বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালে অবস্থিত কাস্টমস কর্তৃক পরিচালিত স্ক্যানিং মেশিনটি দুইমাস যাবৎ অচল হয়ে পড়ে রয়েছে। তল্লাশি কাজে ব্যবহারিত স্ক্যানিং মেশিনটি অচল থাকায় চেকিং করা যাচ্ছে না ভারত যাওয়া যাত্রীদের ব্যাগেজ।
বাংলাদেশ থেকে ভারতগামী যাত্রীদের কোন ব্যাগেজ তল্লাশি না হওয়ায় বেড়ে গেছে ব্যাগেজ ব্যবসায়ীদের তৎপরতা। অনায়াসে পাচার হচ্ছে ব্যাগেজ রুল বহির্ভুত মালামাল। আর এ সুযোগ কাজে লাগাতে ভারতীয় ব্যাগেজ ব্যাবসায়ীরা তৎপর হয়ে উঠেছে।
তারা লাখ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে প্রতিদিন বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে কয়েক ঘন্টা পর বা পরের দিন বাংলাদেশ থেকে ব্যাগেজ রুল বহির্ভুত মালামাল নিয়ে ভারতে যাচ্ছে।
এ স্ক্যানিং মেশিনটি অচল থাকার ফলে যাত্রীরা যেমন ভোগান্তিতে পড়ছেন তেমনি তল্লাশি কার্যক্রম ব্যাহত হওয়ায় চোরাচালানের আশঙ্কা বাড়ছে। তবে কাস্টমস কর্তৃপক্ষ বলছেন স্ক্যানিং মেশিনটি সচলের সব ধরনের চেষ্টা অব্যাহত আছে।
সোমবার (২৮ আগষ্ট) সকালে বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শারমিন জাহান স্ক্যানার মেশিন অচলের এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, বেনাপোল দিয়ে ভারতে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়াতে চিকিৎসা ও ব্যবসায়িক কাজে প্রতিদিন হাজার হাজার মানুষ এ পথে যাতায়াত করে থাকে। চেকপোস্ট কাস্টমস ভবনে চোরাচালান প্রতিরোধে রয়েছে দুটি স্ক্যানিং মেশিন।
এর একটি বহির্গমন যাত্রীদের জন্য বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে ভারত যাওয়ার পথে ব্যাগেজ স্ক্যানিং করা হয়ে থাকে। আর আগমনী যাত্রীদের জন্য রয়েছে চেকপোস্ট কাস্টমসে ভারত থেকে আসা যাত্রীদের ব্যাগেজ তল্লাশির কাজে।
ভারত ফেরত যাত্রীদের ব্যাগেজ তল্লাশির কাজে ব্যবহৃত কাস্টমসের স্কানিং মেশিনটি সচল রয়েছে। এতে তল্লাশি কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলছে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমসে দায়িত্বরত রাজস্ব কর্মকর্তা শারমিন জাহান জানান, অচল হয়ে পড়ে থাকা স্ক্যানিং মেশিনটি সচলের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। চায়না থেকে যন্ত্রপাতি আসছে।
খুব দ্রুত সচল হবে। আপাতত অচল থাকা ভারত যাওয়া যাত্রীদের ব্যাগেজ তল্লাশির কাজে ব্যবহৃত স্ক্যানিং মেশিনটির কাজ না হওয়ায় যাত্রীদের ব্যাগ হাত দিয়ে তল্লাশি করা হচ্ছে।