মঙ্গলবার, মে ১৪, ২০২৪
Bookmark
0
মূলপাতাগোপালগঞ্জ সংবাদবশেমুরবিপ্রবিতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

বশেমুরবিপ্রবিতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

Discussion meeting on the occasion of National Mourning Day

বশেমুরবিপ্রবি প্রতিনিধি।।

জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ আগস্ট) বেলা ১১.০০টায় আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আবু সালেহের সঞ্চালনায় উপাচার্য ড. এ. কিউ. এম. মাহবুবের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বাংলাদেশ প্রাইভেট ইউনিভার্সিটি এসোসিয়েশনের চেয়ারম্যান জনাব শেখ কবির হোসেন। প্রধান আলোচক ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ছাদেকুল আরেফিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. মোঃ রাশেদুজ্জামান।

প্রধান আলোচক অধ্যাপক ড. মোঃ ছাদেকুল আরেফিন বলেন, বঙ্গবন্ধুর আজীবন লাালিত স্বপ্ন ছিল বাঙালি জাতির আত্মমর্যাদার পরিচয় ঘটুক। তিনি এ জাতির আত্মমর্যাদা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন সাহসী, অসাম্প্রদায়িক ও বিজ্ঞান মনষ্ক ও দুরদর্শী। ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যার মাধ্যমে এদেশ মৌলবাদী চেতনার দিকে ধাবিত হয়। তিনি তরুণ প্রজন্মকে জাতির পিতা ও তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনার আদর্শকে রোল মডেল হিসেবে গ্রহণ করার আহবান জানান।

immage 1000 02 18

আলোচনা সভার প্রধান অতিথি জনাব শেখ কবির হোসেন বলেন, ভালবাসা দিয়ে যে একটি দেশ জয় করা যায় সেটা বঙ্গবন্ধু দেখিয়েছিলেন। এদেশ গঠনে প্রতিটি ক্ষেত্রে বঙ্গবন্ধু গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তিনি দেশে ফিরে এসে মাত্র ১৫ দিনের মধ্যে শাসনতন্ত্র দিয়েছেন। সাম্রাজ্যবাদীরা ও এদেশের দোসররা বঙ্গবন্ধুর আদর্শে ভীত হয়ে পড়ে এবং ষড়যন্ত্র করে জাতির পিতাকে সপরিবারে হত্যা করে। তিনি সকলকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।

আলোচনা সভার সভাপতি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, একটি দেশের জাতির পিতাকে হত্যা করা যায়, কিন্তু একটি দেশ বা জাতির পিতার আদর্শকে হত্যা করা যায় না। তিনি তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিতে শিক্ষক সমাজকে অগ্রণী ভূমিকা পালনের অনুরোধ করেন। তিনি আরো বলেন, দেশকে এগিয়ে নিতে হলে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

আলোচনা সভায় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

বঙ্গবন্ধুর সমাধিতে কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কোটালীপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।  শনিবার দুপুরে তিনি জাতির পিতার...

সারাদেশ

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments