রবিবার, মে ৫, ২০২৪
Bookmark
0
মূলপাতাব্রেকিং নিউজ...মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো জ্ঞানের আলো পাঠাগার

মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো জ্ঞানের আলো পাঠাগার

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে জ্ঞানের আলো পাঠাগার। সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত শিশু হালিমা (৬) ও তার পিতা হাফিজুর রহমানের চিকিৎসার অর্থ সংগ্রহ করে চিকিৎসা শেষে অবশিষ্ট ৪৭ হাজার ৮৮৯ টাকা হালিমার পরিবারের কাছে হস্তান্তর করে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে হালিমার পরিবারের হাতে ৪৭ হাজার ৮৮৯ টাকা প্রধান অতিথি হিসেবে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুশান্ত বৈদ্য, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: জসিম উদ্দিন, উপজেলা ফায়ার স্টেশনের ইনচার্জ নজরুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন তালুকদার, জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল উপস্থিত ছিলেন।

হালিমার পিতা হাফিজুর রহমান বলেন, জ্ঞানের আলো পাঠাগার এগিয়ে না আসলে আমার ও আমার মেয়ের চিকিৎসা করানো সম্ভব ছিল না। পাঠাগারটির সদস্যদের সহযোগিতায় আমি ও আমার মেয়ে আজ সুস্থ। আমি সংগঠনটির সব সদস্য ও যারা আর্থিক সহায়তা করেছেন তাদের ধন্যবাদ জানাই।

জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বলেন, জ্ঞানের আলো পাঠাগারের নিজস্ব ফেসবুক পেজে হালিমা ও তার বাবার চিকিৎসার জন্য অর্থ সহায়তা চেয়ে পোস্ট দেওয়া হয়। এ পোস্টে সাড়া দিয়ে অনেক হৃদয়বান মানুষ এগিয়ে আসে। সংগ্রহ হয় ১ লক্ষ ১২ হাজার ৮৮৯ টাকা। এই টাকা দিয়ে ঢাকায় শেখ হাসিনা বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনষ্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ৬ মাস ধরে হালিমা ও তার পিতা হাফিজুর রহমানের চিকিৎসা করা হয়। এই চিকিৎসায় খরচ হয় ৬৫ হাজার টাকা। অবশিষ্ট ৪৭ হাজার ৮৮৯ টাকা আজ  হালিমার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, জ্ঞানের আলো পাঠাগার সবসময় অসহায় মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে আসছে। মানবতার সেবায় জ্ঞানের আলো পাঠাগার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

গোপালগঞ্জে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রতিক বরাদ্দ অনুষ্ঠান

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

সারাদেশ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা বিজিএমইএ-এর নবনির্বাচিত কমিটির

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিজিএমইএ-এর নবনির্বাচিত কমিটির সভাপতি এস. এম মান্নান কচি ও বর্তমান বোর্ডের নেতৃবৃন্দ। তিনি আজ...

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments