সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
Bookmark
0
মূলপাতাগোপালগঞ্জ সংবাদগোপালগঞ্জে অসহায় পরিবারের পাশে শেখ নাঈম

গোপালগঞ্জে অসহায় পরিবারের পাশে শেখ নাঈম

যুগকথা রিপোর্ট :

করোনাভাইরাস মোকাবেলায় গোপালগঞ্জে অসহায় মানু‌ষের পা‌শে দা‌ঁড়ি‌য়ে‌ছেন  গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ছোট ছেলে ও কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।
গত ২২ মার্চ থে‌কে ক‌য়েকধা‌পে প্রায় ১৯ হাজার অসহায় হতদরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দি‌য়ে‌ছেন তি‌নি। রমজা‌ন উপল‌ক্ষে আ‌রো ৬ হাজার প‌রিবার‌কে খাদ্য সহায়তার কার্যক্রম চলমান র‌য়ে‌ছে।
এ‌দি‌কে, রজমান মাস উপল‌ক্ষে গোপালগঞ্জ পৌর এলাকায় বি‌ভিন্ন ওয়া‌র্ডে প্রায় আড়াই হাজার প‌রিবার‌কে সব‌জি বিতরণ ও ১লা মে থে‌কে এখন পর্যন্ত রোজাদার‌কে মা‌ঝে প্রায় ৫ হাজার প্যা‌কেট ইফতার সামগ্রী পৌ‌ছে দি‌য়ে‌ছেন শেখ নাঈম।

গত ২২ মার্চ থেকে প্রতিদিন জেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতা-কর্মীদের মাধ্যমে অসহায়, অসচ্ছল ও হঠাৎ কর্মহীন হওয়া পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌছে দিচ্ছেন তিনি।

‌গোপালগঞ্জ পৌর যুবলী‌গের সাধারণ সম্পাদক মো: ফারহান আলম ব‌লেন, ক‌রোনা প‌রি‌স্থি‌তি‌তে রমজান মাস উপল‌ক্ষে ব্যা‌রিস্টার শেখ ফজ‌লে নাঈ‌মের প‌ক্ষে নিয়‌মিত প্র‌তি‌দিন ৬শ প্যা‌কেট ইফতার সামগ্রী ও পৌর এলাকার বি‌ভিন্ন ওয়া‌র্ডে বিনামূ‌ল্যে সব‌জি বিতরণ করা হ‌চ্ছে। আগামী‌তেও প্রা‌ন্তিক মানু‌ষের পা‌শে ‌থে‌কে সব ধর‌ণের সহায়তা অব্যাহত রাখ‌া হ‌বে‌।

সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: নিউটন মোল্লা জানান, করোনা মোকাবেলায় সরকারি সহায়তার পাশাপাশি ব্যারিস্টার শেখ ফজলে নাঈম ভাইয়ের ব্যক্তিগত অর্থায়ণে জেলার বিভিন্ন এলাকার প্রায় ১৯ হাজার অসহায় প্রান্তিক পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়ে‌ছে। অসচ্ছল ও কর্মহীন পরিবার খুজে বের করে তাদের বাড়িতে খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়। ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও সেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের সমন্বয়ে দিন রাত অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

‌গোপালগঞ্জ সদর উপ‌জেলা সেচ্ছা‌সেবকলী‌গের সাধারণ সম্পাদক ইব‌তিয়াজ জয় ব‌লেন, ব্যা‌রিস্টার শেখ নাঈ‌মের পক্ষ থে‌কে অসহায় অসচ্ছল প‌রিবারের খাদ্য সহায়তা পৌ‌ছে দেয়া হ‌চ্ছে। রমজান মাস উপল‌ক্ষে আ‌রো ৬ হাজার প‌রিবা‌রের মা‌ঝে খাদ্য সহায়তা পৌ‌ছে দেয়ার প্রস্তু‌তি চল‌ছে।

কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বলেন, সারা বিশ্বে করোনা এখন মহামারী আকার ধারণ করেছে। ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের মানুষ। করোনার ঝুঁকি এড়াতে সাধারণ মানুষকে এখন ঘরে থাকতে হচ্ছে। ফলে দেশের প্রান্তিক মানুষ অসহায় হয়ে পড়েছে। অনেকেই কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ-০২ আসনের সংসদ শেখ ফজলুল করিম সেলিম এর দিক নির্দেশনায় অসহায় মানুষদের পাশে থেকে মানবিক সহায়তা দিতে এসব খাদ্য সহায়তার ব্যবস্থা করেছি। যেকোন দূর্যোগকালীন সময় গোপালগঞ্জবাসীর জন্য মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

সারাদেশ

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments