সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
Bookmark
0
মূলপাতাজাতীয়নির্বাচন যে অবাধ-সুষ্ঠু হতে পারে, তা প্রমাণ হয়েছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নির্বাচন যে অবাধ-সুষ্ঠু হতে পারে, তা প্রমাণ হয়েছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পর্যবেক্ষকদের তিনি নিজ দেশে ফিরে বাংলাদেশের কথা বলার আহ্বান জানান। বলেন, এদেশ খুব সুন্দর, আবহাওয়াও চমৎকার। নির্বাচন পর্যবেক্ষণ করতে আসায় দলের পক্ষ থেকে, দেশের পক্ষ থেকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

জনগণ এবার ভোট দিয়ে আওয়ামী লীগকে জিতিয়েছে। এ বিজয় জনগণের বিজয়, আমার না। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, এ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।

গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশী-বিদেশী পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় অনুষ্ঠানে একথা বলেছেন।

বিদেশি অতিথিদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি খুব আনন্দিত হয়েছি যে এই পড়ন্ত বেলায় আপনারা এসেছেন। সবাইকে তাই ধন্যবাদ জানান তিনি।

পর্যবেক্ষকদের তিনি নিজ দেশে ফিরে বাংলাদেশের কথা বলার আহ্বান জানান। বলেন, এদেশ খুব সুন্দর, আবহাওয়াও চমৎকার। নির্বাচন পর্যবেক্ষণ করতে আসায় দলের পক্ষ থেকে, দেশের পক্ষ থেকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, তিনি সবসময় চেষ্টা করেছেন নির্বাচন সুষ্ঠু করার। সেভাবেই নির্বাচনের সকল প্রক্রিয়া সংস্কার করেছেন। নির্বাচন কমিশন আইন করা, ইসিকে সাবলম্বী করাসহ যাবতীয় সব ব্যবস্থা নিয়েছেন ক্ষমতায় আসার পর।

এবারের ভোট ব্যতিক্রম ছিল বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, একটি দল নির্বাচন চায় না। তারা ভোট ভয় পায়।

বিদেশি অতিথিদের সামনে নিজের নেয়া নানা উদ্যোগও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

সারাদেশ

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments