জন্মদিনে কেক কাটতে পরে খুব ভাল লাগছে।

ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির ম্যানেজার সিলভীয়া ডেইজী অনুষ্ঠানে আগত শিশুদের উদ্দ্যেশ্য করে বলেন, তারা যেন বড় হয়ে তাদের বিদ্যা, বুদ্ধি ও জ্ঞান দিয়ে দেশ ও সমাজের উন্নয়নের জন্য কাজ করে।

উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার বলেন, দরিদ্র এসব শিশুদের পরিবার আর্থিকভাবে অস্বচ্ছল থাকার কারণে তারা তাদের ছেলে মেয়েদের জন্মদিন পালন করতে পারে না। তাই ওয়ার্ল্ড ভিশন যে জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করেছে এ জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। #

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

গোপালগঞ্জে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রতিক বরাদ্দ অনুষ্ঠান

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

সারাদেশ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা বিজিএমইএ-এর নবনির্বাচিত কমিটির

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিজিএমইএ-এর নবনির্বাচিত কমিটির সভাপতি এস. এম মান্নান কচি ও বর্তমান বোর্ডের নেতৃবৃন্দ। তিনি আজ...

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments