মঙ্গলবার, মে ১৪, ২০২৪
Bookmark
0
মূলপাতাগোপালগঞ্জ সংবাদপশ্চিমারা ইসরায়েলকে ব্যবহার করে এশিয়ার অর্থনীতি ও রাজনীতি নিয়ন্ত্রণ করতে চাচ্ছে : বশেমুরবিপ্রবি উপাচার্য

পশ্চিমারা ইসরায়েলকে ব্যবহার করে এশিয়ার অর্থনীতি ও রাজনীতি নিয়ন্ত্রণ করতে চাচ্ছে : বশেমুরবিপ্রবি উপাচার্য

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম. মাহবুব বলেছেন, মুক্ত বাজার অর্থনীতি চালু হওয়ার পর থেকে এশিয়ার মার্কেট ও অর্থনীতি দখল এবং এশিয়াতে যুদ্ধাস্ত্র বিক্রি করার উদ্দেশ্যে পশ্চিমারা নানা রকম প্রচেষ্টা চালিয়ে আসছে। যেখানে অন্যতম ভ‚মিকা পালন করছে এই ইহুদিবাদের উত্থান। বর্তমানে বিশ^ অর্থনীতিতে এশিয়ার যে আধিপত্য তৈরি হয়েছে, আমেরিকা-ইউরোপিয়ানরা তা সহ্য করতে পারছে না বিধায় নতুন ভ‚রাজনৈতিক কৌশলে ইসরায়েলকে ব্যবহার করে এশিয়ার অর্থনীতি ও রাজনীতি নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। আমাদের বুঝতে হবে ফিলিস্তিন সঙ্কট খ্রিস্টান, ইহুদি ও মুসলমানদের মধ্যে লড়াই নয়, বরং এটি সারা পৃথিবীতে অর্থনৈতিক শোষণের পক্ষ ও বিপক্ষের মধ্যে লড়াই।

ফিলিস্তিনে মানবতার বিরুদ্ধে চলমান যুদ্ধ, আগ্রাসন, সহিংসতা ও সন্ত্রাস বন্ধের দাবিতে আজ রবিবার, ১৫ অক্টোবর ২০২৩, সকাল সাড়ে ১১টায় বিশ্বিবদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন অধ্যাপক মাহবুব।

উপাচার্য আরো বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গিয়ে ড. ইউনুসকে বাঁচানোর জন্য নোবেল লরিয়েটরা অনেক কিছু করছেন। আজকে ফিলিস্তিনে মানবতা ভ‚লুণ্ঠিত হচ্ছে, অথচ নোবেল লরিয়েটরা নীরব ভ‚মিকা পালন করছেন। একজনও এগিয়ে আসছেন না। আমাদের কাছে এটুকু স্পষ্ট, ইসরায়েলকে নিয়ে বহু আগেই পৃথিবীতে যে দুরভিসন্ধি রচনা করা হয়েছে, নোবেল লরিয়েটদের নীরবতা তাই প্রমাণ করে। আমাদের বুঝতে হবে, ফিলিস্তিন সঙ্কট কেবল ইহুদিদের সাথে মুসলমানের সমস্যা নয়, এর শিকড় অনেক গভীরে। কারণ, যুদ্ধবাজ মোড়ল দেশগুলো কিন্তু ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। বিশ^ব্যাপী যুদ্ধ-অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে এই সঙ্কট সৃষ্টি তাদের বড় একটি পদক্ষেপ। তাদের এই চিন্তার শিকড় অনেক গভীরে হলেও তা ভাঙা খুব কঠিন কিছু না। এর জন্য মুসলমানদের একত্রিত হওয়ার বিকল্প নেই।

আমরা এই মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে বিশ^কে জানান দিতে চাই, আমরা ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের পক্ষে, মানবতার পক্ষে আছি। তাদের প্রতি সহানুভ‚তি জানাচ্ছি। অচিরেই মানবতার নিশ্চিত জয় হবে বলে যোগ করেন তিনি।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দলিলুর রহমান, মানবিকী অনুষদের ডিন হাবিবুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ আলী খান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি মো. বদরুল ইসলাম এবং সংশ্লিষ্ট বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষদের ওপর চলমান ইসরায়েলের হিংস্রতা বন্ধের দাবি জানান।#

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

বঙ্গবন্ধুর সমাধিতে কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কোটালীপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।  শনিবার দুপুরে তিনি জাতির পিতার...

সারাদেশ

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments