রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
Bookmark
0
মূলপাতাজাতীয়যেভাবে গঠিত হবে নতুন সরকার; এখন অপেক্ষা…

যেভাবে গঠিত হবে নতুন সরকার; এখন অপেক্ষা…

চলতি সপ্তাহে নির্বাচন কমিশন, সংসদ সচিবালয় ব্যস্ত সময় কাটাবে নতুন সংসদ সদস্যদেরকে আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে। এরপরই সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে।

গতকাল ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পর ইতোমধ্যে ২৯৮ আসনের বেসরকারি ফলাফল ঘোষিত হয়েছে। বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ ২২৪ টি আসনে বিজয়ী হয়েছেন বেসরকারিভাবে। ৬২ টি আসনে বেসরকারি ফলাফলে স্বতন্ত্র প্রার্থীরা জিতেছে। আর ১১ টি আসনে জয়যুক্ত হচ্ছে জাতীয় পার্টি। কল্যাণ পার্টি একটি আসনে বিজয়ী হয়েছে। এখন নতুন সরকার গঠনের অপেক্ষা।

নতুন সরকার গঠনে সাংবিধানিক প্রক্রিয়া কী? কীভাবে গঠিত হবে নতুন সরকার? নতুন সরকার গঠিত হওয়ার প্রথম ধাপ হল যারা নির্বাচিত হয়েছেন বেসরকারিভাবে তাদের নামে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা। বিজয়ী প্রার্থীদেরকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন আগামী দু একদিনের মধ্যেই গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করবে। এই গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের পর জাতীয় সংসদ সচিবালয় বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্যদেরকে শপথগ্রহণের জন্য আমন্ত্রণ জানাবেন।

ধারণা করা হচ্ছে যে, চলতি সপ্তাহের মধ্যেই নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ অনুষ্ঠানের জন্য সংসদ ভবনে সমবেত হবেন। সংসদ ভবনে এই শপথ অনুষ্ঠানটি হবে কয়েকটি ধাপে। আওয়ামী লীগের সংসদ সদস্যরা একত্রে শপথ গ্রহণ করবেন। জাতীয় পার্টি একত্রে শপথ গ্রহণ করবেন। স্বতন্ত্র প্রার্থীদের শপথগ্রহণও একত্রিতভাবে করা হবে বলে ধারণা করা হচ্ছে।

শপথ অনুষ্ঠানের পর নির্বাচনে বিজয়ী দল আওয়ামী লীগ সংসদীয় দলের সভা করবে এবং সংসদীয় দলের সভায় সর্বসম্মতভাবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সংসদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত হবেন। এটি একটি আনুষ্ঠানিকতা মাত্র। তিনি সংসদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পরপরই সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে মহামান্য রাষ্ট্রপতির বরাবর চিঠি পাঠানো হবে আওয়ামী লীগের পক্ষ থেকে অথবা এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই মহামান্য রাষ্ট্রপতি সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে বঙ্গভবনে আমন্ত্রণ জানাবেন। বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়ে বিজয়ী দলের নেতাকে অভিনন্দন জানাবেন মহামান্য রাষ্ট্রপতি এবং তাকে সরকার গঠনের জন্য আহ্বান জানাবেন। এরপর প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগকে যারা মন্ত্রী হচ্ছেন তাদের তালিকা পাঠাবেন এবং মন্ত্রিপরিষদ বিভাগ একটি শপথের দিন তারিখ চূড়ান্ত করবেন।

ধারণা করা হচ্ছে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে এক সপ্তাহ সময় লাগতে পারে। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, আগামী ১২ থেকে ১৪ জানুয়ারির মধ্যে নতুন সরকারের শপথ অনুষ্ঠান সম্পন্ন করতে চায় আওয়ামী লীগ। সে লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে। দেখার বিষয় যে নির্বাচন কমিশন কবে প্রার্থীদের গেজেট প্রকাশ করবে। নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পর ৪৮ ঘণ্টা সময়ের মধ্যেই শপথ অনুষ্ঠানের আয়োজন করবে সংসদ সচিবালয়।

ইতোমধ্যে সংসদ সচিবালয় তার প্রস্তুতিও শুরু করেছে। শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন শিরীন শারমিন চৌধুরী। শপথ অনুষ্ঠানের পরপরই নতুন সরকার গঠনের আনুষ্ঠানিকতা শুরু হবে বলে মনে করেন সংবিধান বিশেষজ্ঞরা। এখানে যেহেতু আওয়ামি লীগ দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়েছেন তাই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ বা কোন দল সবচেয়ে বেশি আসন পেয়েছে ইত্যাদি নির্ধারণের জন্য কোন সময়ক্ষেপণের প্রয়োজন হবে না।

ধারণা করা হচ্ছে যে, চলতি সপ্তাহে নির্বাচন কমিশন, সংসদ সচিবালয় ব্যস্ত সময় কাটাবে নতুন সংসদ সদস্যদেরকে আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে। এরপরই সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

সারাদেশ

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments