সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
Bookmark
0
মূলপাতাগোপালগঞ্জ সংবাদমহামারী ও দুর্যোগ মোকাবেলায় মানবতার ফেরিওয়ালা যশোর সেনানিবাস

মহামারী ও দুর্যোগ মোকাবেলায় মানবতার ফেরিওয়ালা যশোর সেনানিবাস

দেশে এমন একসময় সুপার সাইক্লোন আম্পান আঘাত হেনেছে, যখন মহামারী করোনা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। তারপরও জীবন চলমান, সবকিছু মোকাবেলা করেই দেশপ্রেমের দৃঢ় প্রত্যয় নিয়ে মানুষের পাশে থেকে প্রত্যক্ষভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।

করোনার শুরুতেই লকডাউনে সাধারণ জনগণকে ঘরে রাখা, ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা, কোয়ারেন্টিন ও লকডাউন অমান্যকারীদের ঘরে ফেরানোর কাজসহ জনসচেতনতামূলক কাজ করে যাচ্ছেন যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। দেশের এমন পরিস্থিতিতে জনগণের পাশে থেকে সরকারি নির্দেশনা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখার পাশাপাশি হতদরিদ্র, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দিন রাত ত্রাণ নিয়ে ছুটে চলেছেন। এছাড়াও হাটবাজার ও বিভিন্ন দোকানপাট, বিপণী বিতানগুলোতে লিফলেট বিতরণ ও মাইকিং করে করোনা সংক্রমণের বিষয়ে মানুষকে সচেতনতা কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি স্বাস্থ্যবিধি সংক্রান্ত নীতিমালা বাস্তবায়ন, গণপরিবহণ চলাচল নিয়ন্ত্রণ, সামাজিক দুরুত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহারে উৎসাহিত করাসহ নানাবিধ জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

অন্যদিকে সুপার সাইক্লোন আম্পান মোকাবেলায় প্রতিনিয়ত কাজ করছে সেনাসদস্যরা। এরই ধারাবাহিকতায় গত ১১ জুন উপকূলবর্তী সাতক্ষীরা এবং খুলনার ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ পরিদর্শনে ছুটে আসেন মাননীয় সেনাবাহিনী প্রধান। এসময় তিনি সেখানে অবস্থানরত সেনাসদস্য এবং স্থানীয় জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন। তিনি ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্তদের মানবিক সহয়তা এবং সকলের সঙ্গে বিনয়ী আচরণের মাধ্যমে দ্রুত বেড়িবাঁধ নির্মান কার্যক্রম সম্পন্ন করতে নির্দেশনা প্রদান করেন। এছাড়াও স্বাস্থ্যরক্ষায় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকায় গুরুত্ব দিয়ে সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণ, ত্রাণ তৎপরতা ও ঘরবাড়ী মেরামতে পাশাপাশি পানিবন্দী মানুষদেরকে ডায়রিয়াসহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব হতে রক্ষা করতে জরুরী চিকিৎসা সেবাসহ অন্যান্য জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।-প্রেস বিজ্ঞপ্তি।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

সারাদেশ

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments